নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ব

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

কোল টানা প্রকৃতির লাগাম হীন সবুজ
বদলে গেছে বিস্তৃত রাস্তার শরীর,
বদলে গেছে মানুষ তার চেয়ে স্নেহ ভাঙা
নিভেছে চক্ষু প্রদীপ হৃদয়ে চৌচির।

দাদার পিতার চক্ষে উঠেছিল গ্রাম গঞ্জ
মাটির স্তুূপে উঠেছে বসতের ভিটা,
দাদার পিতার সত্তা এখন অদৃশ্য হয়ে
অস্তিত্ব হীন দাদাও হয়ে আছে চিটা।

অর্থের দাপট টানা জগৎ হিংসাত্নক মনে
রেষারেষি কতটুকু? জীবন প্রদীপ,
কারো মনে নেই দশ পুরুষের নাম,কাম
মানুষ কেন হয়েছে? লালসার জীব।

রাস্তার চিত্র ধরেছে চিকন সুতা আইলে
দাদা এসেছিল বাড়ি সেই পথ ধরে
রাস্তা হয়েছে সড়ক দেখনা দাদায়
হয়েছে স্থায়ী গায়েব অদৃশ্যের পাড়ে।




মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৩

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল মুসা ভাই...

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৩

এম ডি মুসা বলেছেন: শীত কমা দিনে রোদে পিঠ ধরে
বসে আছি,েআঙিনায়। শুভ সকাল আপনাকে।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

এম ডি মুসা বলেছেন: ব্যবস্থাপনা

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লিখেছেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

এম ডি মুসা বলেছেন: হয়তো কবিতা হয়নি, আমি চেষ্টা করছি, হাবিজাবি হয়েছে। আমি কোন কবি নয়। এখনো কবিতার দরজায় যেতে পারিনি।
আশেপাশে ঘোরাঘুরি করি আর বক বক করি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

এম ডি মুসা বলেছেন: নুর সাহেব আপনি আমার এমনিতেই শ্রদ্ধেয় বড় মানুষ! তবে আমি ব্যক্তিগত ভাবে যথেষ্ট সম্মান করি। তবে এক সময় ব্লগে মন্তব্য পেতাম না তবে একক ভাবে আপনি মন্তব্য করছেন এখনো নতুদের মন্তব্য করেন। এই আমার কাছে কিন্তু তখন ভালো লেগেছে। আমি ব্লগিং করার ইচ্ছা ছিল আরো আগে , আমি লগিন করতে পারি নাই, ২০১৩ সালে চেষ্টা করছি নিবন্ধন করতে ।তখন মোবাইল দিয়ে নিবন্ধন একটু জটিল ছিল আমার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.