নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

দিন বদলের গান

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

দিন বদলের গান
মোঃ খুরশীদ আলম

জামানা অনেক বদলে গেছে, অদল-বদল সবখানে
আরো কতো বদল আছে? কে জানে ভাই, কে জানে?

পুরুষরা সব বদলে গিয়ে নারীর মতো বেশ ধরে
হাতে চুড়ি, কানের দুলে, দশ হাতা তার কেশ নড়ে।
নারীরাও কম যায়না, পুরুষের ন্যায় বেশভূষায়
জিন্সপ্যান্ট আর শার্ট জড়িয়ে, আপনারে বেশ সাজায় ।

এককালেতে বুড়ো বুড়ি প্রেম কারে কয় জানত না
সেই খানে আজ বদল এলো, কেমনে পাবো সান্ত্বনা,
সাদা-কালোয় বদল এসে রঙ্গীন আজি ঘরে ঘরে
বিটিভি’টা নির্বাসনে, পড়েছে দাদার খপ্পরে।

গণতন্ত্রে বদল এলো, সত্য কথা বলতে নাই
কন্ঠরোধ করতে পারো, গণতন্ত্রের সংজ্ঞা তাই।
সমাজে আজ বদল এলো, বুড়োর কোন জায়গা নাই
বিচার শালিস যাহা কিছু, জওয়ানদেরই কম্ম তাই ।

অফিস বদল, বাজার বদল, বদলানোর এই হাওয়াতে
ব্যাপক বদল এসে গেছে দু’নম্বরী খাওয়াতে।
প্রকাশ্যে আর চায়নাতো ঘুষ উপহারের নাম করে
বস খুশীতো সবই জায়েজ, মুচকি হাসি অন্দরে ।

সম্বধনে বদল এলো মা’রে কহে মাম্মা
পিতৃস্নেহ অধিত তরে বাপরে কহে পাপ্পা,
আদব কায়দায় বদল এলো, সালাম-আদাব ভুলে হায়
হাই হ্যালো আর বাই বাই রব, মূল কথা কি বুঝা যায় ?

শিক্ষাও যে বাদ যায়নি, সবাই এখন করে পাশ
ফেল নামক ঐ শব্দটির মাথায় বুঝি পড়লো বাজ ।
সমাজের এই ব্যাপক বদল না মেনেও উপায় নাই
মানতে হবে চোখ বুজে ভাই, বিবেকটাযে অন্ধ তাই ।

রাজনীতিও বদলে গেছে মূর্র্খ নেতার অভাব নাই
নীতিগুলো ছুড়ে ফেলে রাজকীয় হাতকামাই।

আমরা যারা বোকা-সরল, তারাও কিছু বদল চাই
স্বাধীন দেশের এই মাটিতে হরতালের আর দরকার নাই।
আইন করে তা বন্ধ করো, বন্ধ করো বদদ্বীনি
ধর্ম নিয়ে বাড়াবাড়ির, সর্ব্বোচ্ছ সাজাখানি ।

ঘুষ নেয়াটা বন্ধ করো, বদল করো দুর্ণিতী
যোগ্যতাতে আসন পেলে তোমার আমার কি ক্ষতি ?
চলনে বদল, চালনে বদল, আচরণেও বদল চাই,
ভাল বদল হিড়িক পড়ুক, শান্ত এদেশ কাম্য তাই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: খুবই সুন্দর ভাবে বর্তমান সমস্যাগুলি ফুটিয়ে তুলেছেন ছন্দে।। খুবই ভাল লাগলো।।

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: বাস্তবতা নিযে সুন্দর কবিতা। ধন্যবাদ

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +++

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩০

মোঃ খুরশীদ আলম বলেছেন: জাজাকাল্লাহুখায়ের। ধন্যবাদ সুন্দর মানুষগুলোর সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.