নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাজহারুল সাকিব

মাজহারুল সাকিব

বিষাদ করে ভর, তাই এখানে সেখানে উকি মারি ।

মাজহারুল সাকিব › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাটাস সংকলনঃ ৩য় পর্ব

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

৭৯
গতকাল বেতন ও বোনাস তুললাম,
ভাবতেছি একটা টমটমের ব্যাটারি কিনব।
আমাদেরকে প্রোজেক্ট থেকে যে স্যামসাঙ ল্যাপটপ দিছে এর চার্জ এত কম থাকে
যে একটা এক্সটারনাল ব্যাটারি জরুরি হয়ে পরছে।
যদি কারো পরিচিত কেউ ব্যাটারি বিক্রি করে ,
তাইলে দয়া করে তাইলে মেসেজ দিয়েন ।
এটা একটা সিরিয়াস স্ট্যাটাস,



৮০
যে পুরুষ মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সে তার সমাজে গুরুত্বহীন ।
যে মহিলা বেশি কথা বলতে পারে না সে ও তার সমাজে গুরুত্বহীন ।
[ sorry to all ]


৮১
যেভাবে ওষুধ তার কার্যকারিতা হারাচ্ছে,
মনে হয় আমি ক্যান্সার কিংবা প্রাণঘাতী কোন মহামারীতে মারা যাব না।
মারা যাব সামান্য সর্দিতে,
কারন কম মাত্রার বেশিরভাগ anti histamin আমার শরীরে কাজ করে না
— feeling upset.



৮২
হে ফেসবুক তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ রোমিও এর সম্মান !!
(বাস্তবে না হোক ফেসবুক স্ট্যাটাস এ টু বটেই)
— feeling আত্মউপলব্ধি at Chunarughat Upazila.




৮৩
সোনার ময়না পাখি
আসে পাশে করে উড়া উড়ি
ধরতে গেলে চোখে ধুলা দেয়
এমন ময়না কি আমি চাইছিলাম?
— feeling emotional.



৮৪
এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করতেছে,
প্রেমের বিয়ে আর ঘটা করে বিয়ের পার্থক্য কি?
অন্য বন্ধু জবাব দেয়ঃ
"প্রেমের বিয়ে হল নিজের প্রেমিকা রে বিয়ে করা
আর ঘটা করে বিয়ে হল অন্যের প্রেমিকারে বিয়ে করা "
সংগৃহীত



৮৫
এক জায়গায় ওয়াজ এর সময় হুজুর বলতেছেন,
"কুরবানিতে অনেক সওয়াব, কুরবানির পশুর প্রতিটি লোম
এর উপর নেকি আছে"।
এক ভণ্ড হুজুরের কথা শুনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক এবার কুরবানি দিব।
যথাসময় একখানা পশু চুরি করে আনল।
কুরবানির সময় জবেহ জন্য যে হুজুর আসলেন তিনি জিজ্ঞেস করলেন
"তুমি পশু হালাল উপায়ে ক্রয় করেছ"?
"কুরবানিতে যে সওয়াব তাই পশুটাকে চুরি করে আনছি"
হুজুর বললেন, তোমার কুরবানি তো কবুল হবে না।
তখন লোকটা বলল, হুজুর অনেক চিন্তা করে দেখছি,
কুরবানিতে যে সওয়াব আর চুরি করায় যে গুনাহ দুইটায় কাটাকাটি হয়ে যাবে।
মাঝখান থেকে মাংস ফ্রি পাইলাম
এমন ভণ্ড থেকে আল্লাহ যেন রক্ষা করেন।
[জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান]



৮৬
রুমের ভিতরে বন্ধ হাওয়া, কিন্তু ঘরের বাহিরে ঠাণ্ডা হাওয়া ।
ইচ্ছে হয় একটু বাহিরে হাওয়া গায়ে লাগিয়ে আসি।
অনেক রাত হইছে, তাই ইচ্ছে পুরন সম্ভব নয়।
কিন্তু কবি বলেছেন, "মনের দাবি রক্ষা না করলে আত্মা বাচে না"
এই গভীর রাতে আত্মা বাঁচাব না দেহ?
এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিছানায় ঘুমালাম।
ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিব... কি করা উচিত?
— feeling সিদ্ধান্তহীনতায় ভুগতেছি



৮৭
সর্দি হল প্রেমের মত।
নতুন সর্দি পাতলা সারা দিন নাকের মধ্যে লেগে থাকে ।
আর পুরাতন সর্দি নাক থেকে বের হতেই চায় না।
বিঃদ্রঃ সর্দির অভিজ্ঞতা থেকে এই স্ট্যাটাস
— feeling পুরাতন সর্দি



৮৮
আজ ঈদের দিন,
তাই মন খারাপের ছুটি,
সারা নিউজ ফিড চেক করলেও "মন খারাপ মার্কা" স্ট্যাটাস পাওয়া যাবে না।
সামান্য কারনে মন খারাপ মার্কা স্ট্যাটাস দেওয়া আমি পছন্দ ও করি না।
আজকের ভাল থাকা সারা বছর জুড়ে থাকুক।
আবার ও সবাইকে



৮৯
কবি নজরুল লিখেছিলেন,(ফেসবুকে স্ট্যাটাস না)
"মম এক হাতে বাশের বাঁশরি
অন্য হাতে রন তূর্য"
নজরুল না হয়ে যদি অন্য কেউ লিখত তাহলে কি লিখতঃ
রোগীঃ
"মম একহাতে স্যালাইনের লত
অন্য হাতে ফেসবুকের মোবাইল"
ছাত্রঃ
"মম একহাতে টেক্সটবুক
অন্য হাতে ফেসবুক"
গৃহিণীঃ
"মম এক হাতে বাশের কাঠি
অন্য হাতে ফেসবুকের ঘাটি"
পিচ্চির মাঃ
"মম একহাতে বাবুর বই
অন্য হাতে ফেসবুক"
— feeling confused.



