নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

বিয়েটা আসলে কার মধ্যে হচ্ছে ? | অনুভূতি পোস্ট

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩২

বাংলাদেশের বিয়ের বাস্তবতা

এটা কোন সমীক্ষা বা গবেষণা ভিত্তিক তথ্যের দ্বারা প্রাপ্ত পোস্ট নয় । অনেকটা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিকই বলতে পারেন ।

বাংলাদেশে যে বিয়ে হয় তার কয়টা মানুষের বিয়ে ???

প্রশ্নটা শুনতেই অদ্ভুত লাগছে তাই তো ?

আসলে প্রশ্নটা মাথায় আসার কারণটাও অদ্ভুত । জীবনটা খুব বেশি যে বড় তাও না.....কিন্তু অনেক ঘটনাই বিশেষত বলবো যে প্রচুর বিয়ে প্রত্যক্ষ করেছি । বিয়েগুলোতে মানুষের সাথে মানুষের বিয়ে খুব কমই হয়, আদতে অধিকাংশই হলো সাদা চামড়া আর পদবি-প্রতিপত্তির মিলন । তাই বলে বিষয়টা এমন না যে সাদা চামড়া বা বিত্তশালীদের বিয়ে করাটা ভুল । আমার কথাটা হলো এই যে, বিয়ের সময়ে মানুষ ওই সাদা চামড়া ও প্রতিপত্তির দাঁড়াই বেশি প্রভাবিত হয়, ওসবের দিকেই বেশি ঝোঁকে।


বিয়ের সময়ে মেয়ে কতোটা শিক্ষিত, একাডেমিক কোয়ালিফিকেশন, চরিত্র ইচ্ছা কোনটা কি গুরুত্ব সহকারে দেখা হয়....?......অন্তঃত চামড়ার রং, উচ্চতা, বাবার সম্পত্তি এগুলোর চাইতে বেশি......?

কিংবা ছেলের বেলায় তার চরিত্র, ইচ্ছে, অভ্যাস, লক্ষ্য এগুলো কি কোনদিনও কন্যাপক্ষ ভেবে দেখেন.....অন্তঃত ছেলের পদবি কিংবা আর্থিক স্বচ্ছলতার চাইতে বেশি ?

তাহলে বিয়েটা কি আসলেই দুটো মানুষকে এক করছে নাকি দুটো এট্রিবিউটকে ?

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


বিয়ে কয়বার করেছেন, আর কয়জনকে বিয়ে করায়েছেন?

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো জিজ্ঞাসা। বলা যায় দুইটা এট্রিবিউটের মাঝে হচ্ছে বিয়েটা, সম্পর্কটা এমন কি আত্মীয়তাও। আবার এও বলা যায় যে, দুটো স্ট্যাটাসকে মিলিয়ে দিচ্ছি বিয়ের নামে। প্রেমটাও এভাবেই আসছে। প্রকৃতই ভান করছি মনে হয়।

বাস্তব অভিজ্ঞতা বলি।

একটা বিয়ে করলাম। পাত্রী পক্ষ দেখলো পাত্র ভাল আয় করে। ভবিষ্যত উজ্জ্বল। বিয়ের কিছুদিন পর মেয়ের জামাইটা আর্থিক ভাবে অধোগামী হয়ে গেল। জামাইটা মেয়ে পক্ষের কাছে হয়ে গেল ফকিন্নির পোলা। :P

একটা প্রেম করলাম। মহিলা এম এ পাস। কর্মজী। দেড় সন্তান (কথার কথা) সহ স্বামীহীনা। পরিবার বিয়েতে রাজি। কিন্তু বিয়ে করলাম এক বকলম। চকিদারের পরিত্যাক্ত স্ত্রী। পরিবার আমাকে ত্যাজ্য করে দিলো। বউটাকে বানালো ফকিন্নি। :)

এই হলো বিয়ে। আপনার পোস্ট এবং ভাবনা দুটোতেই প্লাস।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

সৌরভ শাব্দিক বলেছেন: এই ভিডিওটা দেখতে পারেন
Cancel Marriage

৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: এটা অতি তুচ্ছ বিষয়।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৭

খাঁজা বাবা বলেছেন: ইউরোপে একজন গবেষক মেয়ে একজন মেকানিক ছেলেকে বিয়ে করতে পারে, এ নিয়ে কেউ কোন কথা বলে না, ভাবেও না। পদ পদবি নিয়ে কেউ ভাবেও না। কারন সেখানে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিদ্যমান।
কিন্তু এদেশে তেমন হয় না।
তবে মেয়েদের সৌন্দর্যের প্রতি ছেলেদের এবং ছেলেদের অর্থের প্রতি মেয়েদের আগ্রহ সারা দুনিয়ায় বিদ্যমান।
বিয়েতে সাধারনত এই দুটির বানিজ্য হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.