নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Md_Kamruzzaman

Md_Kamruzzaman › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৮ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৩

পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে তার মধ্যে চিঠিখানি কম জিনিস নয়।চিঠির দ্বারা পৃথিবীতে একটা নূতন আনান্দের সৃষ্টি হয়েছে।আমরা মানুষকে দেখে যতটা লাভকরি,তারসাথে কথা বার্তা বলে যতটা লাভ করি,চিঠিপত্রের দ্বারা তার চেয়ে বেশিকিছু একটা পেয়েথাকি।চিঠিপত্রের দ্বারা কেবল আমরা আমাদের পোতাক্ষ অভাব দুর করি তা নয়,তারমধ্যে আরো একটা রস আছে যা পোতাক্ষ দেখাশুনায় নেই।মানুষ মুখের কথায় আপনাকে যে রকমভাবে প্রকাশ করে লেখার কথায় ঠিক ততোখানি করেনা।আবার লেখার ভাষায় যতখানি করে কথার ভাষায় ততোখানি করতে পারেনা।এ কারনে চিঠিতে মানুষকে দেখবার বা পাওয়ার জন্য আরো একটা নূতন ইন্দ্রিয়ের সৃষ্টি হয়েছে।আমার মনে হয় যারা অবিচ্ছেদ্য ২৪ঘন্টা কাছাকাছি আছে যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসান ঘটেনি তারা পরস্পরকে অসম্পূর্ণ ভাবেই জানে!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: এখন আর চিঠি কেইবা লেখে।
তবে এটা ঠিক চিঠিতে মনের কথা যেভাবে খুলে বলা যায় সরাসরি তা বলা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.