নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাজহারুল সাকিব

মাজহারুল সাকিব

বিষাদ করে ভর, তাই এখানে সেখানে উকি মারি ।

মাজহারুল সাকিব › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাটাস সংকলনঃ ৪র্থ পর্ব

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮



আমি প্রথমে একটা বৃত্ত বানাই, তারপর সেটার পরিধির ভিতরে কখনো হাটি,

কখনো দৌড়াই আবার কখনো হাবুডুবু খাই ।

বৃত্ত বন্দি জীবন ।।









ভালবাসার একখানা মিনি কাব্যঃ

ভালিবাসা তোমারে করেছে পাগলী

আর আমারে করেছে পাগল







কবি বলছিলেন,

"চোখ যে মনের কথা বলে"

আমি ভাবলাম আমি ও চেষ্টা করি, চোখ দেখে মন বুঝতে পারি কিনা?

কিন্তু কই আর পারলাম?

বড় জোড় বুঝতে পারি কে কোন ব্র্যান্ডের কাজল দিছে।

না না, তাও বুজতে পারি না.....

আমার চোখ খালি পিট পিট করতেছে

কিছু বুঝতে না পেরে









জঙ্গিরা একটি সমগ্র যুদ্ধে জিততে না পারলেও সমগ্র দেশের মানুষের জীবন হুমকির মুখে ফেলে দেয়।

যেমন হামাস, আলকায়দা, ইরাকের যে জঙ্গি সংঘটন,

অমুসলিম দের সাথে যত মুসলিম শহিদ হইছে তার চেয়ে অনেক বেশি মুসলিম নিহত হইছে মুস্লিমদের হাতে ।

ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা আমাদের আবেগ অনুভুতির অনেক স্থান দখল করে রেখেছে ।এই সুজুগে ফিলিস্তিনের যাবতীয় অর্থায়নের একটি বড় অংশ হামাস এর কাছে যায়।

আমরা আবাল(নিরীহ) বাঙালিরা খালি বিভিন্ন পেজ থেকে রক্তাত ফটো শেয়ার করে দায়িত্ব শেষ করি। বিভিন্ন ইজরায়েলি, আমারিকান, পন্যের সাথে দেশি এপেক্স বর্জনের কথা ও শেয়ার করি।

নুন্যতম জ্ঞান অর্জনের কিংবা সচেতন হওয়ার কোন ইচ্ছাই আমাদের নাই।

— feeling angry









চুলা-চুলি করি না কভু

তারপরেও কেন চুল পড়ে প্রভু !!!

— feeling মনক্ষুন্ন







আমাদের এলাকায় কেন বৃষ্টি দিনে না এসে রাতে আসে?

* বৃষ্টি ও রোজা রাখে

* দিনের বেলা ডেটিং থাকে

* বৃষ্টি দিনের বেলা অফিসে যায়

* মানুষ যাতে রাতের বেলা যাতে শান্তি মত ঘুমাতে পারে

* ছোট কিংবা বড় পোলাপান যাতে ভিজে অসুস্থ না হয়

* বৃষ্টি একটা পাগলী

— feeling প্রতীক্ষা বৃষ্টির জন্য









কেউ ২ ম্যাচ খারাপ খেলছে

আর কেউ ২৮ বছর ধরে খারাপ খেলছে ।

সহানুভুতি দুই দলের জন্য ই ।

মেসির জন্য কষ্ট লাগল,

বিশ্বকাপ না জিতলে বড় খেলোয়ার হওয়া যায় না।

আর্জেন্টিনা এই রকম আক্রমন ভাগ আগামি ২ যুগ ও পাবে কি না সন্দেহ আছে ।

গুডনাইট না গুড মর্নিং বুজতেছিনা

— feeling confused.









আমি তুমার হিস্টরি

তুমি আমার ফিলসফি

বাংলা আর english এ ভাবের আদান প্রদান করি

যেমনই হোক আমাদের কেমিস্ট্রি

দুজন মিলে করব তুমার বাপের আকাউন্ট ট্রান্সফার

জিওগ্রাফি চ্যানেল নিয়া যাব হানিমুনে

জনসংখ্যা বাড়াবো পারিসঙ্খানিক ভাবে

আর শেষ বয়সে ইসলামিক ওয়ে তে জীবন যাপন করবো ।









সেহেরির সময় ফরমালিন মিশানো থাইল্যান্ড এর মাছ,

দেশি ফার্মের মোরগ যেগুলা খায় ট্যানারির বর্জ্য আর আর্সেনিক যুক্ত পানি সাথে দেশি চালের ভাত খেয়ে রোজার নিয়ত করি।

আর ইফতারের সময় মিষ্টি কুমড়ার স্বাদযুক্ত প্রান মেঙ্গো জুস,

সাথে আমদানি করা ছোলা, ইউরিয়া দিয়া ভাজা মুড়ি,

সৌদি আরবের আমদানি করা ফরমালিন যুক্ত খেজুর খাই।

তারাবির সময় টুপি লইয়া যায় বন্ধুদের সাথে আড্ডায়।

আর ঘুম ...unlimited

চমৎকার ভাবে কাটে একেক রোজদারের রোজা ।







১০

ব্যপারটা এমন যে কেউ সুন্দরী মেয়েরে পছন্দ করে

আবার কেউ ঝগারাটে মেয়েরে পছন্দ করে।

ল্যাটিন দলগুলা সুন্দর ফুটবল খেলে ... এখন অনেকটা কম সুন্দর হয়তু,

কিন্তু ইউরোপীয় দলগুলা কাউন্টার অ্যাটাক, শক্তির ফুটবল খেলে।

গতকাল ব্রাজিল হারার পর অনেক এ জার্মানি রে সাপোর্ট করার কথা ভাবছেন।

একটা গান মনে পরছে,

"চলে গেছ তাতে কি, নতুন আরেকটারে পেয়েছি তোমার চেয়েও মারমুখি "

[আর্জেন্টিনার সাপোর্টার রা অনেক সহনশীল,শেষ কবে সেমিফাইনাল খেলছিল ওটা অনেক এর ই মনে নাই... টার পর ও যুগ যুগ ধরে সাপোর্ট করে আসছে ]

হাস্যকর সাপোর্টার থাকার চেয়ে না থাকা ই ভাল ।

— feeling heartbroken







১১

কবি আর কবিতার বিচ্ছেদ......

