নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

ঢাকার প্রাণ বুরিগঙ্গা নদীর বর্তমান অবস্থা : একটি সরেজমিন বর্ণনা :)

১৫ ই মে, ২০১৩ রাত ১০:৪৩



ঢাকা বুরিগঙ্গার তীরে অবস্থিত । এটি আগে দোলাই

নদী নামে পরিচিত ছিল । এককালের স্বচ্ছ

পানি প্রবাহী বুড়িগঙ্গার বর্তমান

অবস্থা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে ।

পুরো ঢাকা শহরের সব কলকারখানা আর পয়ঃনিস্কাষণের

লাইনগুলো বুরিগঙ্গায় এসে মিলেছে । পানির

রং আলকাতরার মত কালো । শীতকালে যখন

নদীতে পানি প্রবাহ কমে যায় তখন অবস্থা এতটাই ভয়াবহ

থাকে যে নদীর কাছে যেতেই বমির উদ্রেক হয় ।

সোয়ারীঘাট এ আছে ব্যাপক বর্জ ফেরার সমাহার ।

হাজারীবাগের সব কারখানার বিষাক্ত বর্জ পদার্থের লাইন

নদীতে দেয়া হয়েছে । নদীর

পানি নিয়ে গবেষণা করলে যে নতুন কত প্রকারের পদার্থ

আবিস্কার হবে তা রসায়নবিদরাও চিন্তা করতে পারবেন না ।

সদরঘাটে লঞ্চ যাত্রীদের ফেলে দেওয়া ডাব আর কলার

খোসা , পাউরুটির প্যাকেট , পানীয়ের বোতল

ইত্যাদি বিভিন্ন রকমের আবর্জনা নদীটার

তেরটা বাজিয়ে রেখেছে ।

তার উপর আছে লঞ্চের তেল আর বর্জ পদার্থ ।

সদরঘাটে অবস্থা এমন যে সাঁতার জানা কোন লোকও

যদি নদীতে পড়ে যায় তবে সে এসব জিনিসের সুঘ্রাণেই

মরে যাবে !!!

তবে সদরঘাটের পর থেকে অবস্থার

কিছুটা উন্নতি চোখে পড়ে । নদীর দুপাশের

ইটভাটা ছাড়া আর আগেরমত এতটা দূষণীয় কিছু নেই ।

তবে হরহামেশাই নদীর বুকে বর্জ পদার্থের লাইন

চোখে পড়বে । পোস্তগোলা ক্যান্টনমেন্ট এলাকায় অর্থাত্

বুড়িগঙ্গা সেতু ২ এর নিচে আর্মি থাকায় ঐখানে সবাই একটু

ভদ্র(না হয়ে উপায় কি ? ) ।শ্যামপুর(ঢাকা-৪) এলাকায়

গড়ে উঠছে বুরিগঙ্গা ইকো পার্ক ।স্থানটি নয়নাভিরাম

বটে তবে

এখনো কাজ সমাপ্ত হয় নি । শ্যামপুরে আছে রোলিং মিল ,

অটবি , ঢাকা ম্যাচ , শাড়ির কারখানা , ঈগলু আইসক্রিম ,

এরিস্টোফার্মা সহ বিভিন্ন বৃহত্ শিল্পকারখানা ।

আগে এরা নদীতে ইচ্ছামত দূষিত পদার্থ ফেললেও পরিবেশ

অধিদপ্তরের তত্পরতায় এটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে ।

এছাড়া শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীর

তীরে ওয়াক ওয়ে(নদীর কিনারা ঘেঁসে একটানা নির্মিত সেতু)

নির্মাণের ফলে দখলের

থেকেও নদীকে বাঁচানো সম্ভব হচ্ছে । তবে নদীর

তীরবর্তী পরিবারগুলো এখনো নদীকে নোংরা করে চলেছে ।

হাতিরঝিলের অবস্থাও আগে খারাপ ছিল । কিন্তু সবার

ঐকান্তিক প্রচেষ্টায় এটাকে ধ্বংসের হাত

থেকে ফেরানো সম্ভব হয়েছে । সুতরাং সরকার

এবং আমরা জনগণ চাইলে বুরিগঙ্গাকেও

ফিরিয়ে দেয়া যেতে পারে তার হারানো সৌন্দর্য্য ।

আসুন আমরা সবাই পরিবেশের ভারসাম্য রক্ষায়

এবং জীববৈচিত্র বজায় রাখার জন্য

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:১৫

রসায়ন বলেছেন: কোনও মন্তব্য নেই :-(

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: ২৬৬০ বার পঠিত, কিন্তু স্বয়ং লেখক ব্যতীত অন্য কারও মন্তব্য নেই। কি আশ্চর্য!
বুড়িগঙ্গা তীরের বর্তমান অবস্থা কেমন? কিছু কি উন্নতি হয়েছে?

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

ধুলো মেঘ বলেছেন: মন্তব্য নেই কারণ লেখক পোস্টটিকে কপি পেস্ট করেছে। তাও পেস্ট করার আগে ইন্ডেন্ট ঠিক করার কষ্টটুকুও করতে চায়নি। এত অবহেলার পোস্টে কার দায় ঠেকেছে, কষ্ট করে পড়বে, আবার মন্তব্যও লিখবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.