নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

হুমকি

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

আমার বড় বাচ্চার বয়স ৯ বছর থেকে একটু বেশি। পড়ে ৫ম শ্রেণীতে। আমার প্রতিবেশীর বাচ্চা ৪র্থ শ্রেণীতে। বাচ্চাতে-বাচ্চাতে সামান্য ঝগড়ার সূত্রপাত। আমি অফিসে থেকে বাসায় ফিরে এসে বউয়ের মুখে যা শুনি তাতে আমার চোখ কপলো উঠার অবস্থা। ঐ বাচ্চার মা আমার স্ত্রীকে এসে যা বললো তা নিম্নরূপ “ জানেন আমার ছেলে রাজনীতি করে (দলের নাম টা বললাম না), ওর বড় ভাইদের খবর দিলে আপনার-আপনাদের কি অবস্থা হবে। ”

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

মূল-উপদল বলেছেন: ঐ মায়ের বাচ্চাটার মানুষ হবার পথ ঐখানেই বন্ধ।

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১

মোঃ খুরশীদ আলম বলেছেন: দোয়া করি, আল্লাহ মাফ করুন , এমনটা যেন না হয়।

২| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

বর্ষন হোমস বলেছেন: আসলে বাবা মা এর জন্য ওনেক ছেলে মেয়ে খরাপ হয়ে যায়

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আরো নজরদারি দরকার। দেয়া করবেন সবার জন্য ।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: খাইছে! পঞ্চম শ্রেণির বাচ্চার মাস্তান বাহিনী?

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমার এলাকায় এটা সহজ একটা ব্যাপার। রাজনীতি সচেতন বলে কথা।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



ভয়ংকর অশনি সংকেত!

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: ঠিক বলেছেন । তবে মুরুব্বিদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬

এই সুমন এই বলেছেন: একদিন না হয় এক দিন বাচ্চাটা বড় হবে, হয়ত সব কিছুই বুঝতে শিখবে। তবে বাচ্চার মায়ের কি হবে? সেতো আর বড় হলো না। হবার সুযোগও আর নাই।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: আসলে, আমরা এখনো বাব- মা হতে পারিনি। আল্লাহ সবাইকে বুঝ দান করুন।

৬| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীতিজ্ঞান আর কাণ্ডজ্ঞান চাবায় খাইছে।

৭| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: দলের কারণে বিবেক পিঁপড়ায় খাইছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: ঠিক কইছেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.