নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা ছিলাম মেঘের জন্য

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

অপেক্ষায় ছিলাম,এক পলক মেঘের,
বৃষ্টি দেবার জন্য"
নিস্তব্ধ নগরী দগ্ধ গরমে
দাউ দাউ চৈত্রের খরার সন্নিকটে,
ছন্নছাড়া প্রকৃতির মাঝে
সবুজ কুঁড়ির পাতার মুকুলে,
শুকিয়ে যাবার মর্মাহত লক্ষ্যে
সবুজ নিবিড় ঘন দেয়লি ছায়ারে
এক ফসলা মেঘ বৃষ্টির জন্য অপেক্ষা
করছি।
যেমন অপেক্ষা করে কৃষক চঞ্চল চোখ
ভোর জাগা পাখির চোখ ।
অপেক্ষায় ছিলাম,
এক পলক মেঘের জন্য
বৃষ্টি দেবার জন্য ।
মাথা নিয়ে দাড়িয়ে থাকা বৃক্ষ রাজি
খোলা আকাশে নীচে,
এয়ার কন্ডিশন ভিতর থেকে নয়।
হিমেল হাওয়া ঘুমের ঘরে থেকে নয়।
প্রখর রোদ্দুরে দগ্ধ মাটির কিনারায়
এক পলক মেঘের অপেক্ষায় ছিলাম
বৃষ্টি দেবার লাগি ,পাতা ঝরা এক ডালে বসা
কালো কাকটি কা কা কা,
বিরক্ত কানে বাজে খা খা খা।
ভন ভন ভন পাখা ঘুরছে,
অপেক্ষায় ছিলাম জানালার দ্বারে
বসে এক পলক মেঘের জন্য
বৃষ্টি দেবার লাগি।
আমি অপেক্ষায় ছিলাম ।

কবিতাটি ১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.