নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু্

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২০

এপার ওপার দু কুল বাসির
ছিলনা আর হেতু
এক করেছে এই দুটি পাড়
স্বপ্বের পদ্মা সেতু্

দুই পাড়ে দুই হলো মিলন
হয়ে গেল জোড়া,
অল্প সময়ে পৌঁছে যাব
যে বাড়ির দোরগোড়া

বাড়ির কাছের শস্য ক্ষেতের
চিড়া মুড়ি খই,
যত্ন করে পাঠিয়ে দেব
তোমার জন্য সই

আম পাঠাবো তাজা তাজা
কাঁঠাল দেবো মাসে,
জাম আমরুজ পাড়লে গাছের
পাবে হাতের কাছে

বাড়ি ভরা ফল-ফলাদি
যেই পাকা রং ধরে,
গাড়ি ভরে পাঠিয়ে দেব
যেনো তেমার ঘরে

একূল-ওকূল পর করেছে
ভয়াল পদ্মা নদী,
দূর করেছ বন্ধন ছেড়া
থামছে নিরবধি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি প্রথম পাতা সিলেক্ট করে দিন, আবার নতুন করে পোস্ট দিন।

২| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দির মনো বাসনা!
ধন্যবাদ আওঅঅনাকে।

আপনি নোটিশ দেখুন আগে,
ব্যান হয়ে থাকলে প্রথম পাতায়
পোষ্ট আসবেনা। গোফরান ভাইয়ের
কথা অনুসরণ করে দেখতে পারেন!

১৭ ই জুন, ২০২২ রাত ৮:৪৯

এম ডি মুসা বলেছেন: আমার নোটিশ বোর্ডে কোন সতর্কবার্তা নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.