নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মার্টনেস নিয়ে চলতে চেষ্টা করি। গঠনঃ লম্বা তবে স্লিম। ফিগার তৈরীর পায়তারা সর্বদাই।আড্ডায় বেশি কথা বলতে ভাল লাগে।ব্যাচেলর জীবন তাই এলোমেল তবে বেকার স্টিকারটা কাধেঁ নেই।সেক্রিফাইজ্ড লাইফ লিড করতে ভাল লাগে। \npersonal email : [email protected]

ভাবের পোলা

সত্যিকারের মনের সন্ধানে আজও আছি ..............

ভাবের পোলা › বিস্তারিত পোস্টঃ

দের বছর পরে সামহোয়ার ব্লগে আসা

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

২০১৪সালের এপ্রিলের পরে আজ সামহোয়ার ব্লগে আসা হলো ভাবছি এখন থেকে প্রতিদিন আসাবো।
এর মধ্যে ঘটে গেল অনেক ঘটনা।
আগে ছিলাম পাতি ব্যবসায়ী।
পরে বেকার।
আর এখন গ্রুপ অফ কোম্পানীতে কর্মকর্তা হিসেবে আছি । ৬মাসের শিক্ষানবিস কাল শেষ হল গত কাল ।
আল্লাহর রহমতে ভাল আছি কারন এখন আমি আত্বনির্ভশীল ।
সবই কপাল ভাগ্য ঘুরতে সময়ের ব্যাপার।
জীবনের সকল স্বপ্নই অনেক বড় এবং মানুষের জন্য কিছু করা তাই আর্থিকভাবে স্বচ্ছল হওয়া আমার ছিল পূর্ব শর্ত সাথে সম্মানও।
যদিও চাকুরীর মাঝেও সর্বদাই ব্যবসা ঘুরপাক খাচ্ছে।
ছোটবেলা থেকেই উদোক্তা হওয়ার ইচ্ছা পুশে রেখেছি।
আর যা করতে হবে তা দ্রুত করতে হবে এটাই আমার বড় সমস্যা।
দেখি কপালে কি আছে ।
সবাই আমার জন্য দোয়া করবেন কারন কথা দিচ্ছি আমার দ্বারা মানুষ, সমাজের উপকারই হবে ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

মানবী বলেছেন: আপনাকে অভিনন্দন!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

ভাবের পোলা বলেছেন: মানবী , আপনাকে ধন্যবাদ

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

অন্ধবিন্দু বলেছেন:
দোয়া ও শুভ কামনা রইলো।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

ভাবের পোলা বলেছেন: অন্ধবিন্দু , আপনাকে ধন্যবাদ

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

গেম চেঞ্জার বলেছেন: আপনাকে স্বাগতম। তবে সবুজ বাটনে ক্লিক করে রিপ্লে ব্যাক করলে ভাল হয়। নোটিফিকেশন আসে।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

ভাবের পোলা বলেছেন: আপনাকে ধন্যবাদ

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম,ফিরে আসাকে।।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: Welcome back and congratulations :)

৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫০

অমিয়েন্দ্র বলেছেন: বানানটা দের হবে নাহ, দেড় হবে.. :) ওয়েলকাম ব্যাক :)

৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৯

কেএসআমীন বলেছেন: উদ্যোক্তা হওয়াই উত্তম। তবে সবাই তা পারে না, কেউ কেউ পারে। অন্টেপ্রেনরিয়াল এবিলিটি বলে একটা কথা আছে। বর্তমান চাকরির প্রতি বিশ্বস্ত থাকুন, পুরো মনোযোগ দিন। চাকরি আর ব্যবসা- দুটো একসংগে করার চেষ্টা না করাই ভাল।
কমপক্ষে ২-৩ বছর চাকরিতে থাকার চেষ্টা করুন ও সেই প্রতিষ্ঠানকে উপরে উঠতে সাহায্য করুন।
আপনি যদি চাকুরিরত প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখতে পারেন তাহলে নিজের গড়া প্রতিষ্ঠানেও সফল হবেন অাশা করি।
নিজের প্রতিষ্ঠানে ভবিষ্যতে নিয়োজিত কর্মীরাও আপনার নিজের মতই আচরণ করবে, আপনি সফল উদ্যোক্তা হহবেন- এই অাগাম শুভকামনায়...

৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩

ভাবের পোলা বলেছেন: সনাব অমিয়েন্দ্র , ভুল ধরার জন্য স্বাগতম । প্রতিদিন ইংরেজি ব্যবহার এতো বেশি করা হয় এই কর্পোরেট লাইফে তারই কুফল এটা । এটা আমার পিছিয়ে যাওয়ার প্রমাণ। আশা করি পরবর্তিতে এমন ভুল হবেনা।
ইংরেজি অনেক বেশি ভালবাসি তবে বাংলাকে অবহেলা করে নয়।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৩

সুমন কর বলেছেন: আপনার ইচ্ছে পূরণ হোক.... !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.