নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আমাকে খুঁজো না

১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

.


আমাকে খুঁজো না/ তোমার ভেতরে/ ওই খানে আর
যেখান থেকেই/ তুমি বের করে/ দিয়েছিলে সেই,
তোমার মনের/ স্থানে দেও নাই / অগোছালো আমি
হারিয়েছি স্থান /বহুদূর যেতে / এই বাংলায়..

আমাকেই কেউ/ খুঁজেতে এসো না/ আমাকেই টানে
পথের নেশায়/ পথ ধরে চলি/ সবুজ ঘাসের/ পাড়ে
চেনা অচেনার/ কলমি লতার/ খই ফোটা হাসি/
শাপলার বিলে/ ইশারায় ডাকে / পুকুরের ধারে।

আমি ডুবে আছি/ বনের ছায়ায়/ পথের মায়ায়
নদীর অথই/ জল ঢেউ গুলো/ মুছে নিঃসঙ্গ,
তোমার মনের/ সিন্দুক থেকে/ ছুড়ে ফেলে দিলে
এই প্রকৃতির/ অপরূপ খেলা/ আত্নীয় করে।

আমার ভেতর/ ঢুকিয়ে রাখিনি/নারীর গল্প
রূপসী নারীতে/দেখেই আমার / শিহরিত করে,
মনের গৃহে / আত্নীয় মনে/ টানে না আমায়
এই বাংলার/ অপরূপ ঢাল/ আত্নীয় করে।

বর্ষার দিনে/ বৃষ্টি আমায় /আত্নীয় করে
কাছে এসে রয় / মেঘের আড়ালে/
এক মুঠো রোদ/ আমাকে জানায় /
আমি আছি এই/ এক আত্নীয় হয়ে।

হেমন্ত কালে/ শিশির ভেজার / পতার ডগায়
শিশির আমাকে/ আত্নীয় করে/ ভোরে ঝরে যায়
হারিয়ে গেলেও/ বছর ঘুরেই/ দেখা হয়ে যায়
এই প্রকৃতির/ সব উপাদান/ করে আত্নীয়....






মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩০

এম ডি মুসা বলেছেন: মন্তব্যের পাতা বন্ধ

২| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৫২

এম ডি মুসা বলেছেন: এই কবিতাটি উদ্দেশ্যে হলো, আমাকে একটা মানুষ পর করে দিয়েছে। আমাকেই ছেড়ে চলে গেছে। এই প্রকৃতি বাংলা অপরূপ সৌন্দর্য আমাকে ছেড়ে যায়নি, আমাকে এখনো আত্নীয় করে রাখে...

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.