নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

পেট যুদ্ধ

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

আমার ঘরে ভাতের পাতিল ফুরিয়ে গেলো
এখন আমার ঘরে উঠল ভাতের দাবি,
ভাতের জন্য কাজের খোঁজে বেরিয়ে গেলাম
ভাত নাহলে আগামী কাল পেটকি খাবি?


ভাতের সাথে কাজের মাঝে গভীর চুম্বন
কাজ না হলে ভাত জোটে না কারো ঘরে,
কাজের জন্য খবর দিলাম নোটিশ বোর্ডে
বন্ধু কাছে টেলিফোনে বারে বারে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: প্রথম চার লাইন ভালোই লাগলো। দ্বিতীয় চার লাইন অপেক্ষাকৃত দুর্বল।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

এম ডি মুসা বলেছেন: আমার চোখে পড়ে নাই। সাগরের ঢেউয়ের মত কোথায় উঁচু কোথায় নিচু
টেউ তরঙ্গের মত। আমার দীর্ঘ কবিতা এখানে মাত্র কয়েক লাইন দিয়েছি

২| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা টি খুবই ভালো লাগলো।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯

এম ডি মুসা বলেছেন: ভাই রাজিব নূর,
আপনার নূর অর্থ আলো
সেই আলো দিয়ে দেখে ফেলেছেন
সুন্দর কবিতা টি ধন্যবাদ

৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর। কাজ না করলে পেট উপোষ করবে

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৮

এম ডি মুসা বলেছেন: ছবি, আপু কৃতজ্ঞতা, ভালোবাসা জানাবেন

৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: পেটের জন্যই মানুষের এত কাজ এত ব্যস্ততা...

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

এম ডি মুসা বলেছেন: ঠিক ভাই,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.