নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

তিনি আশ্বাস দিলেন- “ক্ষমতায় এলে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করব। ”

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৮

তিনি আশ্বাস দিলেন- “ক্ষমতায় এলে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করব ”
বেশ ভাল কথা।
কিন্তু আমি বুঝি না, ক্ষমতায় এলে কেন ?
ক্ষমতায় আসার আগে কি জনগণের জন্য কাজ করা যায় না।
নাকি লাভের মুখ দেখবেন না বলে ? কে জানে, আমরা হাবা -বোবা জনগণ কি আর এতো কিছু বুঝি।
মূলত: যারা ক্ষমতায় এলে এটা করবেন, ওটা করবেন বলে হাক ডাক ছাড়ে আমার বিবেচনায় এরা আসলে রাজনীতির কিছু বুঝেই না।
যদি বুঝতো ,
তাহলো ক্ষমতা-ক্ষমতা না করে দায়িত্ববোধের কথা বলত।
আর, দায়িত্ব পাওয়ার আগেই জনগণের জন্য কাজ করত।
এদের কাজ কর্মের হিসাব টাকার অংকে বিবেচনা কর হয়। লাভ- লোকসান ও আয়-ব্যয় হিসাব কষে বের করা হয়।
যদি আসলে জনতার জন্য কাজ করার ইচ্ছা থাকে, জনতার ভাল করার মানসিকতা থাকে, তাহলেতো ক্ষমতায় থাকার দরকার হয় না। প্রচার করার দরকার হয় না।
জনগনের জন্য কাজ করুন। জনগণ উপযুক্ত সম্মান দিতে কৃপণতা করবে না।
আগে আপনার গ্রহণ যোগ্যতা প্রমাণ করুন।
বড় বড় কথা দিয়ে নয়। কাজের মাধ্যমে। বিরামহীন কাজের মাধ্যমে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

বারিধারা বলেছেন: ক্ষমতায় না থাকলে কিছু করা যায়না। আজকে আপনি যদি নিজে উদ্যোগী হয়ে কোন ড্রেন পরিষ্কার করতে যান, নিশ্চিত জেনে রাখুন কেউ না কেউ এসে বাধা দেবেই। মানুষ খুব বিচিত্র, ড্রেনে ময়লা জমে থাকলেও তাতে কারো না কারো স্বার্থ থাকে।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি সত্যি বলেছেন। তবে যারা কাজ করে তারা কারো মন্তব্যের ধার ধেরে কাজ করে না। ক্ষমতায় গিয়ে কে কি করেছে তা এদেশের মানুষ দেখে আসছে, দেখবে আরো।

২| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪

জোহা ৭১ বলেছেন: কে আশ্বাস দিয়েছেন

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

মোঃ খুরশীদ আলম বলেছেন: দিয়েছেন কেউ, চট্টগ্রামের অনেকেরই ইস্যু এই একটা ব্যাপার। জলাবদ্ধতা।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

কানিজ রিনা বলেছেন: ক্ষৃমতায় থাকলে জনগনের টাকা দিয়েই
জনগনের কাজ করে থাকেন। কিন্ত ক্ষমতায়
থাকলে সিস্টেম লছ করা এখন নিয়মের
মধ্যে চলে এসেছে। ধন্ঢ়বাদ।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: জনগণের টাকা দিয়েই কাজ করুক , বাঁধা দিলো কে ?
তবে, জনগণকে কাজে অংশ গ্রহণ করার সুযোগ করে দিক।
কিভাবে টেকসই কাজ করতে হয় তা তো জনগন ভাল করে জানে।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

শুভ্র বিকেল বলেছেন: ক্ষমতা না থাকলে কাজ করবেন কিভাবে? কাজ করতে হলে টাকা দরকার সেই টাকা কোথায় পাবে? শহর উন্নায়ন, আইনশৃংখোলা, রাস্তাঘাট, কলকারখানা যায় করতে যান না কেন টাকার প্রয়োজন। এই টাকা কেউ পকেট থেকে দিয়ে কাজ করবে না। জনসেবা খুব যৎসামান্য ক্ষমতা না থাকলে করা যায়।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: ক্ষমতা, ক্ষমতা শব্দ টা কেমন যেন লাগে। আসলে শব্দটা হওয়া উচিত “দায়িত্ব”। মূলত , যারা ক্ষমতার স্বপ্ন দেখে তারা শুরু থেকেই জনতার মাথায় বেল ভাঙ্গার তালে থাকে। আর যারা দায়িত্ব পালন করার সুযোগ পায় তারা দায়িত্ব পালন করে, ক্ষমতার অপব্যবহার করে না।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

ক্ষমতায় আসার আগে কি জনগণের জন্য কাজ করা যায় না ১০০ % সহমত।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল।

৬| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিথ্যা আশ্বাস এখন শিল্পের পর্যায়ে...

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

মোঃ খুরশীদ আলম বলেছেন: “বে গুন ” শিল্প ......। হা, হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.