নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মাতৃভূমি আমার ভোলা

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৬

দক্ষিণের বঙ্গোপসাগর নাম শুনলে বলবেন, উপকূলীয় এলাকা চর দ্বীপের বনাঞ্চল বেষ্টিত-

ভোলা জেলার কথা অনেকে জানেন আবার জানেন না।ছোট্ট থেকে যখন বড় হয়েছি ভাবছি
আমার জন্ম এই ভোলায় একটি বিছিন্ন ব দ্বীপ ভোলা জেলার। নিজকে অনেক ছোট্ট করে
রাখতাম আমরা ভোলার চরের মানুষ শহরের মানুষ ভাবে ভোলা একটি গ্রাম অথচ শহরের
চেয়ে আধুনিক এর শীর্ষ স্থান দখল করে ,আছে হয়ত তারাকখনো জানেনা। যাইহোক চর ত
চরই কিন্তু একটি সত্ত কথা বলি আমি ভোলা জেলার জন্ম থেকে আকাশ মেঘলা দেখেছি
অতিরিক্ত বৃষ্টি দেখেছি কিন্তু সাইক্লোন কখনো ঘরের কিনারায় পানি আসতে দেখিনি।
ভোলা, চরফ্যাশন,বোরহানউদ্দিন ,তজুমদ্দিন, দৌলতখান মনপুরা লাল মোহন। ভোলার
পূর্ব নাম শাবাজপুর আমার জন্ম চরফ্যাশন উপজেলায় শশীভূষণ গ্রামের। আধুনিক একটি
শহর ভোলা।ভোলার দ্বিতীয় সর্বোচ্চ আধুনিক চরফ্যাশন।

ভোলা জেলাকে ছোট্ট করে দেখার অবকাশ নেই ভোলার জেলার একজন সন্তান বীর শ্রেষ্ঠ
সাতজন বীর শ্রেষ্ঠ দের সিপাহী বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল। ৬৯ সালের গন অভ্যুত্থানের সংগ্রামী নেতা রাজনৈতিকের সর্বোচ্চ সু পরিচিতি নেতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুরের বঙ্গবন্ধু
নামকরণের উপাধিতে দান কারী, দুই বার বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ ।
সাবেক ধর্মমন্ত্রী শাহজাহান খান এবং অনেক অনেক

ভ্রমণের চিতকর্ষ

মনপুরা দ্বীপ চরফ্যাশন মনপুরা

শাহবাজপুর গ্যাস ক্ষেত্র শাহবাজপুর।।


মেঘনা পর্যটন কেন্দ্রতুলাতলী পর্যটন কেন্দ্র ।।

ভোলা সদর,ফাতেমা খানম মসজিদ।

চর কুকরী মুকরী।। চরফ্যাশন

সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কশিশু।। লালমোহন

জ্যাকব ওয়াচ টাওয়ার,।।


চরফ্যাশন তারুয়া সমূদ্র সৈকত ।।

দুদু মিয়ার মাজার।।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি যাদুঘর।।


নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ।।

উপকূলীয় সবুজ বেষ্টনীখামার বাড়ি -নজরুল নগর, চরফ্যাশন।।



বিভাগীর টেক্সটাইল কলেজ বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি।।
ছবি পত্র পত্রিকা - সংগৃহীত
ভ্রমণের জন্য এসব উন্মুক্ত মনোহর দাঁড়িয়ে রয়েছে । ঘুরতে আসার নিমন্ত্রণ করা গেলো।






মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


ভোলা ভালো মানুষের যায়গা; তোফায়েল আহমেদ কোন প্রতিষ্ঠা নয় যে, শেখ সাহেবকে কোন উপাধি উনি দিতে পারেন। তোফায়েল আহমদের দেয়া উপাধি শেখের নামের সাথে ব্যবহার করা বেকুবী। শাহজাহান সিরাজ অসৎ মানুষ ছিলেন।

ভোলায় মহিষ আছে?

