নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

►প্রার্থনা ◄

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

প্রার্থনা
হে আল্লাহ ( তুমি দয়ার সাগর, রাহমানুর রাহিম )
► জালিমের জুলম হতে আমাদের রক্ষা কর।
► অসহায়ের সহায় হও ।
► দুখীর দুঃখ গুছিয়ে দাও ।
► পয়সার ধন নয়, মনের দৌলত দান কর।
► তোমার স্মরন হতে গাফেল করিও না।
► আত্নার শুদ্ধতা দান কর।
► মানব সৃষ্ট দুর্যোগ হতে রেহাই দাও প্রভু ।
প্রভু হে,
► সকলের মনের খবর তুমি জান ।
► জ্ঞাত সারে , অন্ধাকারে যা করেছি তা তুমি নিজ গুনে ক্ষমা করে দাও।
► তোমার গোলামদিককে তোমার মর্জি মতো চলার মানসিকতা দাও ।
► শাসকদিগকে রহম দান কর।
► বিচারকদিগকে সহিহ শুদ্ধভাবে চালিত কর মাওলা।
► সন্তানকে মায়ের সেবক, স্ত্রীকে স্বামীর সেবক (শরিয়ত বর্ণিত পন্থায়) বানিয়ে দাও প্রভু।
► দুনীয়াতে সম্মান দাও, আখেরাতে তোমার দিদার দাও মাওলা।
► জীবনে মরনে এই দেহ, মন, প্রাণ সকলি তোমায় সপেছি ।
► মৃত্যুর মুহূর্তে ঈমানি পরীক্ষায় পাশ করিয়ে দাও প্রভু।
► সকলকে সুখে রাখ প্রভু, সকলকে শান্তিতে রাখ প্রভু।
► মৃত্যুর সময় ঈমান নসিব কর আল্লাহ।
► মৃত্যুর প্রকৃত স্বাদ আমাদের দাও করো হে প্রভু।

▬ আমরা সকলে পরম করুনাময়ের নিকট এভাবেই প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকলের মনোকামনা পুরন করুন। আমিন । একটা কথা আবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তায়ালা চাইলে আমাদের সব দিয়ে দিতে পারেন কিন্তু তিনি তা করেন না। তিনি দেখতে চান তার বান্দা মনের ইচ্ছা কবুল করানোর জন্য কতটুকু তার নিকট অবনত হয়, ছোট হয়। সৃষ্টিকর্তার দরবারে যে যতো ছোট হতে পারেন তার মর্যাদা ততো তিনি বাড়িয়ে দেন। আসুন, সুন্দর বাসযোগ্য পৃথিবী রচনায় আমরা সকলে তার দরবারে প্রার্থনার পাশাপাশি নিজের সর্ব্বোচ্চ দিয়ে দেশ গড়তে ঝাঁপিয়ে পড়ি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩২

প্রামানিক বলেছেন: প্রার্থনার কথাগুলো দারুণ। খুব ভাল লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩১

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার মন্তব্যও ভাল লাগল। ধন্যবাদ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার জন্যও শুভকামনা করি। “আমি ময়য়রাক্ষী “

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.