৯০
একাকি আমি
তাই সকাল কিংবা সন্ধ্যা কাটে নিঃসঙ্গ
কিন্তু রাতে ...
রাতে তো একজন সঙ্গি ছিল
ঘুমানুর সময় একসঙ্গে ই ঘুমাইচিলাম
ঘুম থেকে উঠে দেখি আমি একেলা
.
আমার কোল বালিশটা রাগ করে ফ্লোরে নেমে গেছে
— feeling funny.



৯১
ভাঙ্গা গলায় কথা বলার কষ্ট আমি এখন বুঝি,
৩ দিন হয়ে গেছে।
অন্যজনের কণ্ঠের ভাঙ্গা কথা ভালা লাগলেও, আমার বলতে ভাল লাগে না।
একসময় বলছিলাম, "তোমার ভাঙ্গা গলা আমার ভাল লাগে কিন্তু তুমি ওষুধ খেয়ে ঠিক করে ফেল "




৯২
কাভি কিসি কা দিল নাহি টুট
কাশ কার খুব সুরত লারকি কা




৯৩
হাসি সংক্রামক
তুমি হাসলে আমি হাসি,
দুঃখ ও সংক্রামক
তোমার মন খারাপ হলে আমারও একটু মন খারাপ হয়
কিন্তু আমি বেশিক্ষন মন খারাপ এর অভিনয় করতে পারিনা ।
তাই দূরে গিয়া হাসি দিয়ে আসি




৯৪
স্বপ্ন দেখতে দারুন লাগে।
কিন্তু মাঝে মাঝে স্বপ্ন ভঙ্গ হলে বিরক্ত লাগে।
কিন্তু স্বপ্ন তো স্বপ্নই......... একসময় তো বাস্তবে ফিরে আস্তে হয় ।
. .
তাই না?




৯৫
প্রনয় যদি গোপন থাকে পরিনয় তত দূরে থাকে ।
.
. .
আলো-আধারির দৃশ্য অসাধারন ।
— feeling হিংসিত.





৯৬
পূরণযোগ্য টুকটাক স্বপ্নঃ
"একটা একুস্টিক গিটার,
বার-বি-কিউ সাথে অর্ধ কোমল পানিয়
একা কিংবা বন্ধুদের সাথে
রুমে কিংবা জঙ্গলে আগুনের সামনে"
ইচ্ছা করলে এমন স্বপ্ন পূরণ করা যায়।
স্বপ্ন হল অভাবের মত, ছোট অভাব পূর্ণ হলে বড় অভাব সামনে আসে।
ছোট একটা স্বপ্ন অপূর্ণই থাক ..




৯৭
জ্বালাতন অবিরাম আর কাঁহাতক ?
.
বিচ্ছেদের মাধ্যমে শান্তি, অসাধারন... সত্যি



৯৮
একটা সতর্কতামুলক স্ট্যাটাসঃ
আপনার প্রিয় পাখিরে একটা পাখি ড্রেস কিনে দেন।
নাইলে পাখি নাকি উড়াল দিয়া অন্য ডালে বসবে ।
— feeling unsafe.



৯৯
একটা মানুষের চেহারা কেমন হয়?
১। তার ভোটার ID card এর ফটো এর মত?
২। তার ফটোশপ করা ফেসবুক প্রোফাইল পিক এর মত?
এই সত্য টা জানার জন্য skype এর আবির্ভাব হইছে ।
[a funny status, nothing serious ]
— looking for actual face .



১০০
আমি আর তুমি মিলে একটা কবিতা লিখব
একটু খানি তুমি আর একটু আমি
এভাবেই এগিয়ে যাবে কবিতা ...
খুত খুতে মানুষ হিসেবে আমার কতরকম চাওয়া
সেই কলম, যা দিয়া আমি নিয়মিত লিখি
পরিবেশ টা হবে এমন- এখন যেমন বর্ষণমুখর
তবে সন্ধ্যা, না রাত হলে ভাল হয়
একটু আলো আর একটু আধার মিলে যেমন হয়
তখন লিখা শুরু করবো...
কবিতা লিখতে গেলে কি কোন শব্দ হয়?
জানা নাই আমার...
কবিতা লিখা শেষ করে প্রিয় কবুতরের কাছে যাব
যেখানে কপোত জোড়া বাকবাকুম করতছে
এভাবেই রাত টা কেটে যাবে




১০১
প্রাণীরা ঘরে ফিরে রাতে জাবর কাটতে আর ঘুমাতে
মশা রাতে ঘরে ফিরে মানুষরে কামরাতে
কোঁকিল রাতে মনে হয় কাকের বাসায় থাকে
আমি রাতে ঘরে ফিরি শান্ত এক মানুষ হয়ে
আর তুমি রাতে ঘরে ফির আমারে জ্বালানোর শত বুদ্ধি নিয়ে
— feeling টাইম থাকতে পিউর হউ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.