নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার আন্দোলন | লাইভ পোস্ট

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

গতকাল দুপুর থেকে আন্দোলনে আছি । এতদিন বই পুস্তকে পড়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে এমন এমন আন্দোলন করেছিল, এবারে নিজের সেই অভিজ্ঞতা হলো ।

টিয়ারশেল মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দম বন্ধ করার মতো করে ফেলেছে সরকার ।
গতকাল রাতে রাবার বুলেটের আঘাতে আহত হয়েছে বন্ধু , জুনিয়র, সিনিয়ররা ।

আমাদের ভিসি আর প্রক্টর গোপনে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে । এটাই বড় কষ্ট।

ক্যাম্পাসে রাত তিনটার থেকে মোবাইল ডাটা বন্ধ করে দিয়েছিলো সরকার। ভোরে আবারো চালু হয়েছে সেটা ।


সকালে শুনলাম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইবোনদের উপর হামলা চালিয়েছে পুলিশ।

সারা বাংলাদেশে জেগে উঠেছে

সকল , শিক্ষা প্রতিষ্ঠানের ভাইবোনরা জেগে উঠেছে ।

মরতে যখন শিখেছি তখন কেউ আর দাবায়ে রাখতে পারবা না ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটার কথা কেন বলছেন? তথাকথিত চেতনা ধারীরা আপনাকে রাজাকার বানায়ে ফেলবে!

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

রসায়ন বলেছেন: আন্দোলনের চোটে অনেক কোটাধারীদেরও দেখলাম রাস্তায় কিংবা ফেসবুকে হামলার বিরুদ্ধে পোস্টাচ্ছে !
আর কে কি বলে তাতে আমাদের কিছু আসে যায় না ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১

কাউয়ার জাত বলেছেন: আন্দোলনে বিচক্ষণ নেতা লাগে। ওখানে এখন ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার জন্য বেশ কিছু গ্রুপ ঘুর ঘুর করছে। আবার সরকারের এজেন্টরাও তৎপর আছে রিভার্স গেম খেলতে। ভিসির বাসভবনে নিশ্চয়ই নিরীহ ছাত্ররা হামলা করেনি। ফলাফল কি হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু শুধু আশ্বাসে ফিরে গেলে ছাত্ররা ভুল করবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

রসায়ন বলেছেন: কিছুতেই লাভ হবে না । আমরা সবাই বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থী । আবোল তাবোল বুঝিয়ে শান্ত করবে সে জো নেই ।
আর ভিসি তো একটা মেরুদণ্ডহীন ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

পদ্মপুকুর বলেছেন: ২০০২ এর শামসুন্নাহার হল প্রব্লেমের পর আন্দোলন এবং ২০০৭ এর আর্মিবিরোধী আন্দোলনে ছিলাম স্বশরীরে। এগিয়ে যান। আগের সবগুলোর মত এবারের আন্দোলনও সফল হবেই হবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রসায়ন বলেছেন: আপনারাই তো আমাদের অনুপ্রেরণা, বড়ভাই ।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: কোটা নিপাত যাক। মেধার জয় হোক।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রসায়ন বলেছেন: হুম নিপাত যাক ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচারের অস্ত্র ভয়!
বিপ্লবের মন্ত্র সাহস!

চলুন সাহসের সাথে প্রজ্ঞায়, বিচক্ষনতায়, ধী শক্তিতে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রসায়ন বলেছেন: চলছে । চলবে । হামলায় উল্টো আমাদের সাপোর্ট মানুষ বেড়ে গিয়েছে ।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

ক্স বলেছেন: এটা কোন সংগঠিত আন্দোলন নয় - কেমন যেন বিচ্ছিন্ন কতগুলো ঘটনার সমষ্টি মনে হচ্ছে। ওবায়দুল কাদের নেতাদের ডেকে আশ্বাস দেবে - আন্দোলনকারীরা ঘোরে ফিরে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেবে। ব্যস! খেল খতম!

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রসায়ন বলেছেন: মোটেও তা নয় । কেউ বাচ্চা না , বা অবুঝ না সবাই বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থী । আবোল তাবোল বুঝিয়ে , আশ্বাস দিয়ে বাসায় বা হলে ফেরৎ পাঠাবে সেটা কোনমতেই সম্ভব না । সেটা হলে গতকাল সন্ধ্যা সাতটার পরেই সব বন্ধ হয়ে যেতো ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০

মোস্তফা সোহেল বলেছেন: এই আন্দোলন সফল হোক।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রসায়ন বলেছেন: হতেই হবে ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

বিদেশে কামলা খাটি বলেছেন: কোটা প্রথায় লাথি মার। মেধার শক্তির বিকাশ কর।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রসায়ন বলেছেন: এটাই ভাই। কোটার নামে দেশকে আর যোগ্যদের ধ্বংস করে ফেলা হচ্ছে ।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মর্যাদাবোধ সম্পন্নরা কোটা প্রথার
ঘোর বিরোধী এমনকি যাদের জন্য কোটা
তারাও চায়না ফাঁকা মাঠে গোল দিতে

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রসায়ন বলেছেন: সেটাই । কোটা এখন একটা আপত্তিকর শব্দ ।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

শাহ আজিজ বলেছেন: সাবাস পুত্রধন !!

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রসায়ন বলেছেন: :)

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


আন্দোলনে সফল হোন, এই কামনা রলো।

আন্দোলনের পর, সরকারী চাকুরী পেলে চুরি-ডাকাতী করবেন, সেটার জন্য অগ্রিম অভিনন্দন রলো।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩২

রসায়ন বলেছেন: সবাইকে কোটাধারীদের মতো দুর্নীতিবাজ ভাববেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.