যেমন তোমার আর আমার

কিংবা

শালিক জোড়ার পরস্পরের প্রতি বিচ্ছেদ

সামান্য সময়ের জন্য







১২

সে অনেক দিন আগের কথা

এক পরিচিত ভাই বললেন এই মেয়েটার সাথে দেখা হলে তারে বৌদি ডাকতে ।

এই ভাইরে খুশি করার জন্য যখন মেয়েটার সাথে দেখা হল তখন বললাম

"বৌদি কেমন আছ?"

উত্তরটা এইরকম পাইছি,

"আর যদি কোন দিন আমারে বৌদি ডাকবা, তাইলে তোমার মাথা দিয়া মুড়িকণ্ঠ বানায়ে খাব"

গতকাল মুড়ি খাইতে এই কথা মনে পড়ল





১৩

মানুষ একটা জটিল প্রাণী,

তারে নিয়া শেষ সিদ্ধান্তে আসা মুশকিল ।

আর আমি একটা ঘুমহীন মানুষ

কখন ঘুম আসবে তা নিয়া চিন্তা করলে ঘুম নানা বাড়ি চলে যায়







১৪

আমি আর্জেন্টিনারে নিয়া কুনো স্ট্যাটাস লিখি নাই।

তাতে মেয়ে ফ্রেন্ডসরা রাগ করে।

কারন বেশিরভাগ মেয়েরা আর্জেন্টিনার কট্টর সমর্থক।

কেন মেয়েরা আর্জেন্টিনার সমর্থক এই প্রশ্নের একটা উত্তর হলঃ

মেয়েদের চুলের মত নাকি মেসি চুল রাখছে,

এটারে নাকি বব কাটিং বলে

বাহ, চমৎকার রসায়ন

তবে মেসি এই বার গত বারের চেয়ে ভালা করছে

— feeling confused.







১৫

এই রমজানে আমি চূড়ান্ত সংযম প্রদর্শন করতেছি।

আগে যেখানে দিনে ৮/৯ ঘণ্টা ঘুমাতাম,

এখন সেহেরির পর ৩/৪ ঘণ্টা আর ইফতারের পর ২ ঘণ্টা ঘুমাই

বিরাট সত্যি কথা হল ইচ্ছে থাক্লেও খালি পেটে ঘুমাতে পারি না

— feeling uneasy.





১৬

কবি বলছিলেন,

"হাত বাড়িয়ে ছুই না তোমায়

মন বাড়িয়ে ছুই"

আসলে কবি সংযম পালন করতেছেন, তাই. . . . . .

— feeling সংযমী.







১৭

একেবারে ছোটবেলার কথা, আমার বয়স ২ এর কম হবে।

আম্মু মাঝে মাঝে আমারে একটা বাসায় রেখে যেতেন ।

ওই বাসায় দুই আপু ও দুই ভাইয়া থাকতেন ।

ওদের বাসায় গেলে আমি এত্ত চুপ-চাপ থাকতাম যে ভাইয়া আর আপুরা আমারে বলতেন আমি একটা "ফুলস্টপ"

এখন আমি বুঝি কেন ফুলস্টপ থাকতাম, যে চিমটি আর কাতু-কুতু দিত চুপচাপ না থেকে উপায় ছিল না

ভাইয়া অনেক বড় হয়ে গেছে, আমি ও...

চুপচাপ থাকার সবচেয়ে বড় সমস্যা হল যেকোন তীরের লক্ষ্য বস্তুতে পরিনত হতে হয় ।







১৮

অপরিনত মস্কিস্কের বালক যদি রাস্তায় ও দাড়ায়ে থাকে তাইলে মানুষ করুনা করে সামথিং দান করে ।

আর এই বালক যদি ঘরে বসে থাকে তাইলে সারাক্ষন বিড়বিড় করে ।

আমি ..... উক্ত বালকের দ্রুত আরোগ্য কামনা করলাম ।







১৯

যে ভাবে ম্যাচ থেকে আগুন জালাতে হয়ঃ

যে ভাবে অতিথির দরজায় দরজায় ঠুকা দিতে হয়,

সেরূপ জোরে ও নয় আস্তে ও নয়;

এইরূপ মৃদুভাবে শলাকার সাথে ম্যাচ এর ঘসা দিতে হয়।

এভাবেই আগুন জ্বলবে, কখনো ম্যাচ এ আবার কখনো অন্যত্র ।।

তবে সাবধান থাকতে হবে, যাতে কখনো মনের আগুন বাড়িতে না লাগে,

তাইলে পানিতে ঝাপ দিলেও আগুন নিভবে না

— reading কেম্নে আগুন জালাতে হয় .









২০

মোটা মানুষরে আমরা ভদ্রতা করে বলি স্বাস্থ্যবান।

গতকাল এমনি একজন একটু বেশি স্বাস্থ্যবান লোকের সাথে সিলেট গেছিলাম।

আমার মেয়ে ক্লাসমেট গুলা বলছিল ওদের কাছে বসতে।

বসি নাই, যদি রুজা দুর্বল হয়ে যায়

কিন্তু ভদ্রলোকের সাথে বসে আমি নিজেই দুর্বল হয়ে গেছি।

উফফ যে কষ্ট করে পরীক্ষা দিলাম।

আর ফিরে আসার সময় আগের ভুল করি নাই

— feeling comfortable







২১

বক পাখি টারে আমার কাছে অদ্ভুত লাগে,

চিকন দুইটা পায়ের উপর কতগুন বেশি ওজনের শরীর টার ভার বহন করে,

ভাবতেছি যখন বাড়ি বানাব,

তখন BSRM রডের পরিবর্তে বকের পাই ব্যবহার করব







২২

এক অখ্যাত কবি বলছেন,

"বউ যদি প্রেমিকার মত হয়

তবে প্রেমিকা কেন বউয়ের মত হয় না "

— feeling বিভ্রান্ত







২৩

মা-বাবা ছেলের বিয়ের সময় মেয়ে খুজেন,

কিন্তু সেই মেয়েটিই বিয়ের পরে মহিলা হয়ে যায়।

কি ঝামেলা?

