নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ঈদ মানে আনন্দ ঈদ মানে আবার দুঃখ

০১ লা মে, ২০২২ বিকাল ৪:০১

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদ মূলতঃ আসে শিশুদের মনে বেশিরভাগ
কন্যাদের,এবং মহিলাদের। আর এই ঈদকে আয়োজন করতে অভিভাবক বা গৃহকর্তা যিনি
সবাইকে ঈদের খুশি করতে করতেই ক্লান্ত।


উচ্চবিত্ত পরিবারের সদস্যদের ঈদঃ
আমরা সকলেই জানি উচ্চবিত্ত পরিবারের সদস্যদের ঈদের সঙ্গে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের
ঈদের পার্থক্য অনেক। উচ্চবিত্ত পরিবারের সদস্যদের ঈদের বাজেট অনেক বড়, কেউ কেউ ঈদ করতে
বিদেশে ইতিমধ্যে চলে গেছেন। তাদের ঈদ আনন্দ একদিনের যা খরচ হয় নিম্নবিত্ত বার্ষিক গড়ে
এক বছরে মোট খরচের এক তৃতীয় অংশ। আমার ধারণা।।


নিম্নবিত্ত পরিবারের সদস্যদের ঈদঃ
আমরা অনেকেই জানি, মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ঈদঃ এবং নিম্নবিত্ত পরিবারের ঈদ,
হয়তো নিত্যদিনের কেনাকাটা চেয়ে একটু বেশি কেনাকাটা করে থাকেন
মধ্যবিত্ত শ্রেণীর এবং নিম্নবিত্ত শ্রেণীর।


ঈদ মানে ধনীদের দুঃখঃ এই দুঃখ শুধু গরিবের তা নয় ধনীদের, শিল্পপতির,
এবং ব্যবসায়ীদের যে যার অবস্থানে মুনাফা কম হলে বা লাভ কম হলে ,
দুঃখ প্রকাশ করে থাকে।।


ঈদ মানে গরিবের দুঃখ....

এই দুঃখ হৃদয় বিদারক দৃশ্যের ঘটনা, বাস্তব এর ক্ষেত্রে মর্মান্তিক বাস্তব উপন্যাস
অনেকে ঈদের, ছুটি পান না, বেতন পান নাই, পরিবারের ঈদ মাটি। আবার
অনেকের ঈদে কেনাকাটা করার মত টাকা নেই। কেউকে বলতে পারে না ।
সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের গোপনে কান্না ধরে রাখতে পারে না।
ঘরের ভেতর যারা সংসারে ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে তারা ঈদ কে
ঈদ না মনে করে পরিস্থিতি নিজেকে মেনে নিয়ে কোন একভাবে কাটিয়ে দেন।

অবুঝ শিশুঃ ছেলে মেয়ে তারা জানে না বাবার টাকা নেই তারা সব ছেলে মেয়েদের মত
ঈদের নতুন জামা কাপড়, জুতা চায়।তাদের না এনে দেওয়ার তার, ঈদ আনন্দ মাটি
আর কান্না বোঝানোর মত ক্ষমতা আমার নেই।

আসুন তাদের পাশে দাঁড়াইঃ গোপনে তাকে সাহায্য করি । টাকা দিয়ে হোক আর কেনাকাটা দিয়ে হোক।
গোপনে দিলে তার আত্মমর্যাদা রক্ষা হয়, সমাজে কাছে সে ছোট হয় না।
আপনি তাকে সাহায্য করেছেন , আল্লাহ খুশি আল্লাহ দেখলেই হবে।
মোবাইল ছবি করে ফেসবুক পোস্ট করে জনপ্রিয়তা অর্জন মধ্যে সার্থকতা নেই।
এই মহৎ ক্ষণিকের, সামান্য গোপনে সাহায্য করে
মহৎ মনের মানুষ হতে পারেন শুধু একটা আত্নবিশ্বাস থেকে।।

সবার ঈদ ভালো কাটুক

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২২ বিকাল ৫:৪৬

কালো যাদুকর বলেছেন: ঈদের প্রকৃত অর্থ আমরা বুঝি না ৷ আপনার লেখাটিতে সমাজের সেই চিত্রটি ফুটে উঠেছে।
তবে গরীবের ঈদ ও অবুঝ শিশুদের দুঃখ এই দুইটি বিষয়ে সমাজের একটি দায়িত্ব থাকা উচিত ৷ যেমন ঈদের সময় বেশী ছুটি , বোনাস দিয়ে দেয়া উচিত ৷ জামা কাপড় ইত্যাদির দাম কমানো উঠিত |

০১ লা মে, ২০২২ রাত ৮:৪৯

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন একমত আপনার কথায়।

২| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:১০

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের অধিকাংশ মানুষই ঈদের আনন্দ উপভোগ করতে পারেনা। ঈদ মানে কারো কারো কাছে এক বিভাষীকার নাম!

০১ লা মে, ২০২২ রাত ৮:৪৯

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন

৩| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:


দরিদ্রদের জন্য জীবনটাই কষ্টকর; মুসলিম দেশগুলোতে দারিদ্রতা দুরীকরণের সঠিক কোন পদক্ষেপ নেই।

০১ লা মে, ২০২২ রাত ৮:৫১

এম ডি মুসা বলেছেন: দেশের সরকারের, দুর্নীতি মুক্ত হতে হবে। সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে, ইউরোপ আমেরিকা কিভাবে দেশ চালাচ্ছে তাদের দেখতে হবে

৪| ০১ লা মে, ২০২২ রাত ৮:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: গরীবের আবার ঈদ কি?

০২ রা মে, ২০২২ সকাল ১১:০৯

এম ডি মুসা বলেছেন: তাই নাকি

৫| ০১ লা মে, ২০২২ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সব মানুষের জন্যই ঈদ।
স্থান আর পাত্র ভেদে তার চিত্র শুধু আলাদা।
ঈদে যখন এক রিকশাচালক বাবা তার শিশু পুত্র-কন্যাকে পিছনে বসিয়ে বিকেলে ঘুরতে বের হয়। সেই আনন্দের কোনো তুলনা হয় না।
তবুও কিছু ভিন্ন দুঃখবোধতো থেকেই যায়।

০২ রা মে, ২০২২ সকাল ১১:০৬

এম ডি মুসা বলেছেন: জ্বী ভাই

৬| ০১ লা মে, ২০২২ রাত ১০:৩৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

ঈদ সবার জীবনে সুখ নিয়ে আসুক এই কামনা।

০২ রা মে, ২০২২ সকাল ১১:০৭

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন

৭| ০১ লা মে, ২০২২ রাত ১০:৩৬

রানার ব্লগ বলেছেন: ঈদ মানে কিছুই না!!

০২ রা মে, ২০২২ সকাল ১১:০৭

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন, কারো কাছে ঈদ মানে অনেক কিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.