নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

একক ইচ্ছা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৩

অনেক রূপের ঢেউ চোখ সাঁতরিয়ে ভাসে
মনের ভেতর কিছু আমি মজুত রাখি না,
তোমার তুলনা তুমি কেবল করে চমক
মনের বাড়িতে বসা আমি ছাড়তে পারিনা।


তোমার মাঝে দেখছি এক জীবনের সাধ
তুমি ছাড়া ঘন্টা বাজে দৈবাৎ উষ্ণের আমল,
আমার হৃদয় গৃহে তন্ন তন্ন করে দ্যাখো
তুমি বিহীন কেউকে পাওয়া কী! মুশকিল।


ঘুরে ফিরে ঘুরে ফিরে কেবল ভিতরে ঢুকে
আমি কী! উড়নচণ্ডী তুমি শুধু আনাগোনা?
চোখের দরজা খুলে কেবল তোমায় দ্যাখে
হাজার বছর ধরে জানি তুমি জানা শোনা।


তোমার অঙ্গের ঢেউ ঢের অঙ্কতলে নেমে
একটা স্বীকৃতি পেতে মনকে মজুদ করা।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর কবিতা। আমি ছন্দ অত বুঝি না। আমি গল্পের মানুষ। আপনি ছন্দ মেনে লিখেন। জাস্ট জানার জন্য জিজ্ঞেস করলাম, আমল এর সাথে কি মুশকিল ছন্দ হিসাবে মেলে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

এম ডি মুসা বলেছেন: না শেষ অক্ষর সাথে মিলকে অন্তমিল বলে, এটাকে ছন্দ বলে না।
আমল সাথে মুশকিল মিলে না, উক্ত বাক্যের সাথে মিল রেখে আমি কোন শব্দ মিলাতে পারি নাই! একটা দিয়ে দিছি।
কবিতার মাত্রাকে ছন্দ বলে। অনেক রূপের ঢেউ/৮ মাত্রা
চোখ সাঁতরিয়ে ভাসে/৮ এইভাবে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আচ্ছা অনেক কিছু জানলাম। আমার মত ছন্দ, অন্তমিল না বোঝা মানুষের জন্য, ছন্দ অন্তমিল নিয়ে একটা পোস্ট দিয়েন।

মিছিল আর মুশকিল কি মিলে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

এম ডি মুসা বলেছেন: আচ্ছা চেষ্টা করবো জনাব।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

এম ডি মুসা বলেছেন: রাজীব সাহেব শুভ সন্ধা

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম সুন্দর একটি কবিতা পড়লাম। কবিতা সুন্দর হয়েছে । আরো লিখো ভাই-- আরো লিখ। শুভকামনা রইলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

এম ডি মুসা বলেছেন: তোমার জন্য ছাড়ছি / সাত রাজারই ধন/,
ছেড়ে দিছি রাগ জিদ / সেই পোষা অভিমান,
বসত ভিটা ছাড়ছি/ আমি দিয়েছি কর্তন।
তোমার জন্য ছাড়ছি/ আমি যত অপমান।


ছেড়ে দিছি দিন রাত/ শিশির ডোবা সকাল
তোমার জন্য ভুলছি/ অনেক সুন্দর মুখ,
ছেড়েছি চিন্তার ভাড়া / ছুড়েছি দূরে ফেলে
তোমার জন্য ছাড়ছি/ চোখের শীতল সুখ।


আমার পালা মনকে/ করি সীমা নির্ধারণ
চলতে দেইনি পায়ে/ উড়তে নেইনি পাখা
থাকতে চাইনি দূরে/ থাকছি বৃত্ত সুরেই
তোমার দুয়ারে নেমে/সেই প্রতিক্ষায় থাকা।


ছেড়েছি আমি সবই/ চন্দ্র মাঠের ঝলক
ছাড়ছি জগৎ-সাধ/ মনের ঘরে আবাদ
সাত সুদ্রের দেখার/ পড়েনি আর পলক
মনের কেনা মাঠের হয় নাই চাষাবাদ।


এতকিছু ছেড়ে দিছি/ ঘুরে ফিরে একি হলো
অবশেষে ছেড়ে গেলে/ তুমি আমার জীবন
-মোঃ মুসা

আপু কেউ েআমাকে ছেড়ে গেছে অনেক শত চেষ্টার পরও রাখতে পারিনাই

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর মুসা ভাই...

