নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

“মাথা মোটা মাথাওয়ালাদের জন্য এক টুকরা নসিহত”

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫


অন্যের ব্যাপার-স্যাপার নিয়া মাথা ঘামিয়ে মাথার এলার্জিটা ক্রমেই বৃদ্ধি করার কি মানে আছে জানিনা।

তারপরেও কিছু মাথাওয়ালা আছে যারা অন্যের “গু” না ঘাটলে শান্তিতে ঘুমাতে পাড়েন না।

আমি আপনি সবাই এমন বুদ্ধিজীবিদের তান্ডবের শিকার প্রায়ই হয়ে থাকি।
জাকির নায়েক’কে কে বা কারা নিষিদ্ধ করেছে, কে গালি দিয়েছে, শফি হুজুর কি বলেছে, কেন বলেছে ?
কোনটা সঠিক, কোনটি বেঠিক তা নিয়ে বাড়াবাড়ি, আর ধরাধরি কম হয়না আমাদের সমাজে।
এদিকে, নিজের হাড়ির খবরও রাখার সময় নাই।

আমি প্রশ্ন করি, জাকির নায়েকের কবরে কি আমি যাব, নাকি আমার কবরে তিনি যাবেন ?
শফি হুজুরের কবরে কি আমি যাব, নাকি আমার কবরে উনি যাবেন ?

অযথা এর ওর বিষয় আশয় নিয়ে আমাদের কেন মাথা ব্যাথা, বুঝিনা।

আরে বদ্দা (ভাই) আমার কবরে আমাকেই প্রশ্ন করা হবে। শ্রেফ আমার বিষয়ে।
সুতরাং “ইয়ানাফসি ” “ইয়ানাফসি” করাই কি শ্রেয় নয় ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকের পন্ডিতি না দেখালে ভাল লাগেনা। তাই কে কি করল, কে কি বলল এসব নিয়ে মাতামাতি করে।

নিজের আমল, আখলাকের প্রতি নজর নেই।

ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা,হা, হা,
আমার মতো আপনিও তার শিকার !!
শুয়োর গু ঘাটবেই এটা তার সহজাত প্রবৃত্তি
বাধা দিলে শুনবে নাকি?
তবে একে এড়িয়ে চলা কর্তব্য কারণঃ কেননা এর দ্বারা মানুষের সুস্থ প্রকৃতি ও তবিয়ত, যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিকারগ্রস্তার শিকার হয়।
আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই যে শূকর একটি নিকৃষ্ট–অপবিত্র প্রাণী। এ নিকৃষ্ট প্রাণীর গোশ্‌ত খাওয়া মানুষের জন্য ক্ষতিকর। উপরন্তু, শূকর ময়লা আবর্জনায় জীবনযাপন করে। সুস্থ মেজাজের যে কোনো মানুষ এ বিষয়টিকে ঘৃণা করবে নিঃসন্দেহে এবং প্রত্যাখ্যান করবে খাদ্য হিসেবে শূকর গোশ্‌ত গ্রহণ করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.