নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

জীবনঃ যখন যেখানে যেমন

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

জীবনঃ যখন যেখানে যেমন
======= মোঃ খুরশীদ আলম
জীবন মানে কি? জীবনের সজ্ঞা কি? যে জীবন চাওয়া-পাওয়ায় তৃপ্ত নয়, চরমসুখ, পরম আনন্দ যে জীবনে ধরা দেয়নি সে জীবনের কোন মানে হয়? জীবন; তার সংজ্ঞা পরিবর্তন করে বিভিন্ন ধাপে, যেমন ঋতু পরিবর্তন হয় দু মাস পর পর।
জীবনকে, তার মানেকে খুঁজেছি, দেখেছি তার স্বরূপ, বুঝতে চেয়েছি জীবনের মানে। শৈশবের জীবন, জীবনের চরম সুখের মুহুর্ত। বাঁধা নেই, ধমক নেই, স্বাধীনভাবে জীবনকে উপভোগ করার স্বাধীনতাটুকু রয়েছে। জীবনের একটি মুহুর্তে Aim in life পড়ে মুখে-ঠোঁটে ফেনা তুলে ফেলেছি, বুঝতেই পারিনি আসলে Aim in life কি। বুঝলে হয়তো জীবনের চরম এই উপলব্ধিটুকু হতো না।
রঙ্গিন ভাবনার দুনীয়ায় সব কিছুই রঙ্গিন। ঘর থেকে বের হলে শুধু রঙ্গের ছড়াছড়ি। এতো রঙ্গের মাঝে মা-বাবার বকুনিটুকুই ছিল আসল, নির্ভেজাল। আহাঃ যদি বুঝতাম। বুঝিনি, খুঁজে বেড়িয়েছি পোষ্টারিং আর দেওয়াল লিখনীতে, রাতভর জেগে থেকে রঙ্গিন দেওয়ালের শ্লোগানগুলোতে জীবনের মানে খুঁজেছি। হাদারাম কোথাকার, বলার মতো কেউ ছিল না।
জীবনের দু’চাকার ছোট্ট গাড়িটা বার বার ব্রেক কষেছে, ক্যাৎ, কোৎ শব্দে। সুখ-দুখের স্মৃতির মাঝখানে বিরতি, আবার কু ঝিকঝিক ঝিকঝিক, প্যাও, প্যাও শব্দ। বর্ণচোরা মন, স্থির থাকেনি। এ ডাল থেকে ও ডালে, ও ডাল থেকে এ ডালে, ফুড়ুৎ ফুড়ুৎ। ছাইচাপা দুখগুলোকে উল্টেপাল্টে দেখেছি, দেখি সুখ পাই কিনা, এ মন্ত্রে। ত্রি-চক্রযানের পাইলট, কখনো ট্যাক্সি ড্রাইভার, বৈদ্যুতিক মিস্ত্রি, কতযে রূপে সাজিয়েছি তাকে।স্থায়ী হয়নি কোনটাই। গাঁদা ফুলের মালা কতক্ষণই বা সুবাস ছড়ায়। সুবাস ছড়াতে পারিনি। ফুসফাস করে কেন যে সত্য কথাগুলো বের হয়ে আসতো, কে জানে।মুখ থেকে নয়, বুক থেকে। তাইতো, শেষমেষ সাবার চক্ষুশুল। ঢাল নেই, তলোয়ার নেই, বিধিরাম সর্দার।
জীবনকে দেখেছি পথেঘাটে লাঞ্চিত হতে। ময়লা-আবর্জনার স্তুপে খুচিয়ে খুচিয়ে জীবনের এলোমেলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে গুছানোর অব্যাহত ব্যার্থ চেষ্টায়রতদের দেখেছি।দু’এক টাকার জন্য ছোটলোক, টোকাইদের বেধড়ক মারধর করে যারা, তারাই আবার হাজার টাকা দিয়ে মাটির শরীরকে সাজায়। ব্রাশের হালকা পরশে রং মাখে সর্বাঙ্গে । এ যেন রং তুলির আবরণে চরিত্রকে ঢাকার চেষ্টা। ব্যর্থ বলবনা, এ জীবনে সেওতো একটা মানে খুঁজে বেড়ায়।
পাইপের ভেতরে হু হু করে কাঁদতে থাকা জিহাদের অতৃপ্ত আত্না, এক ফোঁটা পানির জন্য রাজনের হাহাকার, আশুলিয়া বা সাভারের বাতাসে ভেসে বেড়ানো লাশের গন্ধ, নিমতলির এডিসদগ্ধ বনি আদমদের নিরবে চলে যাওয়া, যানবাহনে ও গাড়িতে পুঁড়ে মরা মানুষগুলোর রক্ত, চামড়া, মাংসের পোড়া গন্ধ, ঈদের পূর্বেই ঈদ বোনাস ও বেতনের দাবীতে অনশনরত বান্দাগুলো জীবনের মানেকেই ম্লান করে দেয়। তৈরী করে এক একটি ইতিহাস।
সৃষ্টিকর্তা জীবন গড়ে, কিন্তু চলে মর্ত্যের দেবতাদের ইশারায়। এরা অদৃশ্য। জনতার ভাগ্যকে দুহাতে পিষে নানা রূপ দান করে এরা। তারা জীবনের দৃশ্যপট পরিবর্তন করে, ভাগ্য নির্ধারন করে। এদের ইশারায় তৈরী হয় বড় বড় রাজ প্রাসাদ, সিড়ি থেকে শেষপ্রান্ত পর্যন্ত যেখানে মৃদু রঙ্গিন আলোর হাতছানি। এখানে নিত্য ইতিহাস রচিত হয় যার শুরু আছে কিন্তু শেষ থাকতে নেই। (সমাপ্ত)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৫