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

এম ডি মুসা বলেছেন: আপনি একটা বাজে,, মন্তব্য করলেন,

২| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৯

জগতারন বলেছেন:
ভোলার কিছু ছাত্র আমাদের সাথে SOSU-তে পড়তো। তাহাদের সমগোত্রীয় কিছু কার্যকলাপের জন্য তাহাদের আমরা ভোলা পার্টি বলে আলাদা করে কিছু বুঝাইতে চাইতাম যাহা এখানে উল্লেখ করা যাবে না।

তা ছাড়া ভোলা বাসিরা তো এমনিতেই বরিশাইল্লা।

SOSU- Southeastern Oklahoma State University, Durant, Oklahoma, USA

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০০

জগতারন বলেছেন:
ভোলার কিছু ছাত্র আমাদের সাথে SOSU-তে পড়তো। তাহাদের সমগোত্রীয় কিছু কার্যকলাপের জন্য তাহাদের আমরা ভোলা পার্টি বলে আলাদা করে কিছু বুঝাইতে চাইতাম যাহা এখানে উল্লেখ করা যাবে না।

তা ছাড়া ভোলা বাসিরা তো এমনিতেই বরিশাইল্লা।

SOSU- Southeastern Oklahoma State University, Durant, Oklahoma, USA

৪| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০০

শের শায়রী বলেছেন: আমি ভোলার না কিন্তু বাবার চাকুরী সুত্রে এক সময় ভোলা ছিলাম, সেকারনে আমি ভোলা জিলা স্কুল থেকে পাশ করেছি অনেক অনেক আগে। ভোলার প্রতি আমার আলাদা একটা দূর্বলতা সব সময়ই। নষ্টালজিক হয়ে যাই।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৬

এম ডি মুসা বলেছেন: মোস্তফা কামাল
কবি মোজাম্মেল হক,
তোফায়েল আহমেদ (এমপি)
মরহুম মোশারফ হোসেন শাহজাহান (এমপি)
নাজিউর রহমান মন্জু ( এমপি)
মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)
খান বাহাদুর নুরুজ্জামান
নলিনী দাস (ব্রিটিশ বিরোধি বিপ্লবি)
এডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন
কবি নাসির আহমেদ
মোহাম্মদ আবদুল মুহিত
শহিদ মোতাহার উদ্দিন মাস্টার
অধ্যক্ষ ফারুকুর রহমান
আন্দালিব রহমান (এমপি)
অধ্যক্ষ নজরুল ইসলাম ( এমপি)
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)
নাজিম উদ্দিন আলম (এমপি)
আমিনুল হক( ফুটবলার )
এ কেমকবুল আহমেদ
মোঃ হোসেন চৌধুরী
তৌসিফ (অভিনেতা)
ডাঃ আজাহার উদ্দিন আহমদ
আজিজুদ্দিন আহমদ
আবদুল হাই চৌধুরী
এম. মোকাম্মেল হক
আলহাজ্ব হাফীজ ইব্রাহিম এমপি
. আলহাজ্ব আসলাম মৌলভী

(সমাজ সেবক ও তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ব্রিটিশ সরকারের দেয়া গোল্ড মেডেল প্রাপ্ত)

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৭

এম ডি মুসা বলেছেন: এরা সবাই ভোলার ই সুত্র উইকি....

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪২

এম ডি মুসা বলেছেন: ভোলার মানুষ অনেক, ভালো আমরা বিশ্বাস করি।
আমাদের কথা অনেক শুদ্ধ ভাষা স্পষ্ট ভাষী ।
ভোলা একজন বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল ।।
একজন ব্রিটিশ বিরোধী এই ভোলার
এভারেস্ট জয়ী এম মুহিত ।

৫| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


১ নং মন্তব্যে টাইপো:

*প্রতিষ্ঠান নয় যে

৬| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২৯

শের শায়রী বলেছেন: প্রতিটা জেলায় নাম করা লোক থাকে তাদের দিয়ে জেলার বিচার হয় না, জেলার সাধারন মানুষ দিয়ে তাদের ব্যবহার দিয়ে, আর আমি এখানে লিখছি স্কুলে পড়ার সুবাদে ভোলার প্রতি আমার টান আছে এর বেশী কিছু না। আর আপনি যে সব বিখ্যাত ব্যাক্তিদের নাম লিখছেন তাদের একজন আমার প্রথম সার্কেল আত্মীয়। তার মানে এই না যে আমিও বিরাট কিছু।

ধণ্যবাদ আপনাকে।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৬

এম ডি মুসা বলেছেন: বেশ ভালো তবে পূর্ব মন্তব্য থেকে বলা

৭| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:


ভোলায় সামুদ্রিক মাছ ধরা পড়ে?

