নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের ভুবন

গানের ভুবনেআমি আজ পথচারি,ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মত গান শুনাতে পারি....

এম.ডি অভ্র

আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....

এম.ডি অভ্র › বিস্তারিত পোস্টঃ

একটা পাখি ভালবাসতো আরেকটা পাখিকে

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৯

হায়রে ভালোবাসা......

একটা পাখি ভালবাসতো আরেকটা পাখিকে

তারা একসাথে উড়ে বেড়াতো ।

গান গাইতো, নীল আকাশে পাড়ী দিতো

হঠাৎ একদিন একটা পাখির পায়ে

খুব ব্যথা পেয়ে পা হারালো।

তখন পাখিটি কাঁদতে কাঁদতে

আরেকটা পাখি কে বললো

তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাতো ?

তখন ঐ পাখিটা তার কথা শুনে

নিজের ডানা কেটে ফেলে দিয়ে বললো

এইবার তো আমি চাইলেও তোমাকে

ছেড়ে যেতে পারবো না ।

এরপর একদিন খুব জড়-তুফান

শুরু হলো...........

চারদিক অন্ধকার হয়ে উঠলো

তখন পা কাঁটা পাখিটি ভয়ে

চপফট করতে লাগলো।

তখন ডানা কাঁটা পাখিটি

পা কাঁটা পাখিটিকে বললো

তুমি নিরাপদ স্থানে চলে যাও

আমার কথা চিন্তা করোনা।

তখন পা কাঁটা পাখিটি উড়ে

চলে গেল নিরাপদ জায়গায়।

তারপর জড়-তুফান থামার পর

পা কাঁটা পাখিটি এসে দেখলো

ডানা কাঁটা পাখিটি মরে

পড়ে আছে........!!!

আর তার পাশে মাটিতে

লেখা ছিলো...........

“তুমি যদি একবার বলতে আমাকে

চেড়ে যাবেনা তাহলে আমি

জড়-তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম

শুধু তোমার জন্য !!!”.............



বি.দ্রি:লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টতে দেখবেন।

(আপনাদের মন্তব্যই আমার লেখার কে আরো সুন্দর করবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.