নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

সত্যের নয় পরাজয়

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১

সত্যের নয় পরাজয়
==== মোঃ খুরশীদ আলম

বিবেক যখন হয়রে ভোতা, মন্দ-ভালোয় খোজেনা খুত
নিজের দোষটা আড়াল করে,
ত্রুটি খোজার নেশায় বুদ।

কে করেছে মস্ত কসুর, আস্ত বুকের পাঠা কার ,
গন্ধ নিজের পায়না নাকে, বন্ধ যে রয় বিবেক দ্বার।
মরা বিবেক, শুকনো মগজ, তোষামদি খক্ খক্
দেশটা গেল রসাতলে, তাই নিয়ে হয় বকবক ।
এদিকে সে হাতটা সাফাই, দুনম্বরীর ধান্ ধা
ভবে তাহার সুখযে ভারী, আমরা নাকি আন্ ধা ।

খুলবে না মুখ, বন্ধ দু'চোখ
বোকা কালার অভিনয়
দিনের বেলায় সভ্য এরা , ভেতরটা নয় আলোকময়।

এরাই সাজে সাহেব-বাবু, বড়বাবু কিংবা স্যার
হাতে গোনা এরা ক'জন, "শ" কিংবা " হাজার"
আমরা কোটি বনি আদম, এদের রাজ্যে বন্দি
বাঁচতে হলে হাত রেখে হাত, আটতে হবে ফন্দি।

নীতিটারে বাদ দিয়ে আর, করব না কাজ নীতিহীন
অনেক চলা আরো বাকি, জাতির কাছে অঢেল ঋণ।
রক্ত দিয়ে এদেশ পেলাম, আরো যদি দিতে হয়
নদী-সাগর বইয়ে দেব, সত্যের নয় পরাজয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.