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৩

এম ডি মুসা বলেছেন: দেশের সিংহভাগ ইলিশ পাওয়া যায়, দেশের আমিষ পূরণে বিশেষ ভূমিকা রাখএ
সেটা অবশ্য জানা আছে আপনার এবং সকলের ।। ইলিশ এখন কিন্তু বয়লার পদ্ধতি চাষ করেনা
এবং সামুদ্রিক মাছ। প্রাকৃতিক মাছ। সুযোগ থাকলে মনে হয় খামারে ইলিশ চাষ করে
মানুষের এখন বয়লার মত খাবার খাওয়ায়ে দেশের চাহিদা পূরণ করা জন্য লাগত।
আর মানুষের সঠিক প্রাকৃতিক সৃষ্টির মাছ পাওয়া মুশকিল হত। এবং বয়লারের একটি মাছ হত
যা সাস্থের কতটুকু উপকার অপকারে লক্ষ্য হত। কিন্তু ইলিশ কে করা সম্ভব না....

৮| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

ডঃ এম এ আলী বলেছেন:
ভোলার দর্শনীয় কিছু স্থানের চিত্র দেখে ভাল লাগল ।
আপনার পোষ্টের অনুরণনে খুঁজে খুঁজে ইউটিউব হতে
খামার বাড়ি চরফ্যাশন! ভোলা প্রকৃতিক সৌন্দর্যের লীলাভুমির কিছু লাইভ ভিডিও চিত্র দেখলাম । চরফ্যাশনের প্রত্যন্ত এলাকায় এমন একটি বৃহত আকারের নয়নাভিরাম খামারবাড়ী গড়ে তোলা হয়েছে দেখে খুব ভাল লাগল । এটা নিস্সন্দেহে একটি প্রসংসীয় প্রকল্প । এমন খামারবাড়ী দেশের প্রতিটি জেলায় গড়ে তোলা হলে খুবই ভাল হয়।
শুভচ্ছা রইল

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

এম ডি মুসা বলেছেন: বলেছেন: প্রকৃতির ....লীলাবতী চরফ্যাশন, ভোলাকে কুইন অফ আইল্যান্ড নাম করণ করা হয়েছিল ।।
চরফ্যাশন টাওয়ার এর লোকেশনে থেকে অনেক প্রাকৃতিক দৃশ্য অনুভব করা যায় ।
চর কুকরি মুকরি নারিকেল বাগান, খুব সুন্দর চিত্র ধারণ করে, যারা আসছে । তারাই বলতে পারবে ইউটিউব আছে।
চরফ্যাশন টাওয়ার থেকে চরফ্যাশন উপজেলার থেকে , খামার বাড়ি- ভাড়া, ৫০ /এর নিচে।
ভোলার জেলার না , বেতুয়া লন্জ ঘাটের , সল্প খরচের যানাবাহনে সরাসরি চরফ্যাশন আসতে পারা যায় ।
ভোলা দিয়ে আসার পথ ব্যয় বহুল খরচ। যারা আসবে ছুটির সময়, অবশ্য ভালো লাগার কথা।।

৯| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব স্থানেই ভালো মন্দ থাকে।

তবেভৌৌগলিক অবস্থানগত বৈশিষ্ট্যে ভোলা হতে অনন্য। ব্যক্তিক একক টাওযারের চেয়ে সমনন্বিত পর্যটন পররিকল্পনায় যদি দারুন করে সাজানো হয়... শুধূ দেশ নয় বিদেশী পর্যটকওো টানতে পারবে।
কিন্তু ভোলার মানুষদেরও তেমনি উদার বান্ধব হতে হবে।

ব্রীর শ্রেষ্ঠ মোস্থফা কামালের জন্মভূমি অবশ্যই সকলের শ্রদ্ধার।
সেই চেতনা ধরে রাখার দায়িত্ব ভোলাবাসীর :)


২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

এম ডি মুসা বলেছেন: আমরা কোন বীর শ্রেষ্ঠ সম্মান করব , ৬৪ জেলার ৬৪ জন বীর শ্রেষ্ঠ হয়নি।
মাত্র সাত জন, আমাদের সর্বোচ্চ গর্ব, আমার বিনীত সম্মান, আমাদের ভোলার সূর্য হয়ে জ্বলবে
বাংলার আকাশে। তার ঋণ কখনো শোধ করতে পারবনা।

১০| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ভোলা আমি কখনও যাই নি।
ইনশাল্লাহ যাবো।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে নিমন্ত্রণ আসার ব্যাক্ত করার।
সুন্দর একটি মন্তব্য থেকে আমাদের পোস্ট ইতিহাস ঐতিহ্য কে
বেগবান করে সমৃদ্ধ করে , বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করে।
বিছিন্ন ব দ্বীপ এখন প্রাকৃতিক এর সাথে আধুনিক, যোগ করার জন্য
নির্মল সস্তি ফিরে পাওয়ার একটি উত্তম স্থান মানুষ পেতে পারে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.