নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে আপনার সন্তান

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২০



আধুনিকের ছোঁয়ায় সহজ করেছে সকল পন্থা,
-কেনাকাটা থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমঃ-
এখন আধুনিক প্রযুক্তির বিকাশের যুগ বলা হয় এখন
মোবাইল, ইন্টারনেট, ইমেইল , ই বুক সহ , ই কমার্স
সহ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে আধুনিক প্রযুক্তি।

সবকিছুতে একটি সুফল দিক আছে এবং কুফল দিক
আছে , তথ্য প্রযুক্তি উপাদান এর ভেতরে, যোগাযোগ
অন্যতম হচ্ছে ফেসবুক, এবং ইমো ,সকল স্তরের ইউজ করে ফেজবুক,/ ইমো/ এই ফেসবুকের

সুফল দিক গুলো তুলে ধরা হলোঃ
১।হারিয়ে যাওয়া বন্ধু কে খুঁজে পাওয়া যাচ্ছে
কাছে দূরে সকল বন্ধ বান্ধব যোগাযোগ করতে পারছে
২। সংবাদ পত্র,মনের কথা প্রকাশ করতে পারছে
গল্প কবিতা, গোষ্ঠী বদ্ধ হতে এবং মতামত মন্তব্য করছে, প্রকাশ করছে আবেগ অনুভূতি।
৩। দৈনিক ঘটে যাওয়া ঘটনা জানার সুবিধা পাচ্ছে,
ছবি, ভিডিও শেয়ার হচ্ছে

যারা ফেসবুক ব্যবহার করেন সবাই জানেন‌ সুফল দিকঃ-
এর বাইরে কুফল দিক কি কি আপনি জানেন?
এটা জানা উচিত যদি সচেতন নাগরিক বা ব্যক্তি
হয়ে থাকেন,

১। আপনার ছেলে মেয়ে ফেসবুক খুলেই মেসেঞ্জার ইনবক্স কি করে দেখেছেন?

২। রাত ১টার পরে ঘন্টা পর ঘন্টা রাত জেগে
মেসেঞ্জারে কি করে দেখছেন
অডিও ভিডিও কল আর কি টেক্সট করে?

৩। মিথ্যা বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সেখানে
কি হচ্ছে দেখেন ফেসবুকে ?
তা কিছু দিন পর ব্রেকাপ হবার পর, দিশেহারা হচ্ছে আপনার মেয়ে বা ছেলে।

৪। আপনার মেয়ে ধরে আছেন ঠিকঠাক মত পড়াশোনা করে, দেখেছেন রাত নিশি রাত
কার সাথে ইনবক্স করে??? পরীক্ষা করতে ফেক আইডি খুলে রাতে চেক করুন তার!

৫। আপনার ছেলে কি করে বেরাচ্ছে নষ্ট করে কার ফ্যামিলি ইজ্জত
আপনি জিজ্ঞেস করেন তার কি বিয়ে করার বয়স হয়েছে নয়ত এসব করে কেন???

৬। গুজব ছড়ানো সহ ভিডিও ইডেটিং করে নানা উগ্র মেজাজের জড়িয়ে পড়ে,
আপনার সন্তান কে আপনি মানুষ বানানোর চেষ্টায় ঘুম যান না আপনার সন্তান আছে কি নিয়ে??

ইমাদ মুসা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: ইয়েস। গুড পোষ্ট।

২| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০২

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৮

ওমেরা বলেছেন: আচ্ছা ! তাহলে এখন কি করতে হবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.