নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের উন্নয়ন , পশ্চিমাবিশ্ব ও আওয়ামীলীগ । নির্বাচন পোস্ট

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বাংলাদেশের মতো উদীয়মান উন্নয়নমুখী দেশগুলোর উন্নয়নের জন্য এবং নিজের অধিকার আদায় করে নেয়ার জন্য দরকার যোগ্য নেতৃত্বের । নেতৃত্ব যে দেবে তাকে হতে হবে শিক্ষিত, প্রজ্ঞাবান, বিচক্ষণ, সাহসী আর কৌশলী । এসবের সবগুলো গুণই আছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভাপতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।


উন্নত দেশগুলোর এই আরাম আয়েশের বিষয়টা কিন্তু এই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর অবস্থানের উপরে নির্ভর করে। যতোই এদের দমিয়ে রাখা যায় ততোই এদের দিয়ে সুবিধা আদায় করে নেয়া যায়। একবার উন্নত হয়ে গেলেই বা উন্নয়নের রোড বুঝে ফেললেই তখন তারা আর উন্নত বিশ্বের তথা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রভুত্ব মানতে চায় না । তারা নিজেদের মতোই এগুতে চায় । প্রভাব বিস্তার করতে চায় বিশ্বে। এখন তো আর বোম মেরে কোন দেশকে থমকে দেয়া যায়না , দরকার হয় অজুহাতের । এজন্যই তারা নানা কৌশলে এসব কাজ করে। যদি নেতৃত্বে অঘটন ঘটিয়ে দেয়া যায় তাহলে অটোমেটিক দেশ কব্জায় কিংবা উন্নয়ন মন্থর হয়ে যায়, দাসত্বও স্থায়ী হয়ে যায়।

আমাদের দেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো এমন সাহসী আর ডাইনামিক নেতৃত্ব আর আসেনি।

জঙ্গি টঙ্গি দিয়ে বহু চেষ্টা করেছিল দেশে একটা ওয়েস্টার্ন প্রভাব বিস্তারের, সেটি তারা পারেনি। কারণ এই নেতৃত্ব , আমাদের পিএম শেখ হাসিনার নেতৃত্ব ।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, স্যাটেলাইট, সাবমেরিন , গভীর সমুদ্রবন্দর , পদ্মা সেতু প্রত্যেকটি কাজে ঝামেলা করেছিল এরা, কিন্তু এই নেতৃত্বের কারণে পুরোপুরি ব্যর্থ হতে হয়েছে তাদের।

ইন্ডিয়ার সাথে অনেক চুক্তির কারণে আওয়ামীলীগকে ভাদা(ভারতের দালাল) বলা হলেও ইন্ডিয়ার মাথা ব্যাথার কারণ বাংলাদেশের সাবমেরিন ক্রয়, চীনের সাথে ওয়ানবেল্ট ওয়ান রোডে যোগ দেয়া, চীনকে বাংলাদেশের দ্বিতীয় সামরিক অস্ত্রের যোগানদাতা বানানো এই সব কাজই এই আওয়ামীলীগ তথা শেখ হাসিনার সরকারের করা। বর্ডার কিলিং পুরোপুরি বন্ধ না হলেও কমে গেছে একেবারে । এছাড়া আগে বাংলাদেশে বসে পাকিস্তানি ইন্টিলিজেন্স এজেন্সি আইএসআই(ISI) ভারতের উলফা সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে প্রশিক্ষণ দিতো যার ফলে তারাও পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় বিচ্ছিন্নতাবাদী কিছু দলকে প্রশিক্ষণ ও অস্ত্র দিতো । এখন আর এসব নেই। এই সব কিছুর মূলে আছে নেতৃত্ব ।


মানবতাবিরোধী রাজাকারগুলোকে যখন ফাঁসিতে ঝোলানো হয় তখন বিদেশ থেকে যেভাবে একেরপর এক হুমকি ধামকি আসতে থাকে এরপরও যে রায় কার্যকর করার হিম্মত রাখে শেখ হাসিনার সরকার তখনই এটা ক্লিয়ার হয়ে গেছে যে, এরকম বলিষ্ঠ নেতৃত্বই আমাদের দরকার। এরকম হুমকি ধামকির কিঞ্চিতও যদি অন্য সরকার পেতো তবে সব ছেড়ে পালাতো ।


