নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ভদ্রতা কবিতা

০৭ ই মে, ২০২২ রাত ৮:৪৮


সুরতে করেছে তাকে শালীন মার্জনা
সমস্ত শরীরে করো কি অনুশীলন,
পাঞ্জাবি ফতুয়া শার্টে কষেছ ভদ্রতা
ভদ্রতা নামে শরীরে দেও প্রলেপন।

সুরূতে ভদ্রতা নেই ভদ্রতা মুখেতে
ভদ্রতা চোখের মধ্যে ভদ্রতা চলায়,
ভদ্রতা কথার মধ্যে ভঙ্গিতে ভঙ্গিতে
ভদ্রতা আছে আচারে মনের বলয়।

সুরতে মেলায় যদি মন্দ আচরণ
টাই বেঁধে ইন করে ভদ্রতা দেখায়,
পাঞ্জাবি,বোরকা পরে দেখাও ভদ্রতা
ভদ্রতা কাজেই তোমার ফুটিয়ে তোলায়।
- মোঃ মুসা

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



খনার বচন, নাকি কবিতা?

০৭ ই মে, ২০২২ রাত ৯:০৪

এম ডি মুসা বলেছেন: শ্রদ্ধেয় গাজী ভাই,, যেহেতু ছন্দ আছে ৮+৬ মাত্রা আছে
কবিতা ই হবে,, সুরতো শব্দ টি হিন্দি।। নয়তো বাকি সব পরিচিত বাংলা অভিধান থেকে নেয়া

২| ০৭ ই মে, ২০২২ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: বোল্ড করে পোস্ট দেওয়া ঠিক নয়।

কবিতাগুলো কি আরো একটু মন দিয়ে সময় নিয়ে লিখবেন?

০৭ ই মে, ২০২২ রাত ১১:০৩

এম ডি মুসা বলেছেন: আমি মনোযোগ দিয়ে লেখা, ছন্দ মাত্রা নিখুঁত ভাবে লিখি,,।‌ অর্থহীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।।
আর বিতর্ক জড়িয়ে যেতে চাইনা।। আমি বর্তমানে কবি, যাদের তাদের অনেকেই দিয়ে লেখা যাচাই করেছি।।
তাদের সাথে ফেসবুকে যোগাযোগ আছে। আশাকরি বুঝতে পারছেন। ধন্যবাদ ভালো থাকবেন।।

৩| ০৮ ই মে, ২০২২ সকাল ১১:৪৩

অর্ক বলেছেন: ভালো কবিতা। ভালো উদ্দেশ্যে ও অর্থ। শুভেচ্ছা থাকলো। আরও লিখুন। বিজন রয়ের মন্তব্যটা আপত্তিকর। এভাবে বলতেই পারে না সে। অহেতুক মাতব্বরি ফলানো।

অন্যের কথায় কান দিবেন না। নিজের মতো চর্চা চালিয়ে যান। আন্তরিক শুভেচ্ছা থাকলো। লক্ষ্যে এগিয়ে চলুন। কবিতার আগুনে ভস্মীভূত হোক সব অশুভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.