নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নশীল দেশ , মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ??? | মতামত পোস্ট

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে সেটা প্রমাণ হবে তখনই যখন এই কোটা ব্যবস্থা নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা হবে।

যে দেশের সিভিল সেক্টরের প্রথম শ্রেণীর পদের ৫৬% ই পিছিয়ে পড়া/অবহেলিত(সংবিধান তাই বলে) !!! মানুষের দ্বারা পূরণ করতে হয় তাকে মধ্যম আয়ের দেশ কিংবা উন্নয়নশীল দেশ বলাটা আমার কাছে নীতি বিরুদ্ধ মনে হয় ।
এছাড়া,

আওয়ামীলীগ সরকার যদি নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসেবে প্রমাণ করতে চায় তবে কোটা সংস্কার করা তাদের জন্য ফরজ।

মুক্তিযুদ্ধ হয়েছিলোই বৈষম্যের বিরুদ্ধে তো স্বাধীনতা পাওয়ার পর যদি সেই বৈষম্যই থেকে যায় আর সরকার যদি তা সংশোধন না করে তবে কিভাবে তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করে !

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৮

শাহিন বিন রফিক বলেছেন: ১) সব মুক্তিযোদ্ধাদের বিশাল অঙ্কের টাকা দিয়ে দিক, আর কোটামুক্ত বাংলাদেশ জন্ম নিক। আমার দেখা মতে অনেক মুক্তিযোদ্ধা সন্তান নাতি-পুতিরা জামায়াতের রাজনীতি করে তাহলে তারা কেন কোটায় চাকরী পাবে?
২) আমার গ্রামের এক হিন্দু লোক শুধুমাত্র ছেলের চাকরীর জন্য টাকা দিয়ে স্থানীয় আওয়ামলীগের এক নেতার (এলাকার সবাই তাকে দালাল হিসাবে চিনে) মাধ্যমে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট করে নিয়েছিল আওয়ামলীগের আগের র্টামে। এখন তাঁর ছেলে পুলিশে চাকরী করে সাথে বাংলাদেশে একজন ভুয়া মুক্তিযোদ্ধা বৃদ্ধি পেল শুধুমাত্র কোটা ব্যাবস্থার কারণে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

রসায়ন বলেছেন: ধর্ম ব্যবসা ছিলো আগে আর এখন মুক্তিযোদ্ধা ব্যবসা

২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দেশকে বাজার হিসেবে নিয়েছে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

রসায়ন বলেছেন: অস্বীকার করার মতো যুক্তি পেলাম না

৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭

হাফিজ বিন শামসী বলেছেন:

আপনার কথায় যুক্তি আছে।


মুক্তিযোদ্ধাদের জন্য কৌটা কোন সমস্যা নয়। মুক্তিযোদ্ধাদের যেমন আমরা সম্মান করি তেমনি তাদের ছেলেমেয়ে বা নাতি-নাতনিদেরও আমরা সম্মান করি বা করা উচিত। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে একটা সম্মানী কৌটা তাদের জন্য থাকতেই পারে।
সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধকে এখন একটি এম এল এম business-এ পরিণত করা হয়েছে । মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করা হচ্ছে । মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার হচ্ছে দেশকে বিভাজনে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

রসায়ন বলেছেন: অথচ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কোন কোটা নেই। তার মানে সরকারের সেয়ানাগিরি কেবল সিভিল সেক্টরেই

৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: ভিক্ষা চাইনা কুকুর ঠ্যাকা X(( কোটা সব জামাত, দামড়া কম্যুনিস্ট আর ধর্মীয় কুলাঙ্গারদের বণ্টন করা হোক |-)

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

রসায়ন বলেছেন: কি বলতে চাইলেন বুঝলাম না ।

৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মতামত পোস্ট দিয়ে আপনি হওয়া হয়ে গিয়েছেন কেন???

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

রসায়ন বলেছেন: আছি তো

৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আওয়ামীলীগ মুক্তিযোদ্ধাকে ব্যবহার করছে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রসায়ন বলেছেন: লেবু বেশি কচলালে তিতা হয়ে যায়।

৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: অনেক কাঠখড় পুড়িয়ে সরকারি একটা ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকরি পেয়েছি। বড় হতাশ লাগে যখন দেখি অফিসারের পরীক্ষায় উত্তীর্ণ হবার যোগ্যতা নেই এমন একজন কোটারী স্পেশাল পরীক্ষার বদৌলতে বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে খবরদারি করে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রসায়ন বলেছেন: আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন অনেক বন্ধুবান্ধব আছে যারা ঠিকমতো কথাও বলতে জানে না, এরাও ঢাবিতে এডমিট হয়েছে কোটার জোরে আর সামনে হয়তো চাকরিও পেয়ে যাবে।
তবে আওয়ামীলীগ এরও এর জন্য মাসুল দিতে হবে । গোটা কয়েক লোকের জন্য মেজরিটিকে উপেক্ষা করা কোন ভালো ফল বয়ে আনতে পারে না

৮| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

আকতার আর হোসাইন বলেছেন: কোটা কোটা..