— feeling নরমাল







২৪

বাদলা দিনে সবাই যখন ছাতা নিয়ে বের হয়,

আমি তখন সুজুগ খোজি কার ছাতায় মাথা গুজাব



— looking for এ ছাতাওয়ালী







২৫

খানিক পরেই ভুলে যাই খানিক আগের ব্যথা

কিন্তু যে কথা ভুলা যাবে না,

পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার কথা ।

জীবনের শেষ দিন অবধি মনে থাকবে

— feeling nostalgic.







২৬

আশা বেশি হলে আশাহত হওয়ারও সম্ভাবনা বেড়ে যায় ।

আবার আবেগ বেশি হলেই যে মূল্য পাওয়া যাবে এমনটা ও নয়।

জীবন অনেকের জন্যই নির্মম।

চার্লস ডারওয়িন যথার্থই বলেছেন " survival of the fittest "

— reading জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা.









২৭

স্থানঃ পরীক্ষার হল

সময়ঃ পরীক্ষা শুরুর সময়

পরীক্ষার্থীঃ আমি

যথা সময়ে প্রশ্ন পাওয়ার পর দেখা গেল প্রায় প্রস্নের উত্তরই আংশিক জানা,

কি আর করা... ফেসবুক থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানুর জন্য যা লিখলাম, তা নিম্নরূপঃ

১নং প্রশ্নের উত্তরঃ

পরীক্ষক স্যার, আপনি যদি মোসলমান হন তাইলে আমারে ১৫ মার্কস দিয়েন।

২নং প্রশ্নের উত্তরঃ

পরীক্ষক স্যার, আপনি যদি ১ ওয়াক্তও নামাজ পড়েন তাইলে আমারে ১৭ মার্কস দিয়া দিয়েন

৩নং প্রশ্নের উত্তরঃ

পরীক্ষক স্যার,

......।

স্যার তো অজ্ঞান টোটাল কত মার্কস দিবেন তা নিয়া চিন্তায় পরে গেছেন ।

তবে ৮০ এর বেশি নিশ্চিত

— feeling এর চেয়ে বেশি ভাল বাসা যায় না







২৮

প্রকৃতি শূন্যতা পছন্দ করে না।

কোথাও যদি সূর্যকিরণের ফলে বায়ু উত্তপ্ত হয়ে শুন্যতা সৃষ্টি হয় সেখানে নিম্নচাপের দ্বারা সেই শুন্যতা পূরণ হয়,

প্রকৃতি, আমার শুন্য হৃদয় তোমার কেমনে সহ্য হয়?

— feeling curious.









২৯

পর্যাপ্ত ঘুম আছে চোখে,

কিন্তু মশারি ফেলে দিবে কে??

এই অসহ্য কাজটা যে আর কত দিন করা লাগবে আল্লাহপাক জানেন

— feeling curious.









৩০

রাত ১টার সময় ফেসবুকে কি আর করার আছে?

যা কিছু দরকার সবকিছু গুগলে আছে...

just type & search

— looking for google service







৩১

এক জীবনে একসাথে অনেক মানুষকে ইমপ্রেস করা যায় না।







৩২

লাশকাটা ঘরে শরীরের ব্যবচ্ছেদ হয়,

আর প্রেমিকার হাতে মনের ব্যবচ্ছেদ হয়

ইচ্ছে মত মন কেটে-কুটে কি যে ...... ব্যতিকিচ্ছা করে ফেলে







৩৩

সৌন্দর্য স্রষ্টার মহান সৃষ্টি।

সুন্দরীরা তাই,

সুন্দরিদের অবহেলা কখনো করতে নাই,

আমিও করি না







৩৪

Masters পরীক্ষা নিকটবর্তী, তাই পরীক্ষা ভিন্ন অন্য ভাবনা বেশি হয়।

যেমন এখন আমাদের রিফ্রেশরস ট্রেনিং হচ্ছে কিন্তু ট্রেইনার পুরান মতবাদ পাড়ায়।

এখন হয়তো বিশ্বকাপ এর জন্য জনসংখ্যা কি পরিমান বাড়বে তা কেউ ভাবছেনা।

প্রায় খেলা শুরু হয় রাত 2 টায়; অবিবাহিতরা নাহয় facebook বা ফোনে কথা বলবে,

কিন্তু বিবাহিতরা... এত্ত সময় কি করবে??

1বছর পর দেখা যাবে, টার্গেটের চেয়ে অন্তত 15% বাচ্চা বেশি জন্ম নিবে।

এর দায় কার?

[আমি স্ট্যাটাস খানা দিয়া দায় মুক্ত হলাম]

আপনারা শেয়ার করে দায় মুক্ত হন







৩৫

ফুটবলপ্রেমীগণ,

জানেন নিশ্চয়ই- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলরে সমর্থন করেন,

আমিও ব্রাজিল সমর্থন করি।

মানে কি দাঁড়াইল? আমি আওয়ামীলীগ করি??

মীর্জা ফখরুল ইসলাম আলমগির ও ব্রাজিলরে সমর্থন করেন

আমি ও ব্রাজিলরে সমর্থন করি।

মানে কি দাঁড়াইল??

মানে দাঁড়াইল দল মত নির্বিশেষে সবাই ব্রাজিল রে সমর্থন করে ।।

is it clear??







৩৬

eating honey under the moon light,

it sEems to mE that,

i am in ‪#‎HONEYMOON‬

wow !!

hahaha





৩৭

কামরুখ কামাক্ষাতে গিয়া ৭০ দিন ঘাস খাইয়া,

প্রেমিকা কে বশীভূত করার ৭ টা মন্ত্র শিখে দেশে এসে দেখলাম......

