নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মা মাটি দেশ

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬


মায়ের স্নেহের ডাক মনে পড়ে যায়
স্মৃতির দরজা ভেঙে উঁকিঝুঁকি দেয়,
শাশ্বত মমতা সেই নিঃস্বার্থ প্রীতির
আজ মা নেই কেবল দেখি ইশারায়।

মায়ের স্নেহ সহিত টানা অক্সিজেন
প্রকৃতি দিয়েছে তাতে রক্তের চূড়ায়,
আজ মা নেই কেবল সবুজ শ্যামল
ঠিকি মায়ের মতন মমতা বিলায়।

আজ মা নেই কেবল মায়ের মুখের
অক্ষর গুলো গুছিয়ে বাক্যকে! বানাই,
মায়ের কথার নামে যে দেশ হয়েছে
বাংলার ভাষার দেশ সম্মান জানাই।

মায়ের কথায় আজ কবিতা বানাই
গল্প,উপন্যাস আর কত গান গাই,
মায়ের ভাষায় আমি প্রেমের দুয়ারে
মধুর প্রস্তাব নিয়ে আকুতি জানাই।

মায়ের ভাষা কেউ কী? মানে না সংস্কৃতি
অন্যের সংস্কৃতি নিয়ে গুণগান গায়,
মায়ের ভাষার নামে আমার এদেশ
সৌভাগ্য আমার বড় প্রশান্তি জুড়ায়।

ভালোবাসি জনমের প্রকৃতির ঘাঁটি
ভালোবাসি সকাতরে হে! মা মাটি দেশ
কবিতাঃ৮ +৬ মাত্রায়

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

নয়ন বড়ুয়া বলেছেন: সনেট কবি...
চমৎকার অনুভূতি প্রকাশ করলেন...
আজ মা নেই তো কী হয়েছে! আপনি তো আছেন। আপনিই যে আপনার মায়ের ছায়া...

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

এম ডি মুসা বলেছেন: ভাবনা চিন্তা ছাড়া লিখছি দুই মিনিট কবিতা আরো সুন্দর হতে পারতো, তবে মা মাটি দেশে এক সুত্রে বা সুতোয় গাঁথা , ভাষার মাস, মায়ের মুখের শব্দ শুনি বাংলা, বাংলা আমার ভাষা ভাষার নামে দেশ , বাংলাদেশ।
পৃথিবীর ২০৬টি দেশ আছে আমার জানা বেশি নাই সবগুলো , নিজের দেশের ভাষার নামে দেশ আছে কিনা ? আমিজানিনা

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মায়ের তুলনা শুধুই মা। আমার মা আর নেই তবু তিনি স্মৃতিতে অমলিন আছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

এম ডি মুসা বলেছেন: মায়ের মত কেউ নেই জগত সংসারে বাবাও তালই হয়ে যায়, মা কখনো সন্তানকে ছেড়ে যায়না

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এই ছন্দকে কি অক্ষরবৃত্ত বলে?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯

এম ডি মুসা বলেছেন: অক্ষর বৃত্ত প্রথমে ৮ মাত্রা দিয়ে শুরু হতে পারে, অথবা ১০ মাত্রা দিয়ে শুরু করে ৮ মাত্রা নিয়ে যাওয়া যায়,
৮্=৮=৮= এই ভাবে চলতে পারে, আনলিমিটেড....।৮=৬=৪’৬; জোর সংখা দিয়ে চালাতে পারেন সমস্যা নেই।
এছাড়া ৮ =২ =৪।৬..।ইত্যাদি .....অথবা কবি সুফিয়া কামাল তাহারে পড়ে মনে, কবিতার প্রথমে দশ মত্রা পরে আট করে বা বাকি অংশে এ্ ভাবে লিখেছেন। আশা করি বুঝতে পারছেন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানে কবিতায় ৮ মাত্রা থাকলেই অক্ষর বৃত্ত? আর প্রতি লাইনে কি সমান মাত্রা থাকতে হয় না-কি এক লাইন পর পর মোট মাত্রা মিলতে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.