আমার কথা হলো, কোটাধারীদের সুযোগ দেয়া হোক, সুবিধা দেয়া হোক কিন্তু যে সুযোগ সুবিধা দিলে দেয়া মেধাশুন্য হয়ে পরবে তা কখনো নয়, কখনো নয়।

তাদের বিনা চাকরি তে বা কোন কর্ম ছাড়াই তাদেরককে সরকার টাকা ঘর বাড়ি বা টাকা দিক, এতে সমস্যা নেই।

কিন্তু মেধাবীদের স্থানে তারা কিসের যৌগ্যতায় থাকবে।

এটা কি বৈষম্য নয়..

আর সবচে বড় কথা হলো, দেশ ও জাতির ভবিষ্যৎ তো যাদের উপর নির্ভির করছে তাদের জায়গায় কোটাধারীরা বসবে কেন..?

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭

রসায়ন বলেছেন: হুম , মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোয় কিংবা ফ্ল্যাট দেয়ার ঘোষণায় কাউকে সংক্ষুব্ধ হতে শুনিনি কিন্তু কোটা জাস্ট একটা ফাজলামি

৯| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা এবং কোটা পদ্ধতির সংস্কার এখন দেশ ও জাতির আত্মমর্যাদা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর রাষ্ট্রের নিশ্চয়তার প্রদানের জন্য অপরিহার্য্য হয়ে পড়েছে | কোটা পদ্ধটিকে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা এবং কর্মচারীদের মানের এতোই অধঃপতন হয়েছে যে মাঝে মাঝে দেশে গেলে এদের আচার আচরণ এবং কথাবার্তায় আমি খুব কনফিউজ হয়ে যাই যে এরা আসলেই বিদ্যালয়ের চৌকাঠও পেরিয়েছেন কিনা ?

ঠিক একইভাবে কোটা এবং প্রশ্ন ফাঁসের ফসল ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনার জন্য আসলে বিব্রতকর অবস্থায় পড়ে | এদের কেউ কেউ এই চাপ সহ্য করতে না পেরে অবশেষে ড্রপআউটের পথই বেঁচে নেয়

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৯

রসায়ন বলেছেন: মানুষ পরিশ্রম করে কিছু পেলেই না তার ভিতর প্রফেসনালিজম কাজ করবে । আল্লাহর ওয়াস্তে পেলে তার কি কোন দায়বদ্ধতা থাকে কাজের উপর । আর প্রশ্ন ফাঁস করে তো বর্তমানে একটি প্রশ্নবিদ্ধ প্রজন্ম তৈরি করছে সরকার

১০| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

টারজান০০০০৭ বলেছেন: শিক্ষাব্যাবস্থা ঠিক থাকিলে কোটা দিয়াও লোক পাওয়া মুশকিল হইয়া যাইত। কারণ এ+ জেনারেশনের অধিকাংশই বিদ্যালয়ের গন্ডিও পার হইতে পারিত না, বিশ্ববিদ্যালয় তো দূরের কথা। শিক্ষার মানোন্নয়ন হইলে কোটার প্রয়োজন বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজন হইতে পারে, তাহার পরে প্রয়োজন হইবে না ! কারণ যোগ্যতমরাই বাহির হইবে ! যোগ্যদের জন্য কোটার প্রয়োজন হয় না যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে !

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০

রসায়ন বলেছেন: খুব ভালো বলেছেন । একটা পোস্ট লিখুন এসব নিয়ে ।

১১| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: উন্নয়নশীল দেশের শ্লোগান - আত্ম প্রবঞ্চনা ছাড়া কিছু নয়

গণতন্ত্রকে হত্য করে, স্বৈরাচারী শাসন শোষনে এগুলো ষ্টান্টবাজি ছাড় াকিছু নয়!

দরবেশের ২ লাখ কোটি টাকা আছে ।
আম জনতা ১০০ জনের কোন সঞ্চয় নাই। সকলের গড়ে সম্পদ হাজার কোটির টাকারো বেশি!
সকলেই ধনী! প্রহসন আর কতকাল???


২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১১

রসায়ন বলেছেন: সত্য কথা কইলেই রাজাকার জামাত ইসলাম জঙ্গি এসব শুনতে হবে !!!

১২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: দেশের উন্নয়ন কামনা করি।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

রসায়ন বলেছেন: আমিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.