নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

হায় কোটা , হায় কোটা ফিচারিং ৩৭ বিসিএস ! | রিভিউ পোস্ট

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কোটা বাতিলের যুগান্তকারী ঘোষণা দিলেন পর পর দুই বার । দুই মাসের উপরে সময় চলে গেছে কিন্তু এখনো প্রজ্ঞাপন জারির খবর নেই । এমন অনেক সংবাদ মিডিয়াতে দেখলাম প্রজ্ঞাপন নাকি প্রস্তুত কেবল সিগনেচার আর প্রকাশের অপেক্ষা !!! ওসবও এক মাস আগের কথা ! আর কতো সময়ের দরকার।


আজকে ৩৭ তম বিসিএস এর চূড়ান্ত ফল বের হয়েছে । মোট ১৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ। বিদ্যমান কোটা ব্যবস্থা অনুযায়ী ৫৫% ই কোটায়(প্রতিবন্ধী কোটা মূল কোটার ভিতরেই কাজেই মোট কোটা ৫৫% , ৫৬% না) নিয়োগ পাওয়ার কথা এবং মেধায় ৪৫% নিয়োগ । সে হিসেবে ৭২৩ জন বিভিন্ন ধরণের কোটায় আর ৫৯১ জন মেধায় নিয়োগ পেলো !!! এটা হলো সহজ সমীকরণ ।




যারা মেধায় নিয়োগ পেয়েছেন তাদের অভিনন্দন একই সাথে যারা কোটায় নিয়োগ পেয়েছেন কিন্তু সেটা প্রকাশ করতে পেরেছেন তাদেরও অভিনন্দন ।

কোন ব্লগার নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলে পোস্ট দিন বা কমেন্টে জানান , সর্বোপরি মিষ্টি নিয়ে রেডি থাকেন । এইখানে কোটা আছে বা নাই ওটা বিচার্য না ।


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ত্রিকোণমিতি বলেছেন: ২-১ বছর যাক, ঘোষনা দিছে এটাই তো কত। আবার প্রজ্ঞাপন জারি! হাহাহ :``>>

১২ ই জুন, ২০১৮ রাত ৮:০৭

রসায়ন বলেছেন: অবস্থা তো সেরকমই দেখছি !

২| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই ৫৭ ধারা।

১৩ ই জুন, ২০১৮ রাত ২:০৮

রসায়ন বলেছেন: এটাই তো সমস্যা বাংলাদেশের ।

৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই ৫৭ ধারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.