নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সমাজে মানহানি নিয়ে যত কথা

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৩

চলার পথে করো মানহানি করেন নাকি? আপনি কী চলার পথে কোনো মানুষের দূর্বলতা নিয়ে ঠাট্রা উপহাস করেছেন,তাহলে এসব ছেড়ে দিন, কারণ এসব কোনো সামাজিক মানুষ করে না, আপনার সম্মান না থাকতে পারে
নিজে সম্মান অর্জন করার চেষ্টা করুণ একটু একটু করে নিজেও অনেক বড় সম্মানের মালিক হয়ে যেতে পারেন।

অফিসে মানহানি হচ্ছে নাকি আপনার কলিগের সাথে কোনো খারাপ আচরণ করেন তাহলে এসব আজকেই ছেড়ে দিন
কারণ এটা একটা বদ অভ্যাস । বদ অভ্যাস মানুষকে আপনার অবস্থান থেকে নীচে নামিয়ে দেওয়া সৃষ্টিকর্তার হুকুম।

পরিবারে মানহানি হচ্ছে নাকি আপনার বাবা কে আপনার নিজের স্বার্থের জন্য নানা স্থানে অপমান করেন নাকি? শশুর বাড়ির কথা ধরে আপনি অপমান করেন নাকি? আপনার ভাইকে প্রতিহিংসা দ্বারা অপমান করেন নাকি? তবে আমি দুই বার মানহনি স্বীকার হয়েছি
আমি কোট কাচারি করেতে যাই নাই ,,আকাশের দিকে তাকিয়ে আছি বিচার পাবো বলে এতে সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে।

শ্রমিকের সাথে খারাপ আচরণ আপনি মালিশ্কর হয়ে কী শ্রমিকের সাথে খারাপ আচরণ করেন , আসলে এটা করা উচিত না কারণ শ্রমিকের সাথে ভালো ব্যবহার দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন। জেনে রাখুন ভালো আচরণে শ্রমিক আপনার কথা অনেক সুনাম করে যা আপনার মান সম্মান বাড়বে।

ব্যাঙ্গ করছেন কাউকে কখনো? তাহলে এইসব ছেড়ে দিন কারণ ব্যাঙ্গ করা ফল অনেক খারাপ আপনার সাথে খারাপ সম্পর্ক তার সাথে তাহলে সুযোগ পাইলে তাকে নিয়ে ব্যাঙ্গ উপহাস করেন। এসব কোনো ভালো মানুষের কাজ না ।অনেকে বলে যে ভালো মানুষের দাম নেই কিন্তুু ঘিরে ফিরে দেখেন আপনার অন্তর ভালো মানুষকে খুঁজে তাহলে আপনার উচিত এসব ছেড়ে দেওয়া

ব্যক্তিগত কোন্দাল মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ মান সম্মান নষ্ট করছেন দয়া করে মানুষ হয়ে জন্ম গ্রহণ করলে ছেড়ে দিন।

ডিজিটাল মাধ্যমে বা অনালাইন বা ফেজবুক বা ব্লগ কাউকে বাজে মন্তব্য করছেন এটাও ছেড়ে দিন কারণ এটা দিয়ে বড় হওয়া যায়না কারণ মানুষ হিসেবে বাঁচতে শিখুন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



এগুলো সবগুলো ছেড়ে দিলে, করার মতো আর কি থাকছে?

২| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৮

বিষাদ সময় বলেছেন: সেই সাথে কেউ পোস্টে মন্তব্য করলে জবাব না দেয়ার অসভ্যতাটাও ছাড়তে হবে।

৩| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: যাক অনেক বুদ্ধি পরামর্শ দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.