নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

জাতি বিভেদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৬




বিশ্ব সমাজ এক করিবার মন্ত্র গুলি কোথায় গেল,
জাতি বেদে চলছে লড়াই মানুষ গুলা কই পালালো।
সকল জাতি সকল জ্ঞাতি বর্ণ মিলে কেন ভেদাভেদ,
দলে দলে বিভক্ত হয় ধর্ম নিয়ে চলছে বিভেদ।

আমরা সবাই এক কাতারে চলো দাঁড়াই মানুষ হয়ে,
মানুষ হয়ে যাবে কেনো মানুষ জাতির হৃদয় ক্ষয়ে।
বনের যত হিংস্র প্রাণী দেখি টিভির সিরিয়ালে,
এক জাতিরই বর্ণ প্রাণী দাঁত মারেনা ছোবয়ালে।
আমার দেহ তোমার দেহে একই রঙিন রক্ত চলে,
আমরা কেন মানুষ হয়ে বুঝি নাই ওই গায়ের বলে।

উপাসনা মানুষ জনের অন্তর্গত তৈরির ফর্তা,
ওখানেতে বাসযে করে স্রষ্টা যিনি সৃষ্টিকর্তা।
ভাঙলে কেনো উপাসনা পুড়িয়ে দিলে মসজিদ খানা
হাজার জনের অন্তর্গত আঘাত দিলে বাবু সোনা।

কিভেবেছ উঠে গেছো মানুষ ছেড়ে আকাশ সিঁড়ি
শূন্য হলে দেহের পোষা যাবে শক্তি বিভেদ ছিঁড়ি ।
কোস্তাকুস্তি বাদ দিয়ে দাও মানুষ তুমি পরিচয় হোক
মনীষী হও ইতিহাসে চির জাতির হও দিব্বি লোক।
তোরা আবার মানুষ হনা মানুষের ওই দোর দুয়ারে
হনুমানের পতাকাটা মানুষ্য ঠাঁই মেলা ভারে।


ছবি নয়াদিগান্ত পত্রিকা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ ভালো রাখুক।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



দরকারী বিষয় লিখতে গেলে কি কবিতা এসে যায়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

এম ডি মুসা বলেছেন: গাজী ভাই আপনার মন্তব্য কি রম্য মাঝে মাঝে
খারাপ লাগে - তবু যার যার বিষয় কবির ভাষায় তার বক্তব্য
লেখকের ভাষা তার বক্তব্য ....
আপনি জানেন ব্যাপার টা তবু বললেন

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: উই পোকা দেখলে আমরা টিপে মারি না,মায়া হয়।নিরীহ নরম প্রানী।ওর শক্তি কত টুকু?কিন্তু একটা উই পোকা থেকে লক্ষ লক্ষ উই পোকা জন্ম নেয়।কেটে ছারখার করে সব কিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.