নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

মা ‍দিবসে

১১ ই মে, ২০১৭ সকাল ৯:৩৫


মা ‍দিবসে

আজ ১১ মে বিশ্ব মা দিবস। হাজার দুঃখ যাতনা সহ্য করে মানুষের মতো মানুষ করে তোলার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনিই আমাদের মা। পৃথিবীতে সবচেয়ে ছোট অথচ সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ। "মা” যার মুখ দেখলে কবুল হজ্জের সওয়াব হয় বলে মুহাম্মদ (সঃ) ঘোষণা করেছেন। সেই মা আজ নির্যাতিত, নিগৃহীত। অনেক সন্তানের ঘরে মার জায়গা হয় না।
১০ মাস ১০ দিন পেটে ধরে, অসহ্য যন্ত্রণা সয়ে, খেয়ে না খেয়ে, মানুষের হাজার কথা সয়ে যিনি বুকে আগলে রাখতে পারেন তিনিই মা, অন্য কেউ নয়। স্ত্রী-সন্তান ছেড়ে চলে গিয়েছেন এমন বাবা দেখেছি, কিন্ত সন্তানের মুখের দিকে চেয়ে আজীবন একা থেকেছেন এমন মা ও দেখেছি। বাবা যা পারেন মা তা পারেন না।
যাদের মা বেঁচে আছেন তারা ভাগ্যবান। যাদের মা-বাবা উভয়ই বেঁচে আছেন তারা অধিক ভাগ্যবান সন্ধেহ নাই। মা দিবসে আসুন আমরা সকলে শপথ করি আর মা-বাবাকে মনে কষ্ট দেবনা। সব কিছুর উদ্ধে মা-বাবার মতামতকে অগ্রাধীকার দেব। কারণ পিতা-মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। বিশ্ব মা দিবসে সকল মা সুখে থাকুন এই কামনা করি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ সকাল ১০:২৩

মৌমুমু বলেছেন: মায়ের জন্য এত সুন্দর লিখা দেখে খুব ভালো লাগলো। যদিও মায়ের জন্য ভালোবাসায় কোন নির্দিষ্ট দিনের প্রয়োজন
হয়না তবুও আমরা নির্দিষ্ট দিন ধরে মা দিবস পালন করি। ২০১৭ সালে বিশ্ব মা দিবস হলো ১৪ই মে, আজ নয়!

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। আপনার মাকে অগ্রিম মা দিবসের শুভেচ্ছা । ভালো থাকুন।

১১ ই মে, ২০১৭ দুপুর ২:২৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর মন্তব্যের জন্যও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.