নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

মোল্লার দোষ ==== মোঃ খুরশীদ আলম

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

মোল্লার দোষ
====== মোঃ খুরশীদ আলম

তোমরা যারা সদা ভাব
মোল্লারা সব দেশ খাইল চুষে
তোমরাই বা তাদের চেয়ে
কম রয়েছ কিসে ?

চাঁদা কিংবা দান সদকায়
তাদের নাকি রুজি
হাজার রকম অপবাদে
ডাক তাদের বুঝি ।

মিলাদ কিংবা দুয়া দুরুদ
আরতো কর্ম নাই,
চার দিন বা চল্লিশাতে
সমান দেখা পাই।

বউ বেটা সব ঘরে রেখে
গাট্টি বেধে চলে,
তোমরা কেউ এদের দেখে
নাক সিটকে চলো।

আর চোখে সব চেয়ে থাক
এরাই নাকি বোঝা,
যায় কি চেয়ে নিজের দিকে
নিজের দোষটি খোজা।

প্যান্ট, শার্ট আর ট্রাই পড়াসব
সাহেব বাবুর কাজ,
কর্ম তোমার কইতে গিয়ে
লাগছে ভারি লাজ ।

দু চার আনা উপরি ছাড়া
তোমার চলে না,
খোজ নিয়ে দেখ এ সব কাজে
মোল্লা পাবে না।

নামী দামী শিক্ষাঙ্গনে
গুলি, ছোরা, দা
সেখানেও খুজে দেখ
মোল্লা মিলবে না।

পাশ করেও বেকারত্ব
কর্মতো না জোটে,
তাইতো কেউ দুখের শোকে
অপথেতে ছুটে।

পাশ করে ভাই মোল্লারা সব
বেকার কোথায় রয় ?
আর কিছু নয়, নূন্যতম
আলিফ বা তা কয় ।

বড় বড় ডিগ্রী নিয়ে
অফিস কামাই ভারী
দেশ খাইল মোল্লারা সব
করছ আহাজারি ।


সরকারী সব টাকা কড়ি
লুট করছে কারা ?
অনেক খুজে ব্যর্থ হলাম
মোল্লাতো নয় ওরা ।

তবে কারা দেশটা চালায়
বড় কথা কয়,
এদের মাঝে খুজে দেখি
একটাও মোল্লা নয় ।

খুন-খারাবি, রাহাজানি
নিত্য দিনের কাজ,
এসব কাজে মোল্লা আছে
পাইনি খুজে আজ।

কাজে যারা ভেজাল করে
সংখ্যায় নয় বেশী,
এরা সবাই বৃত্তশালী
নয়যে,
মোল্লা কিবা চাষী ।

ভুখা, নাঙ্গা, মানুষগুলোর
স্বপ্ন দালান নয়
দুটি বেলা কোন রকম
ডাল-ভাত হলেই হয়।

গাড়ি-বাড়ি, দালান কোঠা
স্বপ্ন দেখে ওরা,
হাজার রকম ডিগ্রী যাদের
চুরি বিদ্যা ভরা।

হরহামেশা মোল্লার দোষ
না খুজিয়া ভাই,
এসো সবে সবার আগে
নিজের দোষ সারাই ।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১২

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনাকেও ধন্যবাদ স্যার, দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.