সব হাইওয়ে চার লেন, বিদ্যুৎ পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি, ভর্তি/আবেদন/টেন্ডার/লেনদেন সব ডিজিটাল এবং অনলাইন, ইন্টারনেট সেবা সবার কাছে , খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্য সেবা, সামরিক বাহিনীর আধুনিকায়ন , নিয়মিতভাবে চাকরির বিজ্ঞপ্তি ও নিয়োগ, আকাশপথের জন্য বিমান ক্রয়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এমন বাংলাদেশ আগে আমরা দেখিনি।


অন্য দলীয় সরকারগুলোও আওয়ামীলীগ এর সমান সময় ক্ষমতায় ছিল । দেশের প্রতিটি সেক্টর ধরে ধরে হিসেব করা হোক, তুলনা করা হোক কোন আমলে দেশের অগ্রগতি ভালো হয়েছে বা ছিল ।

কেউ যদি দেখাতে পারে আওয়ামীলীগ এর চাইতে বেশি উন্নয়ন কোন সরকার তাদের আমলে করেছে তাহলে ওই দলকেই ভোট দেয়া হবে ।

আর যদি না পারে তাহলে বুঝে নিন, শেখ হাসিনা ও আওয়ামীলীগের কোন বিকল্প নেই এখন এই দেশে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন যদি নেতৃত্বে অঘটন ঘটিয়ে দেয়া যায় তাহলে অটোমেটিক দেশ কব্জায় কিংবা উন্নয়ন মন্থর হয়ে যায়, দাসত্বও স্থায়ী হয়ে যায়।
আমরা এখন সেই পর্যায়ই আছি। :(

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

রসায়ন বলেছেন: বুঝলাম

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আমিনভাই বলেছেন: onnoyne desh fete jachchhe bai.

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রসায়ন বলেছেন: দেশ না ফাটলেও পাকিপ্রেমিদের যে ফেটে গেছে সেটা সিউর :D

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মাটি ধরলে সোনা হয়ে যায়, তাই সব নদী থেকে লীগের লোকেরা বালি তুলে বিক্রয় করছ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

রসায়ন বলেছেন: আওয়ামী-লীগ বা শেখ হাসিনা কি বলে দিয়েছে এগুলো করতে ?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

রসায়ন বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান :)

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম,জানলাম।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

রসায়ন বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে B-)

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

কানিজ রিনা বলেছেন: হা হা হা চাঁদগাজী, ভালই বলেছেন এতদিন
আওয়ামী দুগ্রুপের একদল বালু তুলেছে।
এখন ভোটে জয়ী হলে আরএক দল বালু
তুলবে। আমাদের এলাকার নদীর বালু তোলা
কে কেন্দ্র করে বেশ উত্তেজনা চলছে।
বালু তোলা ট্রাকগুল পাহাড়ের মত বিকট
আওয়াজ রাস্তার পাশে যাদের বাড়ি তারাতো
দোজগ পোহাচ্ছে। আসলে ট্রাকগুল চলাচলের
সময় মনে হয় ভুমিকম্প হচ্ছে। দিন রাত্রী
চব্বিশ ঘন্টা অন্তত চার পাঁচশ বার ভুকম্পন
হয় বালুর ট্রাকের শব্দ ও কম্পন, জানিনা
এদোজগ থেকে আর উদ্ধার পাওয়া যাবে
কিনা। যে ট্রাকগুল মরুভুমির জন্য তৈরি
সেই ট্রাকগুল নদীর বালু তোলার কাজে
সরকারী অনুমোদন আছে কিনা কে জানে।
জন বসতী এলাকায় এই ট্রাকগুলর অতি
সত্তর অনুমদন প্রত্যাহার করা উচিৎ।

আপনার লেখার কৌশলও বেশ সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রসায়ন বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: Family is not an important thing.
It's everything...

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

রসায়ন বলেছেন: Yes, you are right . Our both major political parties are maintaining family politics . But we have to think between alternatives when it is time to vote . Which party is comparatively better for us .

