নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

যেতে চাই ফিরে

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১


সুধা পিপাসা মিটেনা মোর বাংলা মায়ের তরে,
বাংলায় বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
ঘন ছায়া মায়ায় ঘেরা বাংলার তরু লতা মাঠ,
আঁকা বাঁকা মেঠো পথে বটের তলায় যে হাট।
সবুজ মাঝে সাড়ি সাড়ি বৃক্ষ রাজির ছায়া,
সুদূর বিলের ঘন ঘাসে শীতল পাটির মায়া।
জন্মভূমির মাতৃক্রড়ে হাজার জানা চেনা মুখ,
তাদের সাথে মিশতে পেরে জুড়ে প্রানের বুক।
গ্রাম বাড়ি উঠুনখানি বেড়ে উঠা সে সম ক্ষন,
বাংলার বুকে ফিরে যেতে কাঁদে আমার মন।
বাড়ি টানে নারী টানে গৃহে ছুটি আপন তরে
বাংলা বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
কলমি লতা ভরা জলে ফোটে শাপলা যে ফুল
কৃষ্ণচূড়া রং ছড়িয়ে লালে ভরল যে দু কুল।
যেতে চাই ফিরে আমার সে ছোট্ট দেশের গাঁয়
দোয়েল কোয়েল ময়না শালিক সুরে সুরে গায়।
সিনিগ্ধ বায়ু কোমলতায় আঁচল উড়িয়ে লেগে,
ভোরের ডাকে সোনালী রোদ উঁকি মেরে জেগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.