নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

►স্বপ্ন ◄

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

স্বপ্ন - মোঃ খুরশীদ আলম

দুনেত্রী থাকেন সুখে
আমরা বোকা শ’ হাজার
ভাবনা তাদের নাইতো মনে
কেমনে চলে হাটবাজার।

এরই মাঝে সুবিধেবাদী
আমরা কিছু শেয়াল ভাই
কখনো একূল কখনো ওকূল
একটা কূলে থাকা চাই।

আমরাই দেই তাদের সালাম
নুইয়ে মাথা সকাল সাজ
ওদের তখত করতে পাকা
হাবা বোবা মোদের কাজ।

তারা যদি দোষী হয়
দোষ কি মোদের কম ভাই
হা বা না দু’শব্দে
প্রশ্নখানার জবাব চাই।

আমরাই তো শ্লোগান তুলি
নৌকার মালিক তুই আল্লাহ
পয়সা পেলে সুরটা বদল
ধানের শিষে বিসমিল্লাহ।

সারা বছর অনল জ্বালা
ভুলে বসি মুহূর্তে
এর পিছে আর ওর পিছে ভাই
দৌড়ি শুধু সুখ খুঁজতে।

এ দুয়েরে ত্যাগ করিয়া
ভিন্ন কোন রাস্তা চাই
যেখানেতে বিবাদ , বিভেদ
অশান্তির বালাই নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার

শুভকামনা জানবেন ...

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনিও চমৎকার করে মন্তব্য করলেন। জাজাকাল্লাহু খাইরান।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: ওদের তখত করতে পাকা
হাবা বোবা মোদের কাজ।বলেই তো দিলেন।।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

মোঃ খুরশীদ আলম বলেছেন: তাই বলে কি বিকল্প রাস্তা ভাবা যাবে না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.