আমার আমি নাই রে আমার আমি নাই

সিগারেটের শূন্য প্যকেটের মত খেয়ে দেয়ে ফেলে রেখেছে

[ আবেগে আর বলতে পারছি না ]

হাহাহা





৩৮

আততায়ী খুন হয়ে যেত প্রেমিকার হাতে

আমি বাধা দিছিলাম, তাই হয় নাই





৩৯

রোদ এর পর রোদ

তারপর আরও রোদ...... তাই শুধু গরম লাগে

যদি পারতাম ফটোসপ করে মেঘ দিয়া সূর্য টারে ঢেকে দিতে,

তাইলে একটু ঠাণ্ডা লাগত।

এখন আল্লাহ আল্লাহ করা উচিত





৪০

একটা যুগান্তকারী আবিস্কার করে ফেললামঃ

নীল জিন্সের পেন্টের সাথে সাদা গেঞ্জি ধুইলে আলাদা নীল দেওয়া লাগে না।

তবে সাদা শার্ট নিজ দায়িত্তে ধুইবেন।

বিষয়টা এখনও তত্তীয় পর্যায়ে আছে, ব্যবহারিক নিজ দায়িত্তে করবেন।

সবচেয়ে ভাল হয় পরিবারের ছোট সদস্যদের কিংবা বন্ধুর সাদা পোশাকের উপর পরীক্ষা চালানু।

এই আবিস্কারের জন্য আমারে নোবেল দেওয়া লাগবে না





৪১

সকাল আসে

সে আসে না,

জানালা খুলা আছে

তবুও সূর্য আসে না

ঘুরে ফিরে বইয়ের একই পাতা পড়ি

— feeling রুটিন কাজ







৪২

দেশে শান্তি নাই, পেটে খিধা লাগে না

রাতে শান্তি মত ঘুমাতে পারি না,

তাই বিরোধী দলের দাবি অনুযায়ী মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।

এমন সময় প্রেমিকেরা ও দাবি করা শুরু করছে,

আমরাও প্রেমিকাদের সাথে মধ্যবর্তী প্রেম করব।

যদিও মধ্যবর্তী প্রেমের সংজ্ঞা নিয়া বিভ্রান্তি আছে, তারপরও প্রেমিকেরা অবিচল।

বিশ্বস্থ সূত্রে জানা গেছে, প্রেমিকার বিয়ের আগের রাত পর্যন্ত প্রেম কে মধ্যবর্তী প্রেম বলা হয়

[ বি প্রাক্তিকেল ম্যান, নাথিং সিরিয়াস ]







৪৩

একটা কাল্পনিক ইন্টারভ্যিয়ু বোর্ডঃ

চাকরিপ্রার্থীঃ সালামুয়ালাইকুম

প্রশ্নকর্তাঃ নাম কি?

চাকরিপ্রার্থীঃ মোঃ আবুল হুসেন

প্রশ্নকর্তাঃ বাড়ি কোথায়?

চাকরিপ্রার্থীঃ জেলা হবিগঞ্জ, উপজেলা চুনারুঘাট

প্রশ্নকর্তাঃ চুনারুঘাট কিসের জন্য বিখ্যাত?

চাকরিপ্রার্থীঃ শাহজালালের রাঃ এর অন্যতম সঙ্গির মাজার আছে, চা বাগান আছে,

সাতছড়ি জাতীয় উদ্যান আছে

প্রশ্নকর্তাঃ প্রাকৃতিক সম্পদ?

চাকরিপ্রার্থীঃ বালি,গাছ-পালা, চা ,, ,,, অ্যাঁ অ্যাঁ...... অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি

প্রশ্নকর্তাঃ

??

চাকুরিপ্রার্থীঃ জী, প্রয়োজনে মাঝে মাঝে উত্তোলনও করা হয়

[ গর্বিত না লজ্জিত বুঝতে পারছি না ]

— watching অস্ত্র উদ্ধার.







৪৪

এতটাই একাকি বিন খাইলেও,

কেউ মাথা ছুয়ে দেওয়ার নাই







৪৫

ব্রেড, হুইস্কি শেষ হয়ে যাবে

প্রিয়ার হরিণী চোখ ঘোলা হয়ে যাবে

কিন্তু BOOK থাকবে অনন্ত যৌবনা

[সামান্য পরিবর্তিত]



কিন্তু আমার প্রশ্ন হল, কবি এখানে book বলতে কুন বই বুঝিয়েছেন?

ফেসবুক না টেক্সটবুক ?

আমি ফেসবুকটারে একটু বেশি পছন্দ করি

— feeling confused





৪৬

প্রেমিকা কিংবা শ্যালিকার গালে মশা বসলে কি করা উচিত?

১। মশাটারে মারবো?

২। না মশাটারে সালাম দিয়া কর্তব্য কাজে সহায়তা করব





৪৭

ছাতা ছাড়া অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজলাম,

,

,

,

শুধু রেইনকোট ছিল







৪৮

wine & wife is not enough to survive ,

you should keep a knife for safety









৪৯

পৃথিবী নাকি একদিকে একটু চাপা,

আমার ময়না পাখির নাক টা ও একটু চাপা

কি আর করা, অই চাপা জায়গাতেই নাকি আমাদের স্থায়ী ভাবে থাকতে হবে



অবশ্য নাকটা হাত দিয়া টেনে কিংবা নাকে নাক রেখে ঠিক করে দিতে পারতাম,

কিন্তু এত রোমান্টিক ব্যাপার-স্যপার নাকি আমরা পছন্দ করি না

তাই অই কুমেরু না সুমেরু যেন ওটাতেই থাকতে হবে

— feeling sad at চুনারুঘাট







৫০

একটা কৌতুকঃ

শিক্ষকঃ বলত মাসুম তিনটি দ্রুততম যোগাযোগের মাধ্যমের নাম?

মাসুমঃ ১। telle-phone

২। tele-vision

৩। tell a women

শিক্ষকঃ বল কি?

মাসুমঃ জী স্যার, আমার কথা বিশ্বাস না করলে নিজে ট্রাই করে দেখবেন









৫১

মেয়েরা নাকি বনের বাঘের মত সাহসীদের পছন্দ করে,

কিন্তু বনের বাঘরে তো আর কোলে রাখা যায় না।

তাই বাঘের বদলে বাঘের মতই গোঁফ ওয়ালা বিড়ালই তাদের ২য় পছন্দ।

দুধ-ভাত, কিংবা আদর একটু বেশিই বরাদ্ধ থাকে বিড়ালের জন্য ।

কিন্তু আমার পছন্দ কবুতর,

বাকবাকুম, বাকবাকুম .........(অবিরাম)







৫২বন্ধু আমার রসিয়া

শোনাইয়া দিল কসাইয়া......

