নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ভাঙা মন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৭


এক ভুলে আমার! ওরে জীবন গেল নেমে,
হাজারো মনে সপ্ন ছিল সবই গেল থেমে।
চলছিল চলে কতনা সুদূর জীবন ছিল আমার ,
বিপদ গামী লোকের ছলনায় হল সব চূরমার।
বুঝতে আমার দেরি হল এমন লোকের দেখা,
এই কারনে কি স্বজন গেল হলাম আমি একা।
সকাল থেকে ভোর রাত্রি শুধুই কেঁদে মরি,
এমন কেন করলি মনুষ ডুবালি কেন তরি।


কত আশা কত মনে কত ফুলের মউ,
এই ভুলে কি হারাব আমি ওরে শোভা বউ।
নিশ্বাস ছিল বিশ্বাস ছিল বুক ভরা ছিল শ্বাস,
সবার মাঝে ছিল আমার কত বসবাস।
মন যে আমার ভাঙা নোঙর মাটির বাসন,
মানুষ আমার ভুল বুঝে কেড়ে নিল আসন।
ভাঙা নায়ে সপ্ন দেখি ভাঙা আয়নার মত,
বুকের নিচে লুকিয়ে আছে বেদনারি ক্ষত।
হাসির খোরাক শুন্য গোলা ভোগ ভরা তৃষ্ণা
বাতি ওমন খেলা করে নিদ্রায় তিতা বিছানা।
সোনার কুলে হরিণি মত নয়ত অমন ছেলে,
যত জ্বলা ওই ছেলেকে কে দিলে যে ঠেলে।
মাথায় আছে দেহ ঘীরে তার উপরে যশ,
সবার জিবে স্বাদ জাগে টলটলে মিটা রস।
দুয়ার মেখে ছাই ছিটে বিশ্রী করল স্বর্গ ,
দেখে যাহা উরে গেল পাখি কুলের বর্গ।
কাব্য গ্রন্থ মায়ের বাদন থেকে নেয়া

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: উপরের ছবিটা মনে হয় আপনার?
নিজের ছবি ব্লগে ব্যাবহার না করাই ভাল।
লেখার সাথে গেলে দিতে পারেন।
তবে এই লেখার সাথে নিচের ছবিটা চলে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

এম ডি মুসা বলেছেন: এটা কি আমার ছবি নয়ত বন্ধু ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

এম ডি মুসা বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.