নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মরুর পাখি\" এর দ্বিতীয় ব্লগ \"জুলকার নাঈন\"। \"মরুর পাখি\" -ই- \"জুলকার নাঈন\"।

মোঃ জুলকার নাঈন

ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]

মোঃ জুলকার নাঈন › বিস্তারিত পোস্টঃ

অদেখা, অধরা, অছোঁয়া পৃথিবীর ভাঁজ খুলতে চেয়েছিলা-পুরুষ হতে চাইনি!

১৩ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

ক্থা ছিল--
শিশুর চোখে বিশ্ব দেখব,
আশ্চর্য ঢঙ-এ, সমস্ত বিস্বয় নিয়ে,
অপলক অবাক দৃষ্টিতে, চেয়ে চেয়ে,
ডুবে যাব সংশয়ে।
পৃথিবীর খাঁজে-খাঁজে লুকিয়ে থাকা,
অদেখা, অধরা, অছোঁয়া স্বাদ নিব- তোমার সাথে।
--
তুমি এলে --
বিস্বয়ের বেলুনটা ফেটে গেল,
পৃথিবীর সমস্ত গোঁপন প্রকাশিত হল।
সব সংশয় তুমি নিয়ে নিলে।
কানে কানে চুপি চুপি বললে,
ছেলে-এবার তুমি পুরুষ হও!
নিমিশেই ভারবোঝাঁই গাধা হলাম।
--
তুমি নারী আছ পাশে--
আমি পুরুষ হয়ে গাধাবেশে,
পৃথীবির পথে,
চলছি যুগের পর যুগ,
বিস্বয়ের টান টান ঝলকানি এখন মরিচিকা।
স্বপ্নহীন গাধার ছানিপড়া চোখে চশমা,
বিকর্ষণের হাতুড়ি পেটাই ক্ষোভে,
বিরক্ত কন্ঠে নারী বলে ওঠে,
জীবনটা তার ষোল-আনাই বৃথা।
--
চিত্তভ্রংশ পুরুষ পেছন ফিরে তাকায়,
আঙুল দিয়ে হিজিবিজি আঁকে আর ভাবে-
পুরুষ হতে চাইনি!
অদেখা, অধরা, অছোঁয়া পৃথিবীর ভাঁজ খুলতে চেয়েছিলাম,
হঠাৎ হঠাৎ চমকে যাওয়া ভাল-লাগাতে, বাঁচতে চেয়েছিলাম-
দোলনা থেকে কবর পর্যন্ত।
------------
---------
জুলকার নাঈন
এডিলেইড, অষ্ট্রেলিয়া
১৩ই অক্টোবর ২০২১।
রাত ১১ টা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: সত্যিকারের পুরুষ এই সমাজে কম।

৩১ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৩৯

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ রাজীব, আসলেই কম। পুরুষ হতে হবে রে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.