নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ ছায়া

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩


শত ক্লান্তি চল ঘুচে ফেলি চল সকল দুঃখ
মুছে নেই সরিয়ে আনি অবসান,
ঐ দেখ ঐ দেখ মেঘের কোন কুটি স্থান উদ্যান।
পাশ টায় ওই চাঁদ হাসে বট গাছেরি ছায়া,
নিচে দেখ জলের উপরে বাড়ি খানা নাই তার কোন পায়া।
সাদা মেঘ ভেসে ভেসে তার মিশে থাকা ছোট্ট কুটি ঘর,
নির্জন থাকা ওই গৃহে নেই তো ভয়ের ডর। ।
ও মন ঘরে ছুটে যাইতে বড় ইচ্ছে আমার কাঁদে,
ভোগ জালা কতটা হালা নাই মিটে না ত স্বাদে।
ওই বাড়ি নয়া বাড়ি কিবা এটির নাম,
ঔ না খানেতে মুছে যাবে দেহ রক্তের ঘাম।
কে করিল ওই না কুটিটি স্রষ্টা জনে নিরালায়,
বল রে বল রে স্রষ্টা বলে রে স্রষ্টা রাস্তা কোথা ভাজ,
গগনে থেকে বলে উঠল ওই কোথা যেতে তোরা চাস।
হে যেতে চাই হে যেতে চাই মেঘের কোনের দেখি যা
যা চলে যা ওই বাড়ি তে ওই নেমে আসল এক রাস্তা ।
যেতে যেতে দেখি অহ যে মাঝে ভ্ঙা সড়ক হায়,
নিচে দেখি মহা সাগর পড়লে উপায় যে আর নয়।
গগনে থেকে বিকট শব্দ আসল কি চাস তোরা তবে,
আমরা যেতে চাই ওই ঘরেতে থাকতে পারিনা যে ভবে।
কে জেন আবার বলল ঔখানে আর আসবিনা যদি যেতে চাস,
ভাঙের মাঝে যে পরতে হয় কভু ওই ভুলে নয়ত নাহ যাস।
_________

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা অনে অনেক সুন্দর। ভাললাগা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

এম ডি মুসা বলেছেন: আমার ও ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.