"ফেসবুক ইউজ কর, এমনটা যেন আর না শুনি"

ফেসবুক বিনে বাঁচিব কেমন করে, হায় কেমন করে??

বন্ধুরা আমার আত্মার শান্তি কামনা করবেন, যদি আমি হারায়ে যাই







৫৩

ভোরের রাঙ্গা আলো ফোটার সঙ্গে সঙ্গেই তোমার সকাল হয়

আর আমার? মধ্য দুপুরে হয় সকাল

কোন অজ্ঞাত কারনে ঘুম ভেঙ্গে গেছে।

সকাল টা অনেক মিষ্টি লাগতেছে

চায়ের সাথে মিশিয়ে পান করব ভাবতেছি







৫৪

খণ্ড বাক্যঃ

সবাই গেছে বনে ,

অমাবস্যা রাতে

তুমি আমি ফুল বাগানে...

আমি তো মানুষ

আমার কি দোষ...।।

তোমার মাথা নাকি ঘুরে

আমার পাশে এলে......

— feeling যা ইচ্ছে তাই









৫৫

জীবনের স্মরণীয় ঘটনার কেউ জিজ্ঞেস করলে আমি বিপদে পরে যাই।

হয় জীবনের আমার কোন কিছুই স্মরণীয় নয়,

না হয় কোন ঘটনাকে স্মরণীয় বলব বুজতেছি না।

সুখ স্মৃতি, বিপদের স্মৃতি, দুঃখের স্মৃতি......... নাহ, কুনো গুলাই স্মরণীয়

মনে হচ্ছে না।

না কি আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেল...??

— feeling confuse







৫৬

আমার নিরবতা ই তোমার মুখের হাসি কেরে নেয় বলে তো

আমি বাচাল হতে পারব না







৫৭সময় বুঝে প্রেমিকার মাথায় বাড়ি দাও এর translation :

stricke the girl while she is hot/red.

— reading নতুন ধারার ইংলিশ







৫৮

ম্যাডআম আসেন নাই,

প্রেমিকেরা ক্ষুব্ধ,উৎকণ্ঠিত

আমার প্লেটে ঝোল বেশি কেন?

উত্তর এর দরকার নাই

— feeling excited







৫৯

আমার ওয়ালে ইচ্ছে মত লিখার স্বাধীনতা কখনো ছিল না

আমার লিখতে ইচ্ছে করে "টলো-মলো কোন জলাধার নিয়ে,

কিংবা নতুন কোন মোড়ক উন্মোচনের,

অথবা নতুন কোন কলি নিয়া"

নাহ, কোন কিছুই লিখা যাবে না,এগুলা দৃষ্টিকটু।

শুধু লিখলামঃ

"ভাল আছি ভাল থেক

আকাশের ঠিকানায় চিঠি লিখ"

— feeling হতাশ.







৬০

শুটকির তরকারি আমার ভাল লাগে কারন এতে দারচিনি, এলাচি দেওয়া হয় না

৬১এলোমেলো ঝড়ো বাতাসে উড়ে যাবে প্রিয়ার চুলের বাধন,

চোখে বালি পড়লে যখন আমায় ডাকবে পানির জন্য,

অপেক্ষায় আছি কখন ডাকবে আমায়............।।







৬২

মা দিবসের স্পেশাল স্ট্যাটাসঃ

ভবিৎসতে মা হবেন এমন সকল মেয়েদের জানাই অভিনন্দন।

এমনকি আমার না হওয়া সন্তানের মা কে ও

just enjoy







৬৩

মেয়েরা ভাবে ছেলেরা হল,

"কাজের সময় কাজি,

কাজ ফুরালে পাজি"

আর ছেলেরা বলে মেয়েদের,

'তুমি ডাকলেই ময়না পাখি

আমি চলে আসি"

— feeling OK.







৬৪

পোশাকধারীদের কাছে নাকি জিম্মি সাধারন মানুষ,

ডাক্তার-সাংবাদিক-রোগী পরস্পরের কাছেও জিম্মি।

আর আমি জিম্মি(?) আমার মায়ের চোখের কাছে,

হারাবার কোন চান্সই নাই







৬৫

একটা কাল্পনিক সংলাপঃ

আসতে পারি স্যার?

স্যারঃ আসো, কি ব্যাপার?

আমিঃ ৪মাস ধরে বেতন নাই স্যার। এক্তু অসুবিধায় আছি

স্যারঃ আমি যখন প্রথম পোস্টিং পাইচিলাম তখন হাসপাতালে চেয়ার-টেবিল কিছুই ছিল না, টেবিলে ঘুমাতাম। তোমারাও মানিয়ে নাও।

আমিঃ বেতন তো ঠিকই পাইতেন স্যার?

স্যারঃ বিয়ে করছ?

আমিঃ না

স্যারঃ বান্ধবী আছে?

আমিঃ মানে স্যার ............... নাই

স্যারঃ কত টাকা খরচ হয়?

আমিঃ টাকা খরচ হবে কেন? আমাদের তো বাচ্চা-কাচ্চা নাই

স্যারঃবাপ-মারে টাকা দেওয়া লাগে?

আমিঃ না স্যার, তাদের টেকা-টুকা আছে।

স্যারঃ তাইলে আর বেতন বেতন কর কিল্লাই?

আমিঃহাত খরচ আছে যে স্যার।

স্যারঃ ওটা বাপের কাছ থেকে নিবা,

আমিঃ

ওকে স্যার, থাঙ্ক্যু স্যার

স্যারঃ আগামি আগস্ট এর আগে বেতন এর লাগি আসবা না, মনে রাখবা কিন্তু।

আমি জী স্যার,

আসি স্যার ।

স্যারঃ হুম।

আসেন সবাই একসাথে হাসি, হাসি দিলে প্রেসার নিয়ন্ত্রনে থাকে, হার্ট ভাল থাকে।

— feeling blessed







৬৬একটা কাল্পনিক সংলাপ (২য় ও শেষ পর্ব):

স্যার, আবার আসলাম

স্যারঃ কেন?

আমিঃ আমার বেশ কয়েকজন সহকর্মী টাকা-পইসার অভাবে ধার দেনা করে চলতেছে, ওদের জন্য কিছু একটা করেন।

স্যারঃ ওরা কি বিবাহিত?