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে ভাই। শুভেচ্ছা থাকলো

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



কোন সালে আপনি পড়ালেখা শেষ করেছেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

এম ডি মুসা বলেছেন: ২০২০ সালে তবে করোনার জন্য ২২ হয়ে গেছে

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক রূপের ঢেউ চোখ সাঁতরে ভাসে - কথাটা ভালো লাগলো।

তোমার তুলনা তুমি কেবল করে চমক - সিন্ট্যাক্স এরর কিনা বুঝতে পারছি না :( অর্থ কী এ লাইনের?

আমার হৃদয়গৃহে তন্ন তন্ন খুঁজে দেখো - হয় হৃদয়ে, অথবা গৃহে লিখে দেখুন, আমার কাছে সেটাই ভালো লাগে। হৃদয়গৃহ খুব পুরোনো ব্যবহার।

তুমি ছাড়া কেউ আর পাওয়া কী! মুশকিল এখানেও গণ্ডগোল লাগছে আমার কাছে। কী বোঝাতে চাইছেন? '!' এ চিহ্নটা মুশকিল এর পর বসবে। তুমি ছাড়া কেউ আর পাওয়া কী মুশকিল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

এম ডি মুসা বলেছেন: কি এর অর্থ কোন কিছু প্রশ্ন করাকে বুঝায়, আর কী অর্থ আশ্চর্য অর্থে কোন কিছু বুঝায় আশা করি বুঝতে পেরেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬

এম ডি মুসা বলেছেন: তোমার তুলনা তুমি, এর অর্থ হলো তুলনা তার একমাত্র সে তার সাথে কেউ মিলে না আর । কেবল করে চমক , মানে সেটা আমাকে চমক করে মানে প্রথম কথা হলো তাকে বুঝানো দ্বিতীয় কথা আমাকে দিয়ে করায় তার তুলনা।
হৃদয় গৃহ এটা তো একটা কল্পার গৃহ , হৃদয়ের ঘর , তাহলে এটা তো সমস্যা হয়না ভাই ঠিক আছে তো দেখি।
হৃদয় ঘরে যায়গা দিও আমায় তুমি রাখব খোলা আমার দুয়ার আসতে দিও ....... এমন হয়না ৥ কি বলব আর।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১০

সামিয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটা, অনবদ্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮

এম ডি মুসা বলেছেন: মন্তব্য করছেন ধন্যবাদ বইন।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

নিবারণ বলেছেন: ছন্দ মন্দ তো ভালাই জানেন। ভাল্লাগছে ভাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

এম ডি মুসা বলেছেন: ওহ ভাই! ঠিক আছে এক মাঠ ফুলের শুভেচ্ছা লইয়া যান।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

এম ডি মুসা বলেছেন: সমীচীন মন্তব্য আশা করি,, গঠন মূলক কথা, ছন্দ মন্দ এখানে উপহাস অর্থে বোঝায়, যেমন কবি কবি ভাব। এই সব উপহাস অর্থে বোঝায়। আশা করি বুঝতে পারছেন। এখানে মন্তব্য েএবং সুন্দর আচরণ করে সবার সাথে মন জয়ে করেন নেন। না হলে সবার কাছে এ্মন মন্তব্য জন্য সমালোচিত হতে পারেন।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

নিবারণ বলেছেন: আপনারে খারাপ কিছু কই নাইকা। আপনি রাইগা গ্যালেন ক্যান বুঝলাম না। কবিতা ভাল্লাগাছে তাই তো কইয়া গেলাম।

ম্যালা ম্যালা, ছন্দ মন্দ, গল্প টল্প, ভালা ভালা এগুলা নরমালিই কই আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.