মোঃ তানজিল আলম বলেছেন: জীবন মানে প্যারা আর প্যারা।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভালই বলেছেন বন্ধু । ধন্যবাদ।

২| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭

তপোবণ বলেছেন: আমার জীবনে কখনোই স্বাধীনতা ছিলনা, আজও নেই। তবুও আজকের আমি এবং শৈশবের আমির মধ্যে যোযন যোযন মাইল ফারাক। প্রতি নিয়ত আমার জীবনের সংজ্ঞা বদলায়। কিছু লোক আমাকে সুখী মনে করে, সৌখিন মনে করে। কিছু লোক থেকে ইচ্ছে করে দূরত্ব বজায় রাখতে গিয়ে দেমাগী তকমা পেয়ে যাওয়া। এতো বুঝেশুনে এতো সন্তপর্ণে কি চলা যায়? জীবনের ধাবিত পথ ধরে শুধু সম্মুখ পানে চলা। জীবনের কোন ব্যাক গিয়ার নেই, থাকলে চুপটি করে শৈশবে গিয়ে বসে থাকতাম।

আপনার লেখা এতো ভাল লেগেছে যে মন্তব্যে অনেক বক বক করে ফেললাম। ভালো লাগার ব্যাপারিটি জানানোই হয়নি। আপনার লেখার মোটিভ এবং শব্দ চয়ন খুব চমৎকার। লেখায় প্রাণ আছে, আছে প্রাণের স্পন্দন, আছে ইনসপিরেশান। ভালো থাকবেন।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: “জীবনের কোন ব্যাক গিয়ার নেই, থাকলে চুপটি করে শৈশবে গিয়ে বসে থাকতাম।” - দারুণ লেগেছে আপনার অনুভূতিটি। ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৪

নীল প্রজাপ্রতি বলেছেন: জীবন মানে পদে পদে বাধাঁর দেয়াল, সামনে যাও নাহয় পিছনে পড়ে থাক।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: জীবন মানে পিছন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনার মন্তব্যটি খুব ভাল লাগল । ধন্যবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯

মাহফুজ ই এলাহী জামি বলেছেন: ভাই মন ভরে গেলো

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাই আমারও মন ভরে গেল আপনার মন্তব্যে। আপনাকে স্যালুট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.