নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

পড়াশোনা আর শিক্ষিত সমাজের ভূমিকা আমাদের দেশে। পর্যবেক্ষণ পোস্ট

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

খুবই লজ্জা আর পরিতাপের বিষয় !!!


বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি , তৈরি পোশাক এবং প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স।

উল্লেখ্য এই তিনটি সেক্টরেই যারা কাজ করেন তারা শতকরা ৯৫% ভাগই আমাদের মত এত স্কুল কলেজে অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা পায়নি। বাংলাদেশের অধিকাংশ কৃষক লেখাপড়া সে অর্থে জানেন না , গার্মেন্টস সেক্টরেও তাই আর প্রবাসী শ্রমিকদের সেই অর্থে নেই কোন দক্ষতা ; অদক্ষ শ্রমিক রূপেই তারা যাচ্ছে বিদেশে ।


অথচ এই লোকেদের টাকায়ই আমি সহ আমাদের দেশ চলছে।

আর আমরা যারা এত এত টাকা ব্যয় করে উচ্চ শিক্ষা নিচ্ছি তারা চাকরিতে যেয়ে ঘুষ , দুর্নীতি নয়তো বিদেশে চলে যাচ্ছি। দেশের অর্থনীতিতে ওই তিন সেক্টরের অবদানের ধারের কাছেও নেই আমাদের অবদান।


এই জন্য লজ্জা লাগে , কি শিখছি আমরা আর কিভাবে আমাদের নিয়ে দেশটা এগোবে। শিক্ষা আমাদের প্রোডাক্টিভ বা ইনভেটিভ বানাতে পারছে না আর কথিত "অশিক্ষিতরাই" দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে !!!

বিঃদ্রঃ সবাই এক নয়

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের কৃষক আর শ্রমিকেরাই আমাদের অর্থনীতর চালিকা শক্তি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

রসায়ন বলেছেন: ঠিক তাই

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমাদের উচ্চ শিক্ষা , আমারা খুব কম সময়ই কর্ম ক্ষেত্রে ব্যবহার করতে পারি । যার জন্য আমাদের অর্থনীতিতে উচ্চশিক্ষার অবদান খুব কম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

রসায়ন বলেছেন: আমরা উচ্চ শিক্ষার নামে যা শিখছি তাতে গবেষণা নেই ফলে জ্ঞান তৈরি হচ্ছে না আর কাজেও লাগছে না

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


কোন সমাধান?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

রসায়ন বলেছেন: মূল্যায়ন ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। কেবল খাতায় লেখা মূল্যায়ন আর আসলাম গেলাম ধরণের শিক্ষা ব্যবস্থা বদলে গবেষণা ও বহুমাত্রিক জ্ঞানীয় বিকাশের জন্য মানসিকতা তৈরি । এসব নিয়ে সামনে লিখবো ব্লগে

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

কূকরা বলেছেন: কৃষক শ্রমিকদের লেখাপড়া শিখিয়ে সম্পদশালী হবার রাস্তা দেখিয়ে দিতে হবে, তখন সবাই মিলে দুর্নীতি করবে, সবাই সমান হয়ে যাবে। কারো কারণে কেউ আর লজ্জা পাবে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

রসায়ন বলেছেন: হাস্যকর হলেও কথা যৌক্তিক

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: শুধু পর্যবেক্ষণ করলে হবে না। সমাধানের পথও খুঁজে বের করতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

রসায়ন বলেছেন: হুম ভাই। সেটা আমাদের সবাই মিলেই করতে হবে

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

কালীদাস বলেছেন: লেখাটা খুব গোছান মনে হল না।

প্রাইমারী এডুকেশন নিশ্চিত হয়নি সম্পূর্ণরুপে এখনও। সমস্যাটা রুরাল এরিয়াতে প্রকট, অনেকটা কমনভাবেই আগের জেনারেশনের ট্রেন্ডের মাদ্রাসার দুয়েক বছর যাওয়ার পর কৃষি কাজে চলে যাওয়া হয়।

অদক্ষ শ্রমিকের সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। লোয়ার মিডল ক্লাসের অনেকেই কারগিরি শিক্ষা নিয়ে বাইরে জব করতে যাচ্ছে, তারা ঠকছে না। বাকিদের সংখ্যাটাই বেশি। ইভেন, উচ্চশিক্ষা নিতে যারা যাচ্ছে, তাদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যারই এইম খুব উঁচু পদের না; কোনমতে খেয়েপড়ে বাঁচতে পারা আর সিটিজেনশিপ পাওয়াটাই উদ্দেশ্য। উচ্চশিক্ষার উদ্দেশ্য এটা না।

আমাদের পড়াশোনার স্ট্রাকচার খুব খারাপ না ব্যাচেলর লেভেলে, বাকি দুনিয়ার তুলনায়। সমস্যা হল, আমরা প্রবলভাবে অলস এবং অণুকরণপ্রিয়, আগের লোকজনের ফুটস্টেপের বাইরে যেতে কোনভাবেই সাহস পাইনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.