নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৮


ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ,

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী,
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ,

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা,
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ

-(কাজী নজরুল ইসলাম, রচনা করেছেন ১৯৩১)
ঈদ মোবারক

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

আশিকি ৪ বলেছেন: ইদ মানে বৈষম্য। বড়লোক হাসে গরিব কাঁদতে থাকতে। এগুলো কে খুশি বলে? নজরুল ভুল বলচেন। বলা উচিত চিল ওমণ রমজানের রুজার শেষে ইলো বৈষম্যের ইদ।

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

এম ডি মুসা বলেছেন: তবু ও ঈদ মোবারক ভাই

২| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: আমার কাছে মনে হয়েছে, নজরুলের এ গানটি সুন্দরতম গেয়েছেন সতীনাথ মুখপাধ্যায়, এখানেঃ

https://www.youtube.com/watch?v=4V3NqvjX0TE

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

এম ডি মুসা বলেছেন: শুনলাম তবে, সেই করুণ কন্ঠ দারূণ ,, ঈদ মোবারক

৩| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

নজসু বলেছেন:


ঈদ মোবারক

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২২

এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক

৪| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

জ্যাকেল বলেছেন: সতীনাথ মুখার্জী'র কন্ঠে যেন অরিজিনাল ঈদের ছোঁয়াটা পাওয়া গেল। ধন্যবাদ খায়রুল আহসান।

সকলকে ঈদ মোবারক!

ঈদের মহিমা হল পাশের দুঃখী মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। অন্তত একদিন হলেও দেখতে পাওয়া যায় বৈষম্যের শেকল ভেঙে অনেক ধনী পরিবার গরিবদের পাশে এসে দাঁড়িয়েছে। এটাই ঈদ, এটাই প্রকৃত আনন্দ।

০২ রা মে, ২০২২ রাত ৯:৫৩

এম ডি মুসা বলেছেন: কে কি দিলো আর না দিলো , ভুইল্যা যাই, ঈদের শুভেচ্ছা । নেবেন। (ইদ মোবারক আসসালাম)
ঈদের সালামি পাঠিয়ে দিন

৫| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



আপনার নিজের কবিতা কোথায়?

ঈদের শুভেচ্ছা।

০২ রা মে, ২০২২ রাত ৯:৪২

এম ডি মুসা বলেছেন: আসেন সকাল বেলা কোলাকুলি করি, ইদ মোবারক

৬| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা, শত বছর আগের নজরুলের যেই অমর আহবান!
যদি সামান্যটুকুও অনুভব করতো মানুষ-যাদের আল্লাহ পরীক্ষার জন্যই দুনিয়াতে অন্যের চেয়ে সক্ষমতা বেশি দিয়েছেন!
তবে বদলে যেত এই সমাজ! মানুষের মূখে থাকতো প্রকৃত ঈদের হাসি, খুশির হাসি

যে যার অন্তর থেকে, অবস্থান থেকে আসুন ধারন করি কথাগুলোর অর্থ-
তবেই ঈদ হবে ঈদ

ঈদ মোবারক

০২ রা মে, ২০২২ রাত ৯:৪৫

এম ডি মুসা বলেছেন: নজরুল একজন সত্যিকারের কবি ছিলেন, সাধারণ মানুষের কথা বলেছেন! পৃথিবীতে
সাধারন মানুষের সংখ্যা বেশি, আমি মনে করি তার ভক্ত সংখ্যা ও তুলনা মূলক বেশি।
১৯৩১ সাল বর্তমান ২০২২ তবু তার গানটি , ইসলাম যতদিন মানুষ রোজা পালন করবে
তার গানটি বাংলাদেশ চলবে,,
ইদ মোবারক ভাইজান ,, দাওয়াত রইলো

৭| ০২ রা মে, ২০২২ রাত ৮:৫৯

জুল ভার্ন বলেছেন: তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

"ঈদ মোবারাক‌"

০২ রা মে, ২০২২ রাত ৯:৪৮

এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক ভাইজান, ইদের আন্তরিক শুভেচ্ছা স্ব ফ্যামিলি দাওয়াত রইলো।
যদিও আমি নিজেই রান্না করি, তাই চলে আসবেন।।

৮| ০২ রা মে, ২০২২ রাত ১০:২৮

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

সবার জীবনে কল্যাণ বয়ে আনুক ঈদ।

০২ রা মে, ২০২২ রাত ১১:২৫

এম ডি মুসা বলেছেন: (ইদ মোবারক আসসালাম)

৯| ০২ রা মে, ২০২২ রাত ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: এই গানের সঙ্গে শৈশবের স্মৃতি বিজড়িত।ফিরদৌসি রহমানের বিখ্যাত এই গানটির লিংক দিলে এইখানেই আরেকবার শৈশবের স্মৃতি খুঁজে পেতাম।আহা! এমন অনুভূতি সারা জীবনে ভোলার নয়।

০৩ রা মে, ২০২২ ভোর ৫:৫৯

এম ডি মুসা বলেছেন: ইদের শুভেচ্ছা, ইদ মোবারক

১০| ০৩ রা মে, ২০২২ রাত ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদুল ফিতরের শ্রেষ্ঠ গান বাংলায়

০৩ রা মে, ২০২২ ভোর ৫:৪১

এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক!

১১| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল ভাই।

০৩ রা মে, ২০২২ রাত ১১:০৮

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা

১২| ০৩ রা মে, ২০২২ রাত ৯:৩৭

সাগর কলা বলেছেন: - ঈদ মুবারক।

০৩ রা মে, ২০২২ রাত ১১:০৮

এম ডি মুসা বলেছেন: ইদের শুভেচ্ছা ইদ ভালো কাটুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.