নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দু এর পার্থক্য

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯


অভাবের হাত বার বার ধুই গৃহের বাটি থালে,
শ্রমিক সাথে পাল্লা ধরি কথা থাকে না গালে।
গরিব হয়ে জন্মেছি বলে গরিব হয়ে কি মরিব,
গরিব হয় জন্ম পাপ নয় মোর পুষ্প মালা ছড়িব।
ছোট ঘরের সন্তান আমি ছোটদের কথা বুঝি,
তাই কেন উঁচু নিচু ভাঙা গড়া মিলন মেলা খুজি।
বড় বড় লোক আছে লম্বা চাটাই মারে,
কখনো দেখে না তাদের দুঃখ থাকে অগোচরে।
যত আছে লাগে শুধু বোঝাই বড়া টান,
তারা কেবল গাইতে জানে নিজে দেরি গান।
তাজা হয়ে ফোটে ফুল হুটো হয়ে ঝরে,
অহংকারে তাদের মাথা নুইনা নামে পশ্চাত ঘরে।
সবার উপরে আকাশ আছে কেন ভেদাভেদ,
জগত সংসার সাজিয়ে- ভরিয়ে নেয় পরিচ্ছেদ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯

মোহাম্মেদ মুহসীন বলেছেন: এ জগতে সবাই গরিব, একেক জন একেক ভাবে ।

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

এম ডি মুসা বলেছেন: জি ভাই

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল লেখাটি।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

এম ডি মুসা বলেছেন: আমার ও ভালো লেগেছে

৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কথা কইছেন ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪

অনিক_আহমেদ বলেছেন: ভালই লিখেছেন। ভাল লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.