নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

বৈপরীত্য

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

বৈপরীত্য
===== মোঃ খুরশীদ আলম

দর্পণে দর্শন শ্রী মুখ খানা
জ্ঞাত হীনে করে লিলা
ভাবে সবে কানা।

হরি হরি জপে নাম
হাতে মালা বেশ,
মুখে সদা হ্রস্ব
গহীনেতে দ্বেষ ।

অনলেতে নাহি জ্বলে
পুড়ে হিংসায়,
মানুষের মুণ্ডু
মনু সদা খায়।

ভক্ষণ রক্ষণ দিনব্যাপী গাও
প্রাচুর্য নাই মনে
কিসে নাও বাও ?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

জুলকারনাইন নাঈম বলেছেন: ভালো লাগে নি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: এতেই হয়তো সফলতা। পড়েছেন, সেজন্য ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতাস =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: মামা, ইশারাতো বুঝলাম না।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: খুব কঠিন কবিতা।
কিছুই বুঝতে পারিনি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা আয়নার সামনে নিজের সুন্দর চেহারা দেখে নিজের চরিত্রের বিচার করে। ভাবে, তারা যা করে তা অন্যেরা বুঝে না, সবাই কানা। এরা মুখে সাধু ও সাধু সাজার জন্য ধর্মীয় লেবাস গ্রহণ করে কিন্তু সেই অনুযায়ী চলে না।
--- এই হলো মূল ভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.