নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দেশের বৃহত্তম ব দ্বীপ ভোলা

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫


বাংলাদেশের একটি বৃহত্তম ব দ্বীপ,
নদী নালা খাল বিল কৃষক মাটি বন জঙ্গল
পশু পাখি ভর পুর স্নেহ মমতা ভালবেসে ঘীরে রেখেছে মানুষকে নদী বন খাল বিল মাঠ ঘাট পুকুর ডোবা নালা প্রকৃতির ডানা।
ভোর বেলা দু মুটো পান্তা খেয়ে শুরু হয় দিনের চলা মাটির সাথে মিশে থাকা এই মানুষ গুলো চিত্র সাজানো হল প্রকৃতি সাথে খ্যাত খামার ফসল মাটি শস্য পুকুর মাছ সাগর সাথে জারিত।
প্রকৃতি খেলা করছে আমাদের ভোলার মানুষকে ঘীরে আবার লড়াই করছে দু হাতের পান্ঞা নিয়ে
নিয়ে কখনো
ঝরের সাথে কখনো মহামারি সাথে আমাদেরি ভোলার মানুষ শুধু দুঃখ কষ্ট করা নয় ধান বসন্ত নানা উৎসব মেতে আনন্দ কৃষেণ কৃষক নিজের মত মেতে উঠে পুলকিত মন খেয়ে নেচে গেয়ে কোনটাই পিছে নয় এছাড়া গল্প কাহিনী একতা তো ঘীরে রয়েছে ভীরের মেলা প্রকৃতি সাজে ফুলে ফলে তার বিমুগ্ধ তা তো থেকে যাবে এছাড়া নদী সাগর মেঘনা নদীর আকুল দৃশ্য তো থেকেই যাবে ।মাটি মা মমতা কুল নদী ঘীর ,এই তীরে তো গড়ে উঠে ভোলার মানুষরা ভীর। হাসি গানে ভাটিওয়ালি টানে নদীর মাঝে নৌকা সাড়ি ভেলা পাল তোলা খেলা ডিঙি নৌকা বাইচ।

ভোরের পাখি কিচির মিচির প্রভাত মেলল পুবে,
মেঘনা নদীর তীর জাগল তিমির রাত ডুবে।
গাছে গাছে শিশির জমে ফুল ফুটে বনে,
মাঝি নৌকা সারি সারি চলল সাগর পানে।
রাখাল গরু লয়ে ছুটল সবুজ বন মাঠ ঘাসে,
জল শেওলার ডোবা মাঝে পান কৌড়রি ভাসে।

তাছাড়া পর্যটক স্থান গড়ে উঠেছে চারদিক
সবুজ শ্যামলা মাঝে কি মনোরম দৃশ্য পট্য
ভোলার ঐতিহ্য গড়া ভোলা স্থান রয়েছে ভোলা অন্যতম চরফ্যাসন জ্যাকব টাওয়ার মন্ত্রী খামার বাড়ি শিশু ও বিনোদন পার্ক। মনপুরা বন
বৃক্ষের ছায়া বনের নদীর মনোরম দৃশ্য চরকুকরি মুকরি পর্যটক স্থান অনান্য ইত্যাদি । একজন বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল ভোলার সন্তান আমাদের স্বাধীনতা অর্জনে সাত জন বীর শ্রেষ্ঠ মধ্যে একজন আমাদের গর্ব ।
লেখাঃ মোঃ মুসা ইসলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


কি পরিমাণ মানুষ বাস করে, আয়ের উৎস কি, কি পরিমাণ স্কুল কলেজ আছে? কোন ইউনিভার্সিটি আছে?

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

এম ডি মুসা বলেছেন: চাঁদ গাজী ভাই বিস্তারিত তুলে ধরতে পারি নাই । ভোলা জেলা লিখে গুগল বা উইকিপিডিয়া সার্চ করলে কৃতজ্ঞ থাকব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.