নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাজহারুল সাকিব

মাজহারুল সাকিব

বিষাদ করে ভর, তাই এখানে সেখানে উকি মারি ।

মাজহারুল সাকিব › বিস্তারিত পোস্টঃ

প্রেসক্রিপশনঃ

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আইরিন খান -অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সাবেক মহাসচিব ।

১/২ দিন আগে উনি বলেছেন "বাংলাদেশে ১দলীয় শাসন চলছে"

আচ্ছা আইরিন ম্যাডাম বলেন তো,
এমন কোন দেশ আছে যেখানে দুই দল একসাথে শাসন করে?

আপনি বিদেশ থেকে থেকে হয়তো দেশের প্রকৃত অবস্থা জানেন না।
বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট হলেও প্রধান বিরোধী জাতীয় পার্টির ২ জন মন্ত্রি কিন্তু আছে । মানে দেশে একদলীয় শাসন চলে না।

বাংলাদেশ একটা ছোট দেশ এর চেয়ে চলুন আমরা চীন দেশে গনত্রন্ত্র চালু করি।
আপনি হয়তো মনে মনে ভাবতেছেন চাইনিজ গুলা কুংফু- কারাতে জানে, অখানে যাওয়া উচিত হবে না ।

আচ্ছা তাইলে চলেন আমেরিকাতে আমরা ৩য় শক্তি গঠন
করি।
পারবেন?

জানি বলবেন.. পরাশক্তির উপর সুশীল সমাজ প্রভাব বিস্তার করতে পারে না ।

আপনাদের হ্যডম শুধু এই বাংলাদেশের উপর ।
কিন্তু আফসুস বাংলাদেশ আর তলা বিহিন ঝুড়ি না ।

আপনারা বরং সোমালিয়া তে গিয়া মানবাধিকার আর গনতন্ত্রের বীজ বপন করুণ, কাজে লাগতে পারে ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

উত্তরেরকল্পতরু বলেছেন: অামরা অহন ঝুরিবিহীন তলা।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

মাজহারুল সাকিব বলেছেন: :পি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.