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

উম্মু আবদুল্লাহ বলেছেন: এত আত্ম বিশ্বাস থাকলে পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশন দিয়ে আওয়ামী লীগ মাঠ দখল করত না। বরং সেই বিশ্বাস নেই বলেই তারা পুলিশ এবং প্রশাসনকে দিয়ে বিরোধী দলকে মাঠ থেকে তাড়িয়ে একতরফা নির্বাচনের পথে হাটছে। আওয়ামী লীগ যদি ৩০০ আসনে জয়ী না হয় তবে সেটাই হবে তাদের পরাজয়। যেমন পরাজয় হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচনে। বিএনপি পাচ সিটি কর্পরেশন নির্বাচনে যখন জয়ী হয় তখন তা ছিল সাধারন মানুষের ভোটে। কিন্তু আওয়ামী লীগ ক্যাডার দিয়ে ভোটকেন্দ্র ভরে ফেললেও পাচটিতে জয়ী হতে পারেনি।

যত যাই হোক বিএনপির উচিত হয় নি হতাশ হয়ে এভাবে মাঠ ছেড়ে দেয়া। এতই যদি নির্যাতন জুলুমে অনীহা হয় তাহলে রাজনীতি করা কেন? কেনই বা নমিনেশন নিয়ে এত হৈ হুল্লোড় করা?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

রসায়ন বলেছেন: কে চায় বোমে উড়ে যেয়ে অকালে প্রাণ হারাতে, যেটা বিএনপি জামাত এলেই ঘটা শুরু হবে । আর যে দল গত দশ বছরে আগুন সন্ত্রাস ছাড়া একটি জন ইস্যু নিয়ে প্রতিবাদ করতে পারে না সেই দলের মুরোদ আছে নাকি আবার প্রচার চালানোর ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

পলাশবাবা বলেছেন: বিবেকহীন মানুষ জানোয়ারের পর্যায়ের।
আরেকজন বিবেকহীন মানুষ পাওয়া গেল।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

রসায়ন বলেছেন: হ ভাই বিবেকহীন , আর আপনারা তো সব বিবেক ইজারা নিয়েছেন । পোস্টের কথাগুলো পারলে ডিফেন্ড করে দেখান ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: বিজ্ঞান মনস্ক লোকজনের লিখার স্টাইল ই আলাদা.।খুব সন্দুর গোছানো ভাবে সাফল্য টাকে তুলে এনেছেন..

জামাতিদের কোন উত্তর নাই.. কম্প্লেইন.. এরা পারে গ্রেনেড মেরে অন্যদল কে শেষ করে দিতে এরা স্যাটেলাইট ঠিক মত বানান করতে পারবে কিনা আবার বলে 'সঠিক' কক্ষপথে' স্যাটেলাইট পাঠাবে... এরা স্যাটেলাইটের নাম শুনেছে এই সরকার পাঠানোর পর..।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

রসায়ন বলেছেন: হা হা....... এই জামাত বিএনপিরা নিজেদের উন্নয়নের ফিরিস্তির আলোকে ভোট না চেয়ে আওয়ামী-লীগের বদনাম করে ভোট চায় । এমনই দেউলিয়া আর ভন্ড এরা ।

আর সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

পলাশবাবা বলেছেন: আগে আপনে ইয়াবা থেকে মুক্ত হোন [ সাথে রাফাকে নিয়েন ]। তারপর ডিফেন্ড করা যাবে। আসলে ডিফেন্ড করা লাগবেও না। ইয়াবা মুক্ত হলে আশা করা যায় আপনি নিজেই নিজের লেখার সমস্যাগুলো বের করতে পারবেন।
সমস্যা হয়ত ইয়াবার। আপনার না।

get well soon.

বি দ্রঃ বদি কি নির্বাচন উপলক্ষে লীগ সমর্থকদের বাসায় ফ্রি পাঠাচ্ছে । নাকি আপনাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময় এমন সব কিছু দেখায় দেয় তা মানুষ কখনো কল্পনাও করেনাই। শুধু মানুষ দেখেই যাবে ঘটনা ঘটনারপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.