নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

আমাদের ব্লগ ও আমরা- ব্লগ নাকি ওয়ায-নসিহতের জায়গা নয়- “ একজন বিশিষ্ট ব্লগার” এর বয়ান (দুই)

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৭

আমাদের ব্লগ ও আমরা
ব্লগ নাকি ওয়ায-নসিহতের জায়গা নয়- “ একজন বিশিষ্ট ব্লগার” এর বয়ান (দুই)


কর্ম সম্পাদনের পরে নেককার ও বদকারের পরিবর্তন কেমন হয় : পাপ কাজ সম্পাদনের পরে যখন বিবেক নড়ে চড়ে উঠে তখন একজন হৃদয়বান মানুষ মহান সৃষ্টিকর্তার দ্বারস্থ হয়ে পুত: পবিত্র হওয়ার নিমিত্তে পুনরায় এহেন কাজ সম্পাদন না করার ওয়াদা করেন যাকে বলা হয় তওবা। তওবার শর্ত 3টি। যেমন : 1) অশ্রু সজল হয়ে প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করা;
2) স্বীয় পাপের স্বীকারোক্তি প্রদান করা এবং
3) পূর্বেকার কৃত অপরাধ পুনরায় না করার ওয়াদা করা।

গুণাহগার তার প্রদত্ত ওয়াদা ও গভীরভাবে কৃত তওবার পরবর্তী সময়ে উক্ত পাপ কাজের ধারেকাছেও যায়না। এতে আশা করা যায় তার তওবা আল্লাহর দরবারে কবুল বা গ্রহণযোগ্য হয়েছে। অপরদিকে একজন নেককার বান্দা তার নেক কাজের কারণে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে এবং বারবার নেককাজে অংশগ্রহণ করার জন্য মহান প্রভুর দরবারে সামর্থ্য চায়। নেককারের মন সর্বদা প্রফুল্ল থাকে এবং নেক কাজে অংশগ্রহণ করার সুযোগের সন্ধানে তৎপর থাকে।
উপরোক্ত আলোচনায় যা বুঝাতে চেয়েছি তার সারসংক্ষেপ হলো এই, নেক কাজ বা ভাল কাজ, বদ কাজ বা মন্দ কাজ ও কর্মকান্ডের জন্য ঘোষিত বিনিময় প্রদানের যে ঘোষণা তা বিশ্বাস করার ভিত্তি হলো ধর্ম এবং ধর্মীয় অনুশাসন। ধার্মীক মাত্রই তার প্রত্যেকটি কাজের বিনিময় পরকালে পেতে চায় যার কারণে সে যতদূর সম্ভব নেক কাজ করে আর বদ কাজ ছাড়ে। এখন প্রশ্ন আসে, যারা ধর্মে বিশ্বাস করে না তারা কি ভাল কাজ করে না বা মন্দ কাজ ছাড়ে না? আবশ্যই। তবে তাদের কাজের ভিত্তি ধর্ম নয় বরং মানবতা। এখানে এক শ্রেণীর মানুষ ধর্ম ও মানবতাকে আলাদা করে দেখে। আসলে, ধর্ম ও মানবতা একই বিষয়। ব্যবধান হলো পরকালে বিশ্বাসে। যারা পরকালে বিশ্বাস করে তারা পরকালে লাভবান হওয়ার জন্য কাজ করে এবং মানবিক আচরণ করে আর যারা পরকালে বিশ্বাস করে না তারা দুনীয়াতে লাভের জন্য কাজ করে ও মানবিক আচরণ করে। এখানে উল্লেখ থাকে যে, দ্বিতীয় প্রকার মানুষের মধ্যেও এক শ্রেনী রয়েছে যাদের সম্পর্কে বলা হয়েছে “ তারা আমার নিদর্শন বা আয়াতসমূহকে অস্বীকার করে, অথচ তাদের অন্তরে এর পূর্ণ বিশ্বাস রয়েছে। তাদের এ আচরণ কেবল অন্যায় ও অহঙ্কারপ্রসূত।” মহান আল্লাহ আরো বলেন- “কাফেরগণ রাসূল (স.) ও তার নবুওতের যথার্থতা সম্পর্কে এমন সুস্পষ্টভাবে জানে, যেমন জানে তাদের নিজ নিজ সন্তানদেরকে।”

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১১

আহলান বলেছেন: ধর্মকে সবাই নিজ নিজ কোন থেকে বিচার করে, ভুলটা হয় তখন যখন মানুষ ভাবে যে আমি যেভাবে ভাবছি, অন্যেও সেইভাবেই ভাববে বা আমার ভাবনাটাই সেরা ভাবনা,আর সবারটা তেনা তেনা .... এমন বিজ্ঞ পন্ডিত সব জায়গাতেই বিরাজমান ... পরমত সহিষ্ণু মানুষ খুব কমই পাবেন .... সুন্দর পোষ্ট!

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: মন্তব্যের শুরুতে আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন।

২| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্মীয় গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। কিন্তু শিরনামটা মনে হয় পরিবর্তন করা উচিত। এটা আক্রমণাত্মক ও আপনার পরবর্তী বর্ণনার সাথে মিলছে না। আসুন আমরা শান্তির মাধ্যমে মহৎ বাণী প্রচার করি।

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: ধর্মীয় গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। কিন্তু শিরনামটা মনে হয় পরিবর্তন করা উচিত। এটা আক্রমণাত্মক ও আপনার পরবর্তী বর্ণনার সাথে মিলছে না। আসুন আমরা শান্তির মাধ্যমে মহৎ বাণী প্রচার করি

পরবর্তী বর্ণনার জন্য ধৈয্য ধরে সাথে থাকুন। সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন।

৩| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: আমি আপাতত ধর্ম থেকে দূরে আছি।

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি আমরন দুরে থাকলেও আপনাকে কে বাধা দিবে? আপনিতো আবার মুনকার নাকিরকেও পাত্তা দিয়ে কথা বলেন না।

৪| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলম ভাই, সবার জন্য হেদায় নসীব হয়না।
সুরা বাকারায় মহান আল্লাহ বলেন– “আল্লাহ তাদের অন্তর এবং কানসমূহ বন্ধ করে দিয়েছেন,
আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।”

আল্লাহ তাদের হেদায়েত দান কুরুন। আল্লাহই একমাত্র হেদায়েতকারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.