নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

এই ইমামের কি নাম?

০৭ ই মে, ২০২৪ বিকাল ৫:০৬



খবর নেয়নি দুঃখের দিনে দুই মুঠো ভাত দিয়ে
বিপদের মুখে আত্ন গোপনে মসজিদেরই ইমাম,
কাঁপছে দুঃখে ব্যথিত হৃদয় অসহায় ধারে ধারে
জালেমের সাথে করছে সন্ধি এই ইমামের কি নাম?

জুলুম করছে করেনি ইমাম জালেমর প্রতিবাদ,
এগিয়ে আসেনি সত্য বলতে জোট বেঁধে একসাথ,
জালেম যখন মসজিদে বসে বলে উত্তম বানী!
সেই মসজিদে মজলুম কেনো পড়বেন- জামাত।

বিপদ তাড়িয়ে একাই লড়েছে মজলুম সেই জন,
ইমামের পিছে যায়নি নামাজে বিশ্বাস হারা মনে,
ইমাম এখন শয়তানি জোটে সত্যের ডাকে কন্ঠ
নামাজ পড়তে মসজিদে যেতে মজলিস করে জনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৪ রাত ১০:০৮

শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন, লিখে যান। ধন্যবাদ

২| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৭

নয়ন বিন বাহার বলেছেন: এই সব ইমামের নাম নেই। যে কোনো নামে ডাকতে পারেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.