আমিঃ জী স্যার

স্যারঃ বাচ্চা কাচ্চা আছে নি?

আমিঃ আছে কয়েকজনের

স্যারঃ পরিবার পরিকল্পনার সরঞ্জাম গুলা একটু কাজে লাগাইলে ও তো হয়?

আমিঃ কিন্তু স্যার, এখন না হলে কখন?

স্যারঃ বললাম না আগস্ট মাসের পরে।

আমিঃ কিন্তু সবাই যদি একসাথে নেওয়া শুরু করে তাইলে প্রকল্প বন্ধ হয়ে যাবে

প্রকল্প নিয়ে একটু যদি বলতেন স্যার?

স্যারঃ প্রকল্প খুব ভাল আছে, PDমেদাম আমেরিকা, নেপাল যাচ্ছেন নিয়মিত,

আমরা ও মাঝে মাঝে ইন্ডিয়া,ভিয়েতনাম আরও অনেক দেশ এ যেতে পারছি।

আর কেরানিগুলাও তো আজ বাথরুমে টাইলস লাগায় তো আগামিকাল কিচেন এ লাগায়

তুমি বল, প্রকল্প কি খারাপ অবস্তায় আছে?

আমিঃ না স্যার, আল্লায় আপনাদের আরও দেন যেন,এই দুয়া করি।

আসি স্যার সালাম

— feeling বাস্তবতা.









৬৭

ভেজালের দুনিয়াতে এখন আসল জিনিস পাওয়া খুব কঠিন।

এই যেমন লিপস্টিক এর জন্য আসল ফ্লেবার বুঝাই যায় না

এক মেয়ে বন্ধুর জন্য লিপস্টিক কিনে দিলাম, অরেঞ্জ ফ্লেবার হওয়ার কথা ছিল।

কিন্তু জিভ দিয়ে দেখলাম, মিষ্টি কুমড়ার গন্ধ করে

ধ্যাৎ ......

— feeling বোকা বোকা









৬৮

লাইফটা ফেসবুকে আটকে যাচ্ছে

ফেসবুকটা ফেকবুক হয়ে যাচ্ছে

বন্ধুদের পাওয়া যায় ফেসবুক চ্যাটে,

সমীকরণ মেলে না, তাই COUNTING ERROR লিখেই

মেলানোর চেষ্টা







৬৯

এই দিন রবে না

তুমিও থাকবে না পাশে......।।



তাই আগে-ভাগেই প্রিপারেশন নিচ্ছি







৭০

আমি ৪টা জিনিসরে খুব ভয় পাই।

১.সাপ

২.বজ্রপাত

৩.বিদ্যুৎ

৪.অতি সুন্দরী মেয়ে মানুষ।

আল্লাহ যেন আমারে হেফাজত করেন এই ভয়্যঙ্কর জিনিস গুলা থেকে









৭১

এত্ত গরম, লুঙ্গি ড্যান্স ও ইম্পসিবল মনে হচ্ছে।

তার চেয়ে লুঙ্গি নিজে নিজে ড্যান্স করুক আমি দূরে বসে থাকি ,





৭৩

যত বড় হউক ইন্দ্রধনু সে সুদূর আকাশে থাকে,

আমি ভালবাসি আমার পাশের বাসার টিয়া রে

[বনের টিয়া না মনের টিয়া







৭৪

আস বৃষ্টিতে ভিজি একসাথে

যেমনি ভিজে কবুতর জোড়া একসাথে

তারপর পরস্পরের মুখ ঠুকরে দেয়







৭৫

কবুতর যখন অন্য কবুতরের সাথে রোমান্স করে তখন যেমন

"বাকবাকুম বাকবাকুম" বলে

আবার একে অন্নের সাথে ঝগড়া করলে ও

"বাকবাকুম বাকবাকুম" ই বলে





৭৬

পাগলামি আর পাগলামি থাকে না,

যখন পাগলরে কেউ ভালবেসে ফেলে





৭৭

যখন মন খারাপ থাকে

তখন পেয়াজ কাটতে হয় যাতে চোখে পানি তাড়াতাড়ি আসে





৭৮

পদ্মা নদীর মাঝি 2nd version:

কপিলাঃ আমারে নিবা না মাঝি?

হ্যাঁ কুবেরের সঙ্গে কপিলা ও ময়না দ্বীপে যায়।

৫বছর পরের কথা...

পরিবার পরিকল্পনা বিভাগ না থাকায় প্রতি বছর ১জন করে সদস্য বাড়ছে।

অন্যদিকে স্বামীরে না পেয়ে মালা ভাবল মনে হয় গুম হয়ে গেছে,

কিন্তু সিদ্দিক ভাই যেভাবে উদ্ধার হলেন তা দেখে মালাও আশাবাদী হল।

জাতীয় মানবাধিকার সংস্থার মাধ্যমে NASAর GPS এ কুবের আর কপিলার অবস্থান শনাক্ত করতে পারে। তৎক্ষণাৎ মালা সাবমেরিন কেবল কিংবা সাবমেরিনের মাধ্যমে ময়না দ্বীপে গিয়ে উপস্তিত হয়ে দেখল কুবের বড়সড় এক সংসারের কর্তা হয়ে বসে আছে।

তারপরের ঘটনা নিয়া বাংলাদেশ এ রচিত হল বাংলা সিনেমা

"২বধু ১ স্বামী"







৭৯

শত ফুল ফোটে বন্ধুর বাগানে,

আমি চাইলেই শুরু হয় কাল বৈশাখীঝড়............।

এ কেমন আচরন







৮০

চকচকে মলাট দেখে উত্তেজিত হয়ীও না,

ভিতরটা ভুষা কাগজের ও হতে পারে







৮১

গিনিপিগের সাথে কিশোরীর ভ্রমনঃ

একদা স্বল্প দুরত্তের ভ্রমনে গিয়েছিলুম এক চঞ্চলা মেয়ের সহিত, আমি স্বল্প বাক মানুষ।

মেয়েটার অতি কথনে বিরক্ত হয়ে বলিলাম "অসহ্য গরম, ভাল লাগতেছে না"

মেয়েটা কোন এক কালে কিঞ্চিত প্রাকটিকেল সাইন্স পড়ায়, আমারে জিগায় পালস ঠিক আছে নি?

