নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কে তুমি

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪


কে তুমি ভাই একটুখানি দাঁড়া,
এত করে ডাকছি তোকে দিছ না কেন সাড়া।
কি তোমার নাম পরিচয় কোথা তুমি থাক,
মনের ঘরে ভুল করে কি আমায় মনে রাখ।
আমায় কভু দেখছো নাকি বলছি নাকি কথা,
তোমার কাছে ঠাঁই পেত কি না বলা কি কথা।
এত দিনে কোথায় ছিলে কোন বাগানের মাঝে,
নয়ত কি তুমি ব্যস্ত ছিলে ছুটা ছুটির কাজে।
স্বপ্ন আমার উঁকি মারে অচেন দেশের গায়,
তাই কি যে হেতু তোমার কথা মনে পরে যায় ।
চারদিকে রঙ ছড়ালো ঢঙ ছড়ালো তো বুঝি ,
মনের কোনে গোপন করে তাই তোমায় যে খুজি।
ও ভাই আমায় তুমি চিনছ নাকি একটু ফিরে চাও,
আমার সাথে বলেই কথা তবেই তুমি চলে যাও।
তোমায় কাছে রাখতে পারলে প্রান জুড়াত তবে,
হাজার বছর এক হত যে ভাবছি বসে যে কবে।
কে তুমি ভাই এত করে ডাকছি কেন নাই পাই,
মনের ঘরে মনের মত সাজিয়ে পাই কেন ঠাই।
সেদিন হয়ে ছিল সেই রেল লাইন পারেত দেখা,
ভুলনি আমি তোমায় ভাই চোখের পলক রেখা।
কে তুমি ভাই একটুখানি দাঁড়া,
কোথায় তুমি যাচ্ছ ভাই আছে নি কভু তাড়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

রাসেল উদ্দীন বলেছেন: বাহ চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.