নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

হিংস্র থেকে বাঁচার প্রার্থনা

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৯

অনাদরি সন্তান যে লড়াই করছি সমাজের এক ক্যান্সারের সাথে,
আইন মানুষ বন্ধু কেউ দেখি নাই কই মানবতা কোথায় ঈমানী
কোথায় রয়েছে তারা এত চুপ কেনে দরদি কথার মানুষের দল

মসজিদে গিয়ে বসো মাথায় টুপিটা দেখাচ্ছে ঈমান তোমার আয়ত্তে
সাংবাদিক কোথায় দেখিনা কাউকে আপনি সত্যের জাগ্রত মানুষ
এক জন্তুর সংসারে বসবাস করি জন্তুকে মানুষ বলে দেখি কারা

তারা কি আদৌ মানুষ মানুষের কিছু আছে কি দেখেন তাদের ভিতরে
পৃথিবী টা কি তাদের নাকি সকলের মানুষের জন্য অমানুষ কেনে?
ইতিহাস দেখো সংসারের জন্তু বিপদের থেকে করেছি উদ্ধার
কিছু দিন আগে নিজ মনোবল দিয়েই করেছি মঙ্গল প্রার্থনা।
একজন চিকিৎসক বড় প্রয়োজন ক্যান্সার থেকে আরোগ্য লাভের
আমি জানি না এখন কোথায় আছেন কার কাছে যাই আমি অসহায়

মোঃ মুসা, পূর্ব শশীভূষণ চরফ্যাসন ভোলা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হোক পৃথিবী
গড়ে উঠুক ন্যায়নীতি

৩| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.