নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের স্বাধীনতা

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪


রক্ত লালে লাল মেখেছে
ভোরে ডাকা সূর্য যে,
সবুজের মাঝে উঠল জেগে
রক্তিম খোলা অর্ক যে
স্বাধীনতার ফুল ফুটালো
সাড়ি সাড়ি গাছে যে,
চারদিকে টের পেয়েছে
প্রভাত ফেরির পাখি যে,
বিহঙ্গ মনে দিল উড়াল,
স্বাধীন ঝাঁকে ডানায় যে।
শহীদের আত্মার কান্না দেখে,
আকাশ বড় কাদলো যে ,
চোখের কোটায় জল ঝরাল,
বৃষ্টি নামের সৃষ্টি যে।
রক্ত ভয়ে ভেসে গেল মাটির
পিপড়ে বাসার গোল্লা যে ,
সেই লোহিতে লাল জমেছে ,
কৃষ্ণচূড়া ডালে যে।
বিজয় নামের পড়বে মালা,
স্বাধীন নামের গলায় যে।
শহীদের পড়া লাশটি দেখে
কালো কাকটি ডাকল যে,
ভর দুপুরে কন্ঠ মারে
আর্তনাদের চিৎকার যে,
মুখটি চেপে মাটি খুঁড়ে
প্রানটি উৎসর্গ করল যে,
সবটা ভুলে দিল হেসে
দেশটা স্বাধীন হল যে,
মায়ের বুকে সন্তান নামে
দেশটা কোলে এল যে ।
বিঃ দ্রঃ বিজয়ের মাস স্বাধীনতা কবিতা লেখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.