আমি বলিলাম "জানি না, ঘুম থেকে উঠে সরাসরি এখানে আসলাম",

বাহানা পেয়ে মেয়েটা কব্জির উপরে আমার হাত খানা নানা ভঙ্গিমায় ধরে বলিল "পালস পাচ্ছি না যে"

আমি বলিলাম "হায় আল্লাহ, আমি কি মরে গেছি?"

তারপর মেয়েটা বলিল" ওয়েট, দেখি হার্টবিট ঠিক আছে নি?"

চলন্ত গাড়িতে মেয়েটা হার্টের উপরের চর্মে স্পর্শ করিয়া বলিল " না হার্টবিট পাচ্ছি তো"

আমি ভাবলাম অন্তত ১৫/২০ খানা বিট বেশি দেয় আমার হার্ট

আমি বললাম আমি মনে হয় মারা যাব, তুমি দাফনের আয়োজন কর

মেয়েটা বলিল" আরও অনেক জায়গায় হার্টবিট, পালস পাওয়া যায় অগুলা তেও দেখব......

"

[অর্ধসমাপ্ত]







৮২

প্রেমিকার দাবিতে লংমার্চ হবেঃ

আগ্রহি সকল অসফল প্রেমিককে লং মার্চে অংশ গ্রহন করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।

সাবেক বিরোধী দল বিয়ানপি নাকি লং মার্চ করবে তিস্তা শুকিয়ে গেছে বলে,

কিন্তু আমার হৃদয় যে শুকিয়ে হয়ে যাচ্ছে, সে খবর কেও রাখে না।

এখন কান্না আসলেও চোখের নদী শুকিয়ে জাওায় পানি আসে না।

হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুনিতে কেহ না চায়,

কিন্তু অনেকে ছেঁকা দিবার চায়

পরিশেষে বলতে চাই," আমাদের দেশে হবে সেই মেয়ে কবে যে রেজয়ানার মত আমার পাশে থাকবে "

আবার ও বিনিত আহবান জানাচ্ছি লং মার্চ এ অংশ নেওয়ার জন্য ।

রাত্রি গুলা সুখের হউক,

দিন গুলা মিষ্টি হউক,

স্পর্শ গুলা আবেগের হউক ।।

— feeling প্রেমিকার দাবিতে লংমার্চ.





৮৩একটা আপাদমস্তক শালীন মিনি গল্পঃ

এক প্রাপ্ত বয়স্ক মেয়ে তার পরিচিত বড়ভাইকে কৌতুকের সুরে জিজ্ঞেস করল

"ভাইয়া আপনি নাকি বক্ষন্ধনি পড়েন?"

বড়ভাই অবাক হয়ে জিজ্ঞেস করল "তুমি কেমনে জানলা?"

আরে ভাই "সাইজ কত বলেন? আমার গুলা লাগলে দিয়া দিমু নে "

"না ভাবির টা পড়েন?"

"মেয়ে মানুষের কাছে একটা সংবাদ গেলে এটা কি পরিমান বিকৃত

হয়ে প্রচার হয় তোমার কাছ থেকে জানলাম" বড়ভাই বলল।

"আমার বাইপাস সার্জারির পর একটা ব্যান্ডেজ আছে বুকে, ওটাই বন্ধনি।"

তুমি বরং তোমার সাইজটাই তোমার বাড়ির ফটকে লিখে রাখ, তাইলে তুমি একটা বক্ষবন্ধনির শোরুম খুলে দিতে পারবে

[সবকিছু নিয়া মস্কররা করিও না]







৮৪

তীরে বসে তরী চালানো যায় না,

পানিতে নামতেই হয়।।

কারো হৃদয়ে এমনি এমনি স্থান পাওয়া যায় না,

অন্তত প্রেমিকার হাত টা ধরতেই হয়।।

আর প্রেমিকার ছোট ভাইবোনরে তো অবশ্যই মেনেজ করার ক্ষমতা থাকতে হবে,

নাইলে বডিগার্ডই পারফেক্ট পদ







৮৫

ফেসবুকিয় ডাক্তার-রোগীঃ

Dr. hlw, কেমন আছেন?

রোগীঃ Dr আপা আমারে একটা ওষুধ দেন, fecebook এ আসলে খালি তিতা তিতা লাগে।

Dr: কবে থেকে?

রোগীঃ প্রায় ২ সপ্তাহ হবে

Dr:আর কোন সমস্যা আছে নি?

রোগীঃমাঝে মাঝে বমি লাগে, আর এক্কেরে রুচি নাই মুখে

Dr:অহ, বুঝতে পারছি

রোগীঃ জটিল কিছু নি?

Dr:আরে নাহ, সুসংবাদ আসছে

রোগীঃ তাড়াতাড়ি বলেন,আমি আর সহ্য করতে পারছি না

Dr: মনে হয় তুমার account থেকে নতুন কোন status delivered hobe

রোগীঃ আমি তো কিছুই জানলাম না

Dr: কার কার সাথে চ্যাট কর, মনে করে দেখ?

রোগীঃ কত্ত মানুষের সাথে ট্যাঙকি মারি এর কোন ইয়াত্তা আছে নি?

Dr: তাইলে কি আর করার, DNA test করে নিশ্চিত হতে হবে



৮৬আজ একটা পরীক্ষা দিলাম।

গতকালের শিলা-বৃষ্টি-ঝড়ে রাতে বিদ্যুৎ এমন ভাবে গেল আর আজ বিকেলে ফিরে আসল।

ফোনের ব্যাটারি চার্জশুন্য দীর্ঘক্ষণ ছিল।

পরিক্ষার হলে মনোযোগ খাতাতে বেশীক্ষণ রাখতে পারি নাই।

মনোযোগ চলে যায় অন্যত্র, যেথায়

if some body expose her sencetive parts of body,

how can I control my eyes.

sorry examination

— feeling emotiona







৮৭

প্রিয়তমা আমার সুজুগ পাইলে ই নানান সব প্রাণীর সাথে আমার তুলনা করতে চায়,

যেমন গাধা, ঘোড়া ।

আমি মনে মনে হাসি আর বলি শীতের রাতে উষ্ণতার জন্য কোন বন্য প্রাণীর কাঁধে নয়, আমার কাঁধেই মাথা রাখবে;

কিংবা কালবৈশাখীর দিনে বজ্রপাতের সময় আমার বুকেই ঝাপিয়ে পড়বে

কোন বন্য প্রাণীর সাথে নয়

— feeling safe.







