নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মানুষত্য

২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মানুষ বলতে কোনো একটা জীবকে বুঝি,
আমি মানুষ বলতে মানুষ সত্যকে খুঁজি।
- মোঃ মুসা

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: মানুষ আশরাফুল মাখলুকাত। বর্তমান দুনিয়ায় আশরাফুল মাখলুকাত বলতে পারার মত মানুষের বড় অভাব!

২| ২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

এম ডি মুসা বলেছেন: জ্বে ভাইজান

৩| ২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

বিজন রয় বলেছেন: বাংলাদেশের মানুষ কি আলাদা কোন জীব কবি?

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০

এম ডি মুসা বলেছেন: মানুষত্য উপরে ডিফেন্স করে

৪| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট পোস্ট আরও একটু ব্যাখ্যা থাকলে ভাল হতো। তবে সে যাই হোক
মনুষ্যত্ব বলাটাই শ্রেয়।

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২১

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন,, আমি লেখা টি ফুল দিতে পারি নাই,, এই বলে দুঃখিত

৫| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত ছোট ক্যান

৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৬

এম ডি মুসা বলেছেন: এই পৃথিবীর মঞ্চে/ উপস্থিত সুধী
কেউকে খুঁজি না আজ/, মানুষের মধ্যে,
মানুষ সত্য কে খুঁজি/ কতটুকু মেলে
জীবন বৃত্তান্ত জুড়ে/ আছে কি সান্নিধ্যে।
জাতি ,ধর্ম ,বর্ণ ,গোত্র/ কোনো পরিচয়
আমার জানার ইচ্ছা/ না আছে পোষণ,
আমি চাই তার মধ্যে/ কতটুকু সত্য
কত মানুষ সত্যকে /করেছে গ্রহণ।
আমি মানুষের মুখ/ খুঁজতে আসিনি
খুঁজতে এসেছি সেই/ এক
পবিত্র হৃদয়ে এক/ উজ্জ্বল প্রজ্বলে
মানুষের হাসি মুখে/ অমলিনে পোক্ত।
মানুষ বলতে এক/যে জীবকে বুঝি,
আমি মানুষের মধ্যে /মানুষত্য খুঁজি
সময় ছিলনা দিতে পারিনা

৬| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:


নতুন ধরণের রুবাইয়াৎ, আধা খাইয়াম?

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৩

এম ডি মুসা বলেছেন: জানিনা কম জ্ঞান নিয়ে লেখি

৭| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫১

সাগর কলা বলেছেন: - পিচ্চি কবিতা। হা হা হা হা হা।

৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৭

এম ডি মুসা বলেছেন: এই পৃথিবীর মঞ্চে/ উপস্থিত সুধী
কেউকে খুঁজি না আজ/, মানুষের মধ্যে,
মানুষ সত্য কে খুঁজি/ কতটুকু মেলে
জীবন বৃত্তান্ত জুড়ে/ আছে কি সান্নিধ্যে।
জাতি ,ধর্ম ,বর্ণ ,গোত্র/ কোনো পরিচয়
আমার জানার ইচ্ছা/ না আছে পোষণ,
আমি চাই তার মধ্যে/ কতটুকু সত্য
কত মানুষ সত্যকে /করেছে গ্রহণ।
আমি মানুষের মুখ/ খুঁজতে আসিনি
খুঁজতে এসেছি সেই/ এক
পবিত্র হৃদয়ে এক/ উজ্জ্বল প্রজ্বলে
মানুষের হাসি মুখে/ অমলিনে পোক্ত।
মানুষ বলতে এক/যে জীবকে বুঝি,
আমি মানুষের মধ্যে /মানুষত্য খুঁজি।
৮+৬ অক্ষরবৃত্ত
- মোঃ মুসা

৮| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.