৮৮

তোমার চোখে আকাশ আমার

ভেতর থেকে বলছে হৃদয়

তোমার বুকে বাসা আমার

ভেতর থেকে বলছে হৃদয়

তুমি আমার প্রিয়তমা

তোমার চুলের উকুন

বলছে তোমার ছোট বোন

তোমার মুখের হাসি

আমি বড় ভাল বাসি









৮৯

ডিউটি শেষে বাড়ি ফিরে কে কি করেন?

গোসল, ট্যাং, লেবুর শরবত পান, ঘুম, ফেসবুকিং ...............?

আমি জন্মদিনের গোসল দেই

তারপর হাল্কা খাওয়া & fb



৯০

mini story [se*ting]

girl: reply dite eto dery hoy kn?

boy: keypad ta valo na, tip te kosto hoy

girl: ekta touch phone kino na ken?

boy: keypad na thakle ami tip te pari na

girl: biyer por ai kotha mone thakbe ki na?

boy: kow ki

Girl : tik e koici, ja bujar bujco, ekh bye

boy: aaree chat sesh na . . . . .

(tmr moto meye amar bou hole amar 12 ta beje jabe, allah jeno amare bacan )







৯১

আমি বৈশাখ হলে তুমি বৈশাখী

আর আমি পান্তা ভাত হলে তুমি কাচা মরিচ।

এভাবেই আমাদের নতুন বর্ষের ১ম দিন হয়তো যেত,

কিন্তু বিপত্তি ঘটে যখন তুমি কালবৈশাখী হয়ে যাও।

আমার সকল বন্ধুদের ১৪২১ বাংলা সনের শুভেচ্ছা জানাই।

দোয়া ও শুভকামনা রইল সবার জন্য।







৯২

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে

বলেছিলে আসতে ও বসতে তুমার পাশে,

আমি বলেছিলাম, লোকে কি বলবে...

তুমি বলছিলে "থোড়াই কেয়ার করি এসব"

আমি বললাম 'সমাজকে কেম্নে অবজ্ঞা করি আমি"

তুমি বললে "এই বা*-ছাল বাদ দাও তো"

তুমার অগ্নিমাখা চোখের আমি পরাভূত

জয়ের হাসি তোমার ঠোঁটে, গালে এমনকি চক্ষেও

এখন দূর পাহাড়েআগুন জ্বলে ।।

— feeling কিংকর্তব্যবিমুর







৯৩

মন আমার রঙ্গিন বেলুন

তুমার আকাশে উরায়ে দিলাম

দোহাই তুমার ফুটো করিও না

কিনতে গিয়া সোনার গয়না,

সামনে দেখি খাঁচায় ময়না...

ময়না তুই কাদিস কেন রে...।

কি হবে হিসাব না মিলিলে







৯৪

আকাশের বৃষ্টিতে কি আর মনের তৃষ্ণা মিঠে ??







৯৫

আ এর গল্পঃ

এক লুতুপুতু নায়িকা নার তার শিলা,

সে এমন একজন নায়ক খোজে যে তার জন্য দিনে যতবার বলবে ততবার এভারেস্ট আ উঠবে আবার নামবেও হাসি মুখে।

নায়িকা যখন "আ" বলবে তখন সম্ভাব্য নায়ক "আম/আতা/আঙ্গুর/আপেল/কিংবা আমার বাড়ির দলিল" বুঝতে হবে এবং এগুলু নিয়া আসতে হবে।

নায়িকার চোখের ইশারায় ছারখার হয়ে যাবে হৃদয়, ভগ্ন হৃদয় নিয়া বেচে লাভ কি?

— reading আমার অবর্ণিত গল্প.









৯৬"একটা চাদর হবে চাদর ?

যে চাদরে লুকিয়ে আছে মানব দেহের আদর !!"

রাতে যা শিলা বৃষ্টি হইছে, একটু উষ্ণতা দরকার না?

— feeling কুল কুল.









৯৭

শেষ পর্যন্ত রাবনের দেশের কাছে হারল রামের দেশ।

অনেক খুশি হইছি,

কারন রামের দেশ এখন অসুরে ভরে গেছে।

আজ আমাদের সীমান্তবর্তী বাল্লা গ্রামের ৩ জন নাগরিককে কুপিয়ে হত্যা করছে এই অসুররা।

অভিনন্দন শ্রীলঙ্কা ‪#‎wct20‬

অভিনন্দন মাহেলা ও সাঙ্গাকারা

— feeling অনেক খুশি







৯৮একটা মিনি গল্পঃ

পাড়ার মিনমিনে শয়তান পোলোটা রাত ২টার সময় কল দিল এক জানাশোনা মেয়েরে।

উদ্দেশ্য প্রেম নিবেদন।

মধ্যরাতে কল আসায় ঘুম ভেঙ্গে গেল মেয়েটার।

বিরক্ত হয়ে মেয়েতা জিজ্ঞেস করল "হ্যালো, কে?"

ভাবাচেকা খেয়ে পোলাটা বলল "জি এতা কি ফায়ার সার্ভিস এর নাম্বার?"

মেয়েটা বলল "হুম, কোথায় আগুন লাগছে?"

পোলাটা বলল "আমার মনে, একটু নিভিয়ে দেন না প্লিজ"

মেয়েটা বলল "হারামজাদা, মনের আগুন তর ঘরে লাগামু,তোর ঠিকানা টা দে, আর তোর বাপের নাম্বার টা দে "

পোলাটা কল কেটে মনে মনে বলে এই টাইপের মেয়ে এখন দুনিয়াতে আছে বলেই তো আমার জিবনে এখনও প্রেম আসে না



৯৯

i never understand the function of "orna"

is it for cover something or uncover something

me allways buka e . .. . .

hahahaha

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

অতঃপর জাহিদ বলেছেন: লিখেছেন ভালো তবে একটি বিষয়ের উপর লেখুন ভালো থাকুন!!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

মাজহারুল সাকিব বলেছেন: ধন